টেক্সটাইল ভাইবা টিপস : প্রডাকশন ক্যাপাসিটি ইস্যু - Textile Lab | Textile Learning Blog
ভাইবা টিপস

জব ভাইবায় প্রডাকশন ক্যাপাসিটি ফেক্ট :-
টেক্সটাইল এর ভাইবা দিতে গেলে যদি প্রডাকশন ক্যাপাসিটি জিজ্ঞেসা করে তবে কখনোই তা বকমিয়ে  বলা যাবে না কারন প্রডাকশন কম বেশি জব এর ক্ষত্রে অনেক বড় ফেক্টর ।  স্বাভাবিক ভাবেই ধরে নেয়া হয় যাদের প্রডাকশন বেশি তারা অনেক ফাস্ট আর যাদের প্রডাকশন কম তারা অলস বা কাজই করে না , এটা ফেক্টরির সাইকোলজি ।

এর মুল কারন কম প্রডাকশন এর লোক জন বেশি প্রডাকশন এর ফেক্টরিতে গেলে তারা হাপিয়ে  যায় চাপ সহ্য করতে পারে না।

যেমন :
আপনার দিনে ৫ টন করার অভিজ্ঞতা থাকলে আপনি দিনে ২০ হাজার কখনো সামলাতে পারবেন না।  এই কারনে কম ক্যাপাসিটিভর ফেক্টরীতে কাজ করা ক্যারিয়ার এর জন্য ক্ষতিকর।
মনে রাখবের টেক্সটাইল আপনার চাকুরী না হওয়ার জন্য একটা ছোট কথাই যথেষ্ট ।






টেক্সটাইল ভাইবা টিপস : প্রডাকশন ক্যাপাসিটি ইস্যু

ভাইবা টিপস

জব ভাইবায় প্রডাকশন ক্যাপাসিটি ফেক্ট :-
টেক্সটাইল এর ভাইবা দিতে গেলে যদি প্রডাকশন ক্যাপাসিটি জিজ্ঞেসা করে তবে কখনোই তা বকমিয়ে  বলা যাবে না কারন প্রডাকশন কম বেশি জব এর ক্ষত্রে অনেক বড় ফেক্টর ।  স্বাভাবিক ভাবেই ধরে নেয়া হয় যাদের প্রডাকশন বেশি তারা অনেক ফাস্ট আর যাদের প্রডাকশন কম তারা অলস বা কাজই করে না , এটা ফেক্টরির সাইকোলজি ।

এর মুল কারন কম প্রডাকশন এর লোক জন বেশি প্রডাকশন এর ফেক্টরিতে গেলে তারা হাপিয়ে  যায় চাপ সহ্য করতে পারে না।

যেমন :
আপনার দিনে ৫ টন করার অভিজ্ঞতা থাকলে আপনি দিনে ২০ হাজার কখনো সামলাতে পারবেন না।  এই কারনে কম ক্যাপাসিটিভর ফেক্টরীতে কাজ করা ক্যারিয়ার এর জন্য ক্ষতিকর।
মনে রাখবের টেক্সটাইল আপনার চাকুরী না হওয়ার জন্য একটা ছোট কথাই যথেষ্ট ।






1 টি মন্তব্য:

Unknown বলেছেন...

Dyeing related onk post ase. bt knitting koi??