নতুন প্রডাকশন জব পেলে কাজ, ফ্লোর বুঝে নেয়ার ক্ষত্রে করনীয়ঃ
যারা টেক্সটাইল এ নতুন জব এ ঢুকেছেন বা একে বারে ফ্রেশ তারা, নতুন নতুন খুব বিব্রতকর পরিবেশ এ থাকে কাওকে চিনেনা জানেনা তাদের জন্য উপদেশ যে কোন ফেক্টরীতে নতুন লোক মানে হয়তো তারা বায়ার, হয়তো পার্টির সাব কন্টাক্ট এর লোক, হয়তো মার্চেন্টডাইজার তাই সবাই আপনার দিকে তাকাবে আর বলবে উনি কে কিন্তু আপনাকে না চেনার কারনে কেও কথা বলবে না, কারন আপনি নতুন তাই আপনি নিজে পরিচিত না হলে, কেও এগিয়ে পরিচিত হয়ে আসবে না। যারা নতুন তাদের কিছু দিন ফ্লোর এ ছেড়ে দেয়া হয় করন তারা ফ্লোর চিনুক। আর আপনি ইজি না হলে ফ্লোরে কাজ করতে পারবেন না বা করাতেও পারবেন না। তাই ফ্লোরে পরিচিতি এবং দ্রুত কাজ বুঝে নেয়ার ক্ষত্রে কিছু কৌশল অবলম্বন করতে হবে।
আপনার করনীয় কিছু বিষয়ঃ-
১. নিজে গিয়ে পরিচিত হোন অন্য সকল কলিগ দের সাথে ।
২. হাসিমুখে কথা বলুন সবার সাথে, পোলাইটনেস দ্রুত সবার মনে জায়গা দেবে ।
৩. সবার নাম, পরিচয়, ডেসিগনেশন মুখাস্থ করে নিন। এবং জুনিয়র দের নাম ধরে ডাকুন।
৪. কে কোথায় কাজ, তাদের সেকশন, ডিপার্টমেন্টে কাজ করে তা জেনে রাখুন । যাতে অন্য ডিপার্টমেন্টে কাজের প্রয়োজনে গেলে হেল্প পান।
৫. টেক্সটাইল ইঞ্জিনিয়ার কে কে আছেন তা জেনে নিন, তাদের ইন্সটিটিউশন তাদের চয়েস জেনে রাখুন ।
৬. আপনার মাঝে জড়তা থাকলে আপনি কাজ করে মজা পাবেন না, আর ফেক্টরীতে যারা মিশুক বা চঞ্চল তাদের সবাই লাইক করে। সে অনেক বিপদ থেকে এমনি মুক্তি পায়।
৭. ক্যামিকেল স্টোর থেকে ফেক্টরির ব্যাবহার্য ডাইজ ক্যামিকেল এর ব্রেন্ড নেইম ফাংশন এবং কনজিউম রেইট বা gpl জেনে নিন ।
৮. বায়ারদের লিস্ট করুন তাদের কোয়ালিটি রিকোয়ারমেন্ট গুলি মুখস্থ করে ফেলুন, তাদের স্টাইল, অর্ডার কোয়ানটিটি গুলি মুখস্থ করে ফেলুন আগের রেকর্ড এর জন্য আগের অর্ডার সিট বুকিং ফাইল, রেসিপি ফাইলে দেখতে পারেন।
৯. প্রতিটা মেশিন এর সমস্যা, প্যারামিটার, মেশিন স্পেসিফিকেশন নোট করুন, প্রডাকশন খাতায় সব বায়ার এর প্যারামিটার পাবেন তা মুখস্থ করে নিন । বা একটা পকেট ডাইরি করে ফেলুন যাতে সব তথ্য থাকবে এবং মাঝে মাঝে এই গুলি পড়বেন।
১০. সংস্লিস্ট ডিপার্টমেন্ট এবং নিজ শিফট এর সবার নাম্বার রাখুন । বিপদে এবং প্রয়োজনে কাজে লাগবে।
১১. প্রডাকশন ক্যাল্কুলেশন, এবং রিপোর্টিং এর নিয়ম সিনিয়র এর কাছ থেকে শিখে নেবেন এ ক্ষত্রে লজ্জা করে লাভ নাই , নয়তো ডেইলি ভুল করবেন আর বকা খাবেন। ভুল হলে আগেই স্বিকার করে নেবেন।
১২. দিনে কি কি ডাইং ফিনিশিং হবে তা প্রোগ্রাম খাতা দেখে ৫-১০ মিনিটে সম্পুর্ন মুখস্থ করে ফেলুন যাতে জিজ্ঞেস করা মাত্রই উত্তর পান বা কাছাকাছি কিছু বলতে পারেন।
১৩. ফ্লোরে হাটার সময় সব সময় ব্যাচ কার্ড গুলি খেয়াল করবেন কালার গুলি দেখবেন এতে আপনার পুরো ফ্লোর মুখস্থ থাকবে । কোন বায়ার এর কাপড় কি অবস্থায় আছে তা বলতে পারবেন। ইনফোরমেশন এর ডাটা বেইজ বাড়ান।
১৫. ডিউটির মাঝে মাঝে মেশিন ওয়াইজ অপারেটর বা ফ্লোর সুপারভাইজার কে ডেকে জিজ্ঞেস করুন কাজের অবস্থা আপনার তাহলে ফ্লোরে যেতে হবে না।
১৬. ডাইজ ক্যামিকেল এর আপডেট, স্টক, কোয়ালিটি জানার জন্য ১০-২০ সময় রাখুন বা স্টোরে গিয়ে রিপোর্ট গুলি দেখুন।
১৭. ডিউটি শেষ হলে মোবাইলে প্রগ্রাম এর ছবি তুলে নিন যাতে করে পরে কি কি ডাইং ফিনিশিং হবে তা পরের নিন সকালে বা ডিউটিতে আসার সময় একবার চোখ বুলিয়ে নিতে পারেন। এতে আপনি আপডেট থাকতে পারবেন।
১৮. সমস্যা গুলি সিনিয়রদের লিখিত আকারে জানান, ফোন টেক্সট আকারে জানান ।
১৯. রেসিপি লেখার ক্ষত্রে চেক এবং রিচেক করে নিন ।
২০. কাজ না থাকলে ফ্লোরে রাউন্ড দিন, ফ্লোর ক্লিন মেশিন ক্লিন করান, ফ্লোর গোছান।
২১. নতুন ফ্লোরে জবের ক্ষত্রে অনেকে ভয় পায় অপরিচিত পরিবেশ অপরিচিত লোকজন কিন্তু ভয় পাওয়া যাবে না সবাই কে মনে পরিচিত ভাবুন মানূষিক ভাবে কনফিডেন্ট থাকুন , মনে করবেন যে এটা আমার ২-৩ নাম্বার জব তাই কাওকে ভয় পাওয়ার কিছু না।
২২. নতুন হিসেবে কাওকে রিকুয়েস্ট করতে যাবেন না ওর্ডার ওর্ডারি, রিকুয়েস্ট করে পরবর্তিতে কাওকে কথা শোনাতে পারবেন না। ওর্ডার দেয়া শুরু করলে এর অভ্যাস হয়ে যাবে।
২৩. Honesty is the best পলিসি সদা সত্যি বলবেন এটা আপনাকে ৫% বিপদে ফেললে ৯৫% বিপদ থেকে উদ্দার করবে এবং পজেটিভ ইমেজ ক্রিয়েট করবে।
২৪. প্রথমে সিনিয়র এর অর্ডার এক্সিকিউশন করবেন কিন্তু নিজে অর্ডার দিতে যাবেন না।
২৫. আগ বাড়িয়ে সবার কাছে হেল্প চাইতে হবে ইগো থাকা যাবে না।
বিদ্রঃ
জুনিয়র দের জন্য জব বরাবরি কঠিন, তাদের সব কিছুতে সবাই ভুল ধরবে তাই এক্ষত্রে অনেকটাই ডিপ্লোম্যাটিক হতে হবে প্লান করে চলতে হবে যাতে কেও ভুল না ধরতে পারে আর ভুলের রিপিট যেনো না হয় । ফ্লোর মুখস্থ না থাকা, পরিচিতি না বাড়ানোর জন্য অনেকেই ফ্লোরে জায়গা করে নিতে পারেন না।
জুনিয়র দের জন্য জব বরাবরি কঠিন, তাদের সব কিছুতে সবাই ভুল ধরবে তাই এক্ষত্রে অনেকটাই ডিপ্লোম্যাটিক হতে হবে প্লান করে চলতে হবে যাতে কেও ভুল না ধরতে পারে আর ভুলের রিপিট যেনো না হয় । ফ্লোর মুখস্থ না থাকা, পরিচিতি না বাড়ানোর জন্য অনেকেই ফ্লোরে জায়গা করে নিতে পারেন না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন