টেক্সটাইল মিল ভিজিটের বিকল্প উপায়ে টেক্সটাইল শেখা | Textile Internship Guidelines - Textile Lab | Textile Learning Blog
আমাদের এখজন জুনিয়র প্রশ্ন করেছে যে ভাইয়া আমার ফ্রেন্ড মিল ভিজিট করেছে ও অনেক শিখেছে আমি তো কিছুই দেখতে পারিনি বা শিখতে পারি নি আমি কি করবো ???

পরামর্শঃ
হা আমি অবশ্যই বলো যে ছেলেট প্রেক্টিকেল  দেখেছে তার অনুভুতি অনুমান শক্তি আমাদের বিকল্প পন্থা অবলম্বন করা ছাত্র দের তুলনায় অনেক ভালো ।
এখন যারা ফেক্টরি ভিজিট এর জন্য যারা সুযোগ পাওনি তোমাদের জন্য আশাদায়ক কিছু  কথা বলবো ।  আমাদের দেশের টেক্সটাইল ফেক্টরি গুলিতে ঢোকা কিছুটা রেস্ট্রিক্টেড করার টেক্সটাইল ফেক্টরিতে মাঝে বহিরাগত  প্রবেশে করে ফেক্টরিতে ঝুট, প্রডাকশন হেম্পার,  শ্রমিক অসোন্তোস সৃস্টি করে।  যার কারনে টেক্সটাইল মিল ভিজিটের ক্ষত্রে কিছুটা বিধিনিষেধ আছে ।  এখন স্বাভাবিক ভাবে প্রশ্ন উঠে যে অনেকেই তো যাচ্ছে তবে তারা কি ভাবে যাচ্ছে,  এর উত্তর হচ্ছে ফেক্টরির ভেতরে যদি কেও GM, ED, Derictor, MD এর অনুমোদন নিয়ে দিতে পারেন তবেই আপনি ভেতরে ঢোকার অনুমতি পাবেন । 
যেহুতু পাননি তাই  আপনার জন্য বিকল্প কিছুর ব্যাবস্থা করতেই হয় যেমন আপনি ফেক্টরির কি কি দেখতে চাচ্ছেন

মেশিন
মানুষ
প্রসেস
ম্যাটেরিয়াল

এর বেশি আর তো কিছু না, আর ফেক্টরিতে আপনি ভিজিট এর জন্য সর্বচ্ছ ৩-৪ ঘন্টা সময় পাবেন,  এখন এই বিষয় গুলি যদি ভিডিও আকারে পান তবে কি কোন সমস্যা !!! আপনি তো মেশিন দেখতে চান এখন মেশিন এবং ফেক্টরির ভিডিও গুলি যদি ইউটিউবে পান সেখন থেকে সেইম অনুভুতি পাবেন যেমনটি একজন মিল ভিজিটে পান।  বরং ইউটিবে প্রায় অনেক ফেক্টরির  ডকুনেন্টরি পাওয়া যায় যেখানে ফেক্টরির সব মেশিন, ফ্যাসিলিটি, প্রসেস এর বর্নানা সহ দেয়া থাকে সেখান থেকে বরং আরো ভালো শেখা যাবে।

এমনো হতে পারে যারা ভিজিটে গিয়েছে তাদের কালেক্টেড পিক গুলি দেখতে পারেন তাদের প্রশ্ন এবং স্পেসিফিকেশন, প্রেসেস, প্রসিডিউর জিজ্ঞেস করে জেনে নিতে পারেন পরবর্তিতে ওই মেশিন মডেল এর ডিটেইল স্টাডি করতে পারেন। 

আর এর বেশি জানতে ফেক্টরি মেশিন গুলির লিস্ট করে ইউটিউবে ভালো বর্ননা সহ ভিডিও  পাবেন ।
এখন বলবো এটা স্টেন্ডার্ড প্রসেস না, তার পরো শিখতে চাইলে এমনি শেখা যায় । এটা জাস্ট দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো। কিন্তু দুটাই দুধের থেকে বানানো এটা মনে রাখতে হবে।
কিংবা ইন্টার্নিশিপ এর  ইন্ড্রাট্রিয়াল এটাচমেন্ট গুলি কালেকশন করে নিয়ে স্টাডি করতে পারেন,  এতে ফেক্টরির ডিটেইল দেয়া থেকে ।

চোখের হিংসে হচ্ছে ফ্রেন্ড ভিজিটে গিয়েছে মেশিন এর সাথে সেলফি দিয়েছে আমি পারি নাই তাহলে এই রোগের ট্রিটমেন্ট নাই আর যদি মনে করেন আমি আমার ফ্রেন্ড এর মতো শিখতে চাই তবে শেখার ওয়ের অভাব নাই এখন আপনার সমস্যা মুলত কোথায় এটাই দেখার বিষয় ।






টেক্সটাইল মিল ভিজিটের বিকল্প উপায়ে টেক্সটাইল শেখা | Textile Internship Guidelines

আমাদের এখজন জুনিয়র প্রশ্ন করেছে যে ভাইয়া আমার ফ্রেন্ড মিল ভিজিট করেছে ও অনেক শিখেছে আমি তো কিছুই দেখতে পারিনি বা শিখতে পারি নি আমি কি করবো ???

পরামর্শঃ
হা আমি অবশ্যই বলো যে ছেলেট প্রেক্টিকেল  দেখেছে তার অনুভুতি অনুমান শক্তি আমাদের বিকল্প পন্থা অবলম্বন করা ছাত্র দের তুলনায় অনেক ভালো ।
এখন যারা ফেক্টরি ভিজিট এর জন্য যারা সুযোগ পাওনি তোমাদের জন্য আশাদায়ক কিছু  কথা বলবো ।  আমাদের দেশের টেক্সটাইল ফেক্টরি গুলিতে ঢোকা কিছুটা রেস্ট্রিক্টেড করার টেক্সটাইল ফেক্টরিতে মাঝে বহিরাগত  প্রবেশে করে ফেক্টরিতে ঝুট, প্রডাকশন হেম্পার,  শ্রমিক অসোন্তোস সৃস্টি করে।  যার কারনে টেক্সটাইল মিল ভিজিটের ক্ষত্রে কিছুটা বিধিনিষেধ আছে ।  এখন স্বাভাবিক ভাবে প্রশ্ন উঠে যে অনেকেই তো যাচ্ছে তবে তারা কি ভাবে যাচ্ছে,  এর উত্তর হচ্ছে ফেক্টরির ভেতরে যদি কেও GM, ED, Derictor, MD এর অনুমোদন নিয়ে দিতে পারেন তবেই আপনি ভেতরে ঢোকার অনুমতি পাবেন । 
যেহুতু পাননি তাই  আপনার জন্য বিকল্প কিছুর ব্যাবস্থা করতেই হয় যেমন আপনি ফেক্টরির কি কি দেখতে চাচ্ছেন

মেশিন
মানুষ
প্রসেস
ম্যাটেরিয়াল

এর বেশি আর তো কিছু না, আর ফেক্টরিতে আপনি ভিজিট এর জন্য সর্বচ্ছ ৩-৪ ঘন্টা সময় পাবেন,  এখন এই বিষয় গুলি যদি ভিডিও আকারে পান তবে কি কোন সমস্যা !!! আপনি তো মেশিন দেখতে চান এখন মেশিন এবং ফেক্টরির ভিডিও গুলি যদি ইউটিউবে পান সেখন থেকে সেইম অনুভুতি পাবেন যেমনটি একজন মিল ভিজিটে পান।  বরং ইউটিবে প্রায় অনেক ফেক্টরির  ডকুনেন্টরি পাওয়া যায় যেখানে ফেক্টরির সব মেশিন, ফ্যাসিলিটি, প্রসেস এর বর্নানা সহ দেয়া থাকে সেখান থেকে বরং আরো ভালো শেখা যাবে।

এমনো হতে পারে যারা ভিজিটে গিয়েছে তাদের কালেক্টেড পিক গুলি দেখতে পারেন তাদের প্রশ্ন এবং স্পেসিফিকেশন, প্রেসেস, প্রসিডিউর জিজ্ঞেস করে জেনে নিতে পারেন পরবর্তিতে ওই মেশিন মডেল এর ডিটেইল স্টাডি করতে পারেন। 

আর এর বেশি জানতে ফেক্টরি মেশিন গুলির লিস্ট করে ইউটিউবে ভালো বর্ননা সহ ভিডিও  পাবেন ।
এখন বলবো এটা স্টেন্ডার্ড প্রসেস না, তার পরো শিখতে চাইলে এমনি শেখা যায় । এটা জাস্ট দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো। কিন্তু দুটাই দুধের থেকে বানানো এটা মনে রাখতে হবে।
কিংবা ইন্টার্নিশিপ এর  ইন্ড্রাট্রিয়াল এটাচমেন্ট গুলি কালেকশন করে নিয়ে স্টাডি করতে পারেন,  এতে ফেক্টরির ডিটেইল দেয়া থেকে ।

চোখের হিংসে হচ্ছে ফ্রেন্ড ভিজিটে গিয়েছে মেশিন এর সাথে সেলফি দিয়েছে আমি পারি নাই তাহলে এই রোগের ট্রিটমেন্ট নাই আর যদি মনে করেন আমি আমার ফ্রেন্ড এর মতো শিখতে চাই তবে শেখার ওয়ের অভাব নাই এখন আপনার সমস্যা মুলত কোথায় এটাই দেখার বিষয় ।






কোন মন্তব্য নেই: