টেক্সটাইল ইন্ড্রাস্ট্রিতে কস্ট মিনিমাইজেশন এর কিছু স্কোপ | Cost Minimising Scope In Textile - Textile Lab | Textile Learning Blog
টেক্সটাইল ইন্ড্রাস্ট্রি বা ফেক্টরির কস্ট মিনিমাইজেশন এর  কিছু  স্কোপঃ

১. সেড এর ডিজাইন করার সময় এয়ার এবং লাইট এর চলাচল এমন ভাবে করতে হবে যেনো ডে লাইট এর মেক্সিমাম ইউজ করা যআআয় আর ফ্লোর কুলিং এর জন্য চিলার বা ফ্যান যেনো না লাগে।

২. পানি অনেক ডিপ থেকে তোলা বা যাতে করে পানিতে হার্ডনেস না থাকে এতে WTP  এবং সিকুইস্টারিং এজেন্ট ব্যাবহার করা লাগবে না পারলে রেইন ওয়াটার ব্যাবহার করা।

৩. বায়োস্কাওরিং করলে পারক্সাইড কিলিং করা লাগবে না আর ফেব্রিক ওয়েট কমবে না।

৪. হিট লস কমানোর জন্য স্টিম লাইন পুর্ন ইন্সুলেটিং করতে হবে আর স্টিম ট্রেপ লাগাতে হবে যাতে স্টিম বের না হয় আর কন্ডেন্স না হয় যায়।

৫. মেশিনে সার্ভো মটর এর ব্যাবহার করতে হবে যা পাওয়ার সেইভিং করে।

৬. ফ্লোরে লাইট শুধু মাত্র মেশিন সামনে পেছনে প্যাডিং জোনে দিয়ে অপ্রয়োজনীয় যায়গায় কমিয়ে দিতে হবে।

৭. মর্ডান স্টেনটারে হিট রিকভারি সিস্টেম থাকায় এতে হিটের অপচয় এবং গ্যাস এর অপচয় কম হয় ।

৮. অটো ডাই, ক্যামিকেল মেজারমেন্ট সিস্টেম এবং ডিসপেন্সিং স্টিস্টেম ব্যাবহার করতে মেক্সিমাম ক্যামিকেল ইউটিলাইজ করা যায় ২৫% ডাইজ ক্যামিকেল সেইভিং করা যায়।

৯. ব্রেন্ডেড কম্পানির ডাইজ ক্যামিকেল ইউজ করলে টোটাল ক্যামিকেল কনজামশন কমে আসে আর ক্যামিকেল সেইভিং এর রিপ্রসেস কম হয়।

১০. IE বা ইন্ড্রাট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এবং ম্যান পাওয়ার ইউটিলাইজ করে ম্যান পাওয়ার সেইভিং এবং কস্ট মিনিমাইজেশন করা যায়।

১১. স্টেনটারে, প্যাড ব্যাচ ডাইং  প্রগ্রাম চেঞ্জ হলে মাঝে মাঝে গোলানো ক্যামিকেল, ডাই লিকার ড্রেইন করে দিতে হয় এর জন্য রিজার্ভ কিছু টেংকি থাকা জরুরী যেনো এই ডাইজ, ক্যামিকেল পরে ব্যাবহার করা যায়।

১২. মর্ডান টেকনোলজি যেমন সল্ট ফ্রি ডাইং,  ১:৪/৫ ডাইং, হাইলি এক্সোস্ট ডাইজ  এর মতো নতুন টেকনোলজি ব্যাবহার করতে হবে।

১৩. সুদক্ষ কালার মাস্টার দরকার যাদের কালার এডিশন এর হাত ভালো, আর কালার মাস্টার সুদুক্ষ হলে রিপ্রসেস এর পরিমান কমে যায়।

১৪. ওভেন ডাইং প্লান্ট ডাইং প্লান্ট এর জন্য কাস্টিক রিকভারি প্লান্ট ব্যাবহার করে কাস্টিক রিকোভার করা যাবে।

১৫. ইটিপির ইফ্লুয়েন্ট এর ওয়াটার ফ্লোর ওয়াসিং, স্যানিটেশন, মেশিন ওয়াস  ।

১৬. রেগুলার গ্যাস বার্নার স্টেনটার এর পরিবর্তে যদি থার্মাল ওয়েল স্টেনটার ব্যাবহার করলে বিপুল পরিমান গ্যাস সেইভ করা যায় কারন গ্যাস বার্নার যুক্ত স্টেনটার চালাতে ৮ গ্যাস বার্নার লাগে কিন্তু থার্মাল ওয়েল স্টেন্টার এর  বয়েলার এর জন্য মাত্র ১ টা বার্নার লাগে।

১৭. রিপ্রসেস কমানোর জন্য R&D এবং RFT ডিপার্টমেন্ট ইম্পলিমেন্ট করা।

১৮. ফেব্রিক কঞ্জাম্পশন ক্যাল্কুলেশন এর হিউম্যান এরর এবং ফেব্রিক সেইভ করার জন্য ক্যাড এবং কাটিং ডিপার্টমেন্ট এর  সাথে কন্সেপ্ট নিলে ফেব্রিক এর ওয়েস্টেজ কম হবে।

১৯. ওয়েস্ট, লেফট ওভার ইউটিলাইজেশন করতে হবে, শর্ট কোয়ানটিটি গুলি লেফট ওভার থেকে করে দিতে হবে।

২০. কোয়ালিটি স্টেন্ডার্ড 5S, Lean  ইম্পলিমেন্ট করতে হবে আর এটি করা হয় টাইম সেইভিং, কস্ট সেইভিং, কোয়ালিটি ইম্প্রুভ করার জন্য।

২১. ফ্লোরোসেন্ট এবং পিগমেন্ট এর ওর্ডার করা যাবে না কারন এতে প্রফিট কম টাইম লস, ফেব্রিক লস, আর অনেক রিক্স।

২২. ল্যাব এর এক্রিডেশন করাতে হবে যাতে ল্যাব টেস্ট এর জন্য থার্ড পার্টির কাছে যেতে না হয় কারন এতে প্রচুর কাস্টিং হয়।

সারাংশ :-
মুলত গ্রিন ফেক্টরির কন্সসেপ্ট আর রিকোয়ারমেন্ট ফিলাপ করলে ওয়েস্টেজ এর পরিমান অনেক কমবে । যারা কস্ট সেইভিং নিয়ে কাজ করতে ইচ্ছুক তারা গ্রীন ফেক্টরি নিয়ে স্টাডি করতে পারেন।

Mazadul Hasan Shishir
Wet process Engineer, Textile blogger
mazadulhasan@yahoo.com
www.textilelab.blogspot.com








টেক্সটাইল ইন্ড্রাস্ট্রিতে কস্ট মিনিমাইজেশন এর কিছু স্কোপ | Cost Minimising Scope In Textile

টেক্সটাইল ইন্ড্রাস্ট্রি বা ফেক্টরির কস্ট মিনিমাইজেশন এর  কিছু  স্কোপঃ

১. সেড এর ডিজাইন করার সময় এয়ার এবং লাইট এর চলাচল এমন ভাবে করতে হবে যেনো ডে লাইট এর মেক্সিমাম ইউজ করা যআআয় আর ফ্লোর কুলিং এর জন্য চিলার বা ফ্যান যেনো না লাগে।

২. পানি অনেক ডিপ থেকে তোলা বা যাতে করে পানিতে হার্ডনেস না থাকে এতে WTP  এবং সিকুইস্টারিং এজেন্ট ব্যাবহার করা লাগবে না পারলে রেইন ওয়াটার ব্যাবহার করা।

৩. বায়োস্কাওরিং করলে পারক্সাইড কিলিং করা লাগবে না আর ফেব্রিক ওয়েট কমবে না।

৪. হিট লস কমানোর জন্য স্টিম লাইন পুর্ন ইন্সুলেটিং করতে হবে আর স্টিম ট্রেপ লাগাতে হবে যাতে স্টিম বের না হয় আর কন্ডেন্স না হয় যায়।

৫. মেশিনে সার্ভো মটর এর ব্যাবহার করতে হবে যা পাওয়ার সেইভিং করে।

৬. ফ্লোরে লাইট শুধু মাত্র মেশিন সামনে পেছনে প্যাডিং জোনে দিয়ে অপ্রয়োজনীয় যায়গায় কমিয়ে দিতে হবে।

৭. মর্ডান স্টেনটারে হিট রিকভারি সিস্টেম থাকায় এতে হিটের অপচয় এবং গ্যাস এর অপচয় কম হয় ।

৮. অটো ডাই, ক্যামিকেল মেজারমেন্ট সিস্টেম এবং ডিসপেন্সিং স্টিস্টেম ব্যাবহার করতে মেক্সিমাম ক্যামিকেল ইউটিলাইজ করা যায় ২৫% ডাইজ ক্যামিকেল সেইভিং করা যায়।

৯. ব্রেন্ডেড কম্পানির ডাইজ ক্যামিকেল ইউজ করলে টোটাল ক্যামিকেল কনজামশন কমে আসে আর ক্যামিকেল সেইভিং এর রিপ্রসেস কম হয়।

১০. IE বা ইন্ড্রাট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এবং ম্যান পাওয়ার ইউটিলাইজ করে ম্যান পাওয়ার সেইভিং এবং কস্ট মিনিমাইজেশন করা যায়।

১১. স্টেনটারে, প্যাড ব্যাচ ডাইং  প্রগ্রাম চেঞ্জ হলে মাঝে মাঝে গোলানো ক্যামিকেল, ডাই লিকার ড্রেইন করে দিতে হয় এর জন্য রিজার্ভ কিছু টেংকি থাকা জরুরী যেনো এই ডাইজ, ক্যামিকেল পরে ব্যাবহার করা যায়।

১২. মর্ডান টেকনোলজি যেমন সল্ট ফ্রি ডাইং,  ১:৪/৫ ডাইং, হাইলি এক্সোস্ট ডাইজ  এর মতো নতুন টেকনোলজি ব্যাবহার করতে হবে।

১৩. সুদক্ষ কালার মাস্টার দরকার যাদের কালার এডিশন এর হাত ভালো, আর কালার মাস্টার সুদুক্ষ হলে রিপ্রসেস এর পরিমান কমে যায়।

১৪. ওভেন ডাইং প্লান্ট ডাইং প্লান্ট এর জন্য কাস্টিক রিকভারি প্লান্ট ব্যাবহার করে কাস্টিক রিকোভার করা যাবে।

১৫. ইটিপির ইফ্লুয়েন্ট এর ওয়াটার ফ্লোর ওয়াসিং, স্যানিটেশন, মেশিন ওয়াস  ।

১৬. রেগুলার গ্যাস বার্নার স্টেনটার এর পরিবর্তে যদি থার্মাল ওয়েল স্টেনটার ব্যাবহার করলে বিপুল পরিমান গ্যাস সেইভ করা যায় কারন গ্যাস বার্নার যুক্ত স্টেনটার চালাতে ৮ গ্যাস বার্নার লাগে কিন্তু থার্মাল ওয়েল স্টেন্টার এর  বয়েলার এর জন্য মাত্র ১ টা বার্নার লাগে।

১৭. রিপ্রসেস কমানোর জন্য R&D এবং RFT ডিপার্টমেন্ট ইম্পলিমেন্ট করা।

১৮. ফেব্রিক কঞ্জাম্পশন ক্যাল্কুলেশন এর হিউম্যান এরর এবং ফেব্রিক সেইভ করার জন্য ক্যাড এবং কাটিং ডিপার্টমেন্ট এর  সাথে কন্সেপ্ট নিলে ফেব্রিক এর ওয়েস্টেজ কম হবে।

১৯. ওয়েস্ট, লেফট ওভার ইউটিলাইজেশন করতে হবে, শর্ট কোয়ানটিটি গুলি লেফট ওভার থেকে করে দিতে হবে।

২০. কোয়ালিটি স্টেন্ডার্ড 5S, Lean  ইম্পলিমেন্ট করতে হবে আর এটি করা হয় টাইম সেইভিং, কস্ট সেইভিং, কোয়ালিটি ইম্প্রুভ করার জন্য।

২১. ফ্লোরোসেন্ট এবং পিগমেন্ট এর ওর্ডার করা যাবে না কারন এতে প্রফিট কম টাইম লস, ফেব্রিক লস, আর অনেক রিক্স।

২২. ল্যাব এর এক্রিডেশন করাতে হবে যাতে ল্যাব টেস্ট এর জন্য থার্ড পার্টির কাছে যেতে না হয় কারন এতে প্রচুর কাস্টিং হয়।

সারাংশ :-
মুলত গ্রিন ফেক্টরির কন্সসেপ্ট আর রিকোয়ারমেন্ট ফিলাপ করলে ওয়েস্টেজ এর পরিমান অনেক কমবে । যারা কস্ট সেইভিং নিয়ে কাজ করতে ইচ্ছুক তারা গ্রীন ফেক্টরি নিয়ে স্টাডি করতে পারেন।

Mazadul Hasan Shishir
Wet process Engineer, Textile blogger
mazadulhasan@yahoo.com
www.textilelab.blogspot.com








কোন মন্তব্য নেই: