নেটে টেক্সটাইল শিক্ষার উপায়
টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য নেট এ ঘুরাঘুরির পাশাপাশি টেক্সটাইল বিষয়ক শিক্ষার কিছু উৎস ও নেট থেকে শেখার কিছু উপায়, যা করলে নেট থেকে আনেক কিছু শিখবা
১. একটা Linkedin এর আইডি খুলে রাখ। ( এখানে Profile CV এর মত শো করে এখান থেকে বিভিন্ন টেক্সটাইল রিলেটেড কম্পানির জব এর তথ্য পাবেন আর এখানকার সব তথ্য সঠিক। Multi national, Byeing house এর সার্কুলার এই খানে পাবেন।
নিয়ম : আইডি খুলুন, প্রোফাইল তা কাম্পলিট করুন, টেক্সটাইল এর গ্রুপ গুল সার্চ দিন এবং যুক্ত থাকুন তাতে.
২. ফেসবুক এ যুক্ত থাকা ভাল এতে আপনি ঘুরাঘুরির মাঝে থাকতে পারেন বিভিন্ন টেক্সটাইল পেজ ও গ্রুপ এ যুক্ত থাকতে পারেন।
নিয়ম :
সার্চ অপশনে যান টেক্সটাইল লিখে সার্চ দিন যা যা আসবে সব লাইক দিবেন, বিভিন্ন গ্রুপ গুল তে অ্যাড থাকেন, তাইলে টেক্সটাইল এর আপডেট গুলি পাবেন, আপনার কাজের ফাকে কিছুটা সময় নিজের ক্যারিয়ার এর জন্য দিলেন।
সার্চ অপশনে যান টেক্সটাইল লিখে সার্চ দিন যা যা আসবে সব লাইক দিবেন, বিভিন্ন গ্রুপ গুল তে অ্যাড থাকেন, তাইলে টেক্সটাইল এর আপডেট গুলি পাবেন, আপনার কাজের ফাকে কিছুটা সময় নিজের ক্যারিয়ার এর জন্য দিলেন।
৩. BD jobs, Prothom Alo jobs, Textile jobs সহ বিভিন্ন পেজ গুল তে মাঝে মাঝে গুরে দেখতে পার। আগেই বুজতে পারবা জব করতে কি কি চায় কম্পানি।
৪. এখন নেট মোটামুটি সস্তা স্পিড 3G তাই এখন যুগ YouTube এর। ভিডিও টিউটোরিয়াল গুলো মাঝেমাঝে দেখা উচিৎ .
৫. গুগল আপনার শিক্ষক আপনি তাকে যা প্রশ্ন করবেন তার ঊত্তর পাবেন, এখন নেটে প্রচুর টিউটোরিয়াল পাবে এমনকি প্রতিটা ইন্ড্রাস্ট্রির লাইভ ভিডিও সাথে বিশ্লেষণ ।
৬. নেট এ আনেক টেক্সটাইল সফল সিনিয়র ভাইগন আছেন যারা মটিভেসন দেন ও এবং তারা নানান পারামর্শ দেন টেক্সটাইল এর উপর । তাদের ফলো করে রাখতে পারেন।
৭. ব্লগ গুল দেখতে পারো, সব সময় নতুন নতুন কি ঘটেছে তার খোজ খবর রাখতে পারেন । ডেইলি নিউজ পেপারে টেক্সটাইল এর নিউজ গুলি জেনে আপডেট থাকতে পারেন।
৮. চাইলে নিজের পার্সোনাল ব্লগ, পেইজ, গ্রুপ করতে পারেন পার্সোনাল ব্রেন্ডিং হলো সাথে টেক্সটাইল শেখা হলো।
৯. টেক্সটাইল, গার্মেন্টস এর ওয়েবসাইট ভিজিট করে তাদের উপর আইডিয়া নিতে পারেন।
১০. টেক্সটাইল মেশিন, ক্যামিকেল ম্যানুফেচারার এর ওয়েবপেইজ গুলি গুরে দেখুন।
নোট
টেক্সটাইল এর মতো এপ্লাইড সাইন্স এ শুধু বই বা সিট পড়ে ভালো করবেন এর এসিউরেন্স কেও দিতে পারেন না তাই বিভিন্ন সোর্স থেকে আপডেট থাকুন এটা ভালো হবে।
টেক্সটাইল এর মতো এপ্লাইড সাইন্স এ শুধু বই বা সিট পড়ে ভালো করবেন এর এসিউরেন্স কেও দিতে পারেন না তাই বিভিন্ন সোর্স থেকে আপডেট থাকুন এটা ভালো হবে।
Bangla Textile Blog
টেক্সটাইল শেখার মোবাইল এন্ড্রয়েড এপস ডাউনলোড লিংক
Android Apps Dowonlode :
কিছু রেফারেন্স পেইজ এর লিংক
টেক্সটাইল ল্যাব ( ব্লগ )
1 টি মন্তব্য:
App er link ta kaj korche nah. Plz another link dile help hoto.
একটি মন্তব্য পোস্ট করুন