Stanter Machine এ ফিনিশিং এবং কোয়ালিটি চেকিং এর নিয়ম - Textile Lab | Textile Learning Blog
স্টেনটারে কাপড় ফিনিশিং এবং চেকিং ক্রাইটেরিয়া :

ফেব্রিক ডাইং এর পর কাপড় এর অনেক ফ্যাজিকাল প্রপার্টি চেঞ্জ হয়ে যায় যেমন কাপড়ের ইলাস্টিসিটি, স্রিংকেজ, স্পাইরিলিটি, হেন্ডফিল , এপিয়ারেন্স  ইত্যাদি  যা ফিনিশিং এর পর তা রিকোভার করা হয়  যেমন ফেব্রিক এর সেড কারেকশন কাপড়ের ইলাস্টিসিটি, স্রিংকেজ, স্পাইরিলিটি, হেন্ডফিল , এপিয়ারেন্স ব্যাক করা হয়।
এর জন্য সফেনার, টেম্পারেচার, প্রেসার  ব্যাবহার করা হয় । তবে নীট এর জন্য পিন বেইজইড স্টেনটার ওভেন এর জন্য ক্লিপ স্টেনটার ব্যাবহার করা হয়।

নীট কাপড় এর ক্ষত্রেঃ

স্টেনটার এর সেড এর কোন ভুমিকা নেই এখানে সফেনার দিয়ে সফট ফিনিশিং করে দেয়া হয়। নীট এর ক্ষত্রে কাপড় এর ডায়া GSM, স্পাইরিলিটি কারেকশন করা হয় এবং নীট এর ক্ষত্রে এটি বড় ভুমিকাই পালন করে  । বোইং, এবং স্পাইরিলিটি ঠিক করা হয় ওয়েফট স্ট্রেইটেনার দিয়ে । নীট কাপড় এর ক্ষত্রে সেড ১০০% ওকে করে নামানো হয় তাই সেড এর কারেকশন করা হয় না স্টেনটারে, আর প্রিন্ট কাপড়ে পিগমেন্ট, রিয়েক্টিভ টপিং হয় না । এতে নীটিং ফল্ট,  GSM, ডায়া, স্রিংকেজ চেক করা হয় এর জন্য ডায়া নির্দিষ্ট করা থাকে না ডায়া নির্দিষ্ট করে দেয়া থাকলেও GSM ঠিক করার জন্য এটি চেঞ্জ হয় যায় আর রিকোয়ারমেন্ট থেকে এর ডায়া প্লাস করা হয় কারন কম্পেক্টিং এর ক্ষত্রে এর ডায়া কমে যায়।  তাছেড়া এর সেড এবং কোয়ালিটি চেক করা হয় হয়।  নীট কাপড় এর ক্ষত্রে  সেড এর উপর হিট, প্যাডার প্রেসার এর প্রভাব আছে তাই আগে সেড রোল চালিয়ে প্যারামিটার সেট করে নেয়া হয়। নীট এর স্টেনটার যথেষ্ট ডাস্ট প্রবন তাই এটি কাপড় চালানোর আগে ফিল্টার ক্লিন করে নেয়া হয়।  স্টেনটারে টিউব ফেব্রিক ফিনিশ করা যায় না।  এটি গ্রে কাপড় হিট সেট করার জন্য ব্যাবহার করা হয়।  এর  চেম্বার মোট ৮ টা।





ওভেন কাপড় এর ক্ষত্রেঃ


ওভেন কাপড় এর জন্য আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে ১০০% কটন হলে তার ফিনিশ ডায়া ৫৮ ইঞ্চি লাইক্রা হলে ৫২-৫৩ ইঞ্চি সিটিং বা পকেটিং এর জন্য ডায়া লাগে ।  কাপড় ফিনিশিং এর সময় ডায়া মেপে দেখতে হবে ঠিক আছে কিনা । সফেনার দেয়া হলে কাপড় এর হেন্ড ফিল চেক করতে হয় এবং  সফেনার এর স্পট আসে কিনা তাও চেক করা হয়।  ১০০-২০০ মিটার গেলে কাপড় এর টুইস্টিং আছে কিনা তা চেক করা হয় এবং সেড চেক এর জন্য স্যাম্পল কাটা হয় ।  কাপড়ে ফরেইন ফাইবার কিংবা ডাইং এর স্পট আছে কিনা তা চেক করা হয়। ক্রিজ স্টেনটার এর বড় সমস্যা এটা আসে কিনা তাও চেক করে নিতে হবে ।  স্টেনটার এর টপিং করে সেড কারেকশন করা হয়।  তবে ওভেন কাপড় এর GSM কারেকশন করা হয় না জাস্ট ডায়া টা ঠিক করে দেয়া হয়। স্টেনটারে ৫-১০% সেড কারেকশন করা যায়।


Stanter Machine এ ফিনিশিং এবং কোয়ালিটি চেকিং এর নিয়ম

স্টেনটারে কাপড় ফিনিশিং এবং চেকিং ক্রাইটেরিয়া :

ফেব্রিক ডাইং এর পর কাপড় এর অনেক ফ্যাজিকাল প্রপার্টি চেঞ্জ হয়ে যায় যেমন কাপড়ের ইলাস্টিসিটি, স্রিংকেজ, স্পাইরিলিটি, হেন্ডফিল , এপিয়ারেন্স  ইত্যাদি  যা ফিনিশিং এর পর তা রিকোভার করা হয়  যেমন ফেব্রিক এর সেড কারেকশন কাপড়ের ইলাস্টিসিটি, স্রিংকেজ, স্পাইরিলিটি, হেন্ডফিল , এপিয়ারেন্স ব্যাক করা হয়।
এর জন্য সফেনার, টেম্পারেচার, প্রেসার  ব্যাবহার করা হয় । তবে নীট এর জন্য পিন বেইজইড স্টেনটার ওভেন এর জন্য ক্লিপ স্টেনটার ব্যাবহার করা হয়।

নীট কাপড় এর ক্ষত্রেঃ

স্টেনটার এর সেড এর কোন ভুমিকা নেই এখানে সফেনার দিয়ে সফট ফিনিশিং করে দেয়া হয়। নীট এর ক্ষত্রে কাপড় এর ডায়া GSM, স্পাইরিলিটি কারেকশন করা হয় এবং নীট এর ক্ষত্রে এটি বড় ভুমিকাই পালন করে  । বোইং, এবং স্পাইরিলিটি ঠিক করা হয় ওয়েফট স্ট্রেইটেনার দিয়ে । নীট কাপড় এর ক্ষত্রে সেড ১০০% ওকে করে নামানো হয় তাই সেড এর কারেকশন করা হয় না স্টেনটারে, আর প্রিন্ট কাপড়ে পিগমেন্ট, রিয়েক্টিভ টপিং হয় না । এতে নীটিং ফল্ট,  GSM, ডায়া, স্রিংকেজ চেক করা হয় এর জন্য ডায়া নির্দিষ্ট করা থাকে না ডায়া নির্দিষ্ট করে দেয়া থাকলেও GSM ঠিক করার জন্য এটি চেঞ্জ হয় যায় আর রিকোয়ারমেন্ট থেকে এর ডায়া প্লাস করা হয় কারন কম্পেক্টিং এর ক্ষত্রে এর ডায়া কমে যায়।  তাছেড়া এর সেড এবং কোয়ালিটি চেক করা হয় হয়।  নীট কাপড় এর ক্ষত্রে  সেড এর উপর হিট, প্যাডার প্রেসার এর প্রভাব আছে তাই আগে সেড রোল চালিয়ে প্যারামিটার সেট করে নেয়া হয়। নীট এর স্টেনটার যথেষ্ট ডাস্ট প্রবন তাই এটি কাপড় চালানোর আগে ফিল্টার ক্লিন করে নেয়া হয়।  স্টেনটারে টিউব ফেব্রিক ফিনিশ করা যায় না।  এটি গ্রে কাপড় হিট সেট করার জন্য ব্যাবহার করা হয়।  এর  চেম্বার মোট ৮ টা।





ওভেন কাপড় এর ক্ষত্রেঃ


ওভেন কাপড় এর জন্য আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে ১০০% কটন হলে তার ফিনিশ ডায়া ৫৮ ইঞ্চি লাইক্রা হলে ৫২-৫৩ ইঞ্চি সিটিং বা পকেটিং এর জন্য ডায়া লাগে ।  কাপড় ফিনিশিং এর সময় ডায়া মেপে দেখতে হবে ঠিক আছে কিনা । সফেনার দেয়া হলে কাপড় এর হেন্ড ফিল চেক করতে হয় এবং  সফেনার এর স্পট আসে কিনা তাও চেক করা হয়।  ১০০-২০০ মিটার গেলে কাপড় এর টুইস্টিং আছে কিনা তা চেক করা হয় এবং সেড চেক এর জন্য স্যাম্পল কাটা হয় ।  কাপড়ে ফরেইন ফাইবার কিংবা ডাইং এর স্পট আছে কিনা তা চেক করা হয়। ক্রিজ স্টেনটার এর বড় সমস্যা এটা আসে কিনা তাও চেক করে নিতে হবে ।  স্টেনটার এর টপিং করে সেড কারেকশন করা হয়।  তবে ওভেন কাপড় এর GSM কারেকশন করা হয় না জাস্ট ডায়া টা ঠিক করে দেয়া হয়। স্টেনটারে ৫-১০% সেড কারেকশন করা যায়।


কোন মন্তব্য নেই: