ফেব্রিক সাপ্লাইয়াদের কস্ট সেইভিং এর উপায়
ডাইং এর জন্য কস্টিং একটা বিগ ফেক্ট কারান এখানে হাজার হাজার মিটার বা কেজির এর ব্যাপার । কেজিতে এক টাকা সেইভ বা পয়সা সেইভ মানে অনেক কিছু।
ডাইং ফেক্টরি গুলি আমরা দুই ভাগে ভাগ করি যেমন এক্সপোর্ট এবং লোকাল বা সাবকন্ট্রাক । এক্সপোর্ট গুলিতে নিজের বায়ার এর কাজ করতে হয় আর মাঝে মাঝে কিছু সাবকন্ট্রাক এর কাজ করতে হয়। লোকাল গুলি সাবকন্ট্রাক এর কাজ করে সারা বছর।
কিছু গার্মেন্টস এর আলাদা ফেব্রিক সাপ্লাইয়াদের কাছ থেকে কাপড় নেয় আর সাপ্লাইয়ার গন তাদের ইচ্ছে মতো ফেক্টরিতে বায়ার আর চাহিদা মাফিক কাপড় সাপ্লাই দেন। এখানে তারা নিজেদের প্রফিট এর জন্য একটি কার করেন তা হলো তারা ডাইং এর ক্ষত্রে লোকাল ফেক্টরিতে কাজ করানো পছন্দ করেন কারন তাদের কস্টিং এক্সপোর্ট এর তুলনায়
যেমন
এক মিটার কাপড় সেইম সেড সেইম ফিনিশিং করতে এক্সপোর্ট ফেক্টরির প্রাইস ৩৬ টাকা হলে লোকাল ২৮ টাকায় করছে।
এক মিটার কাপড় সেইম সেড সেইম ফিনিশিং করতে এক্সপোর্ট ফেক্টরির প্রাইস ৩৬ টাকা হলে লোকাল ২৮ টাকায় করছে।
তা হলে সাপ্লাইয়াদের প্রতি মিটারে সেইভ ৮ টাকা এখন কথা হলো লোকাল এর সেডে মাঝে মাঝে সমস্যা হয় এবং গার্মেন্টস এবং বায়ার রিজেক্ট করে ।
তখন সাপ্লাইয়াদের একটি কাজ করতে হয় তার প্রফিট এ ভাগ বসাতে হয়
ভাগিদার গন হচ্ছেন
ফলোয়াপ কারি মার্চেন্ডাইজার
কাটিং ম্যানেজার
বাইং GPQ
মার্কেটিং পার্সোন
ফলোয়াপ কারি মার্চেন্ডাইজার
কাটিং ম্যানেজার
বাইং GPQ
মার্কেটিং পার্সোন
হা এর পর সব ওকে !! সেড কোয়ালিটির সসমস্যা আর হবে না !! টেক্সটাইল সেক্টর এই ভাবে চলে, কিন্তু এই কথা গুলি কারো সামনে বলা বারন এবং এটা স্টেন্ডার্ড প্রসিডিউর না কিন্তু জেনে রাখার জন্য এ তথ্য গুলি কাজ দিতে পারে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন