মেটামারিজম কেনো বায়ার পছন্দ করে না
মেটামারিজম মানেই তো এক আলোতে সেড সেইম সেড আলাদা আলাদা টোন । ধরুন বায়ার এর কাস্টমার আসলো তার দোকান বা রিটেইল অউট লেট থেকে কাপড় কিনে নিয়ে গেলো, বায়ার যে আলোতে দেখেছে তার ছিলো D65 লাইট। এখন কাস্টমার যদি বাশায় এসে দেখেন যে তা শখের গার্মেন্টস তার এর কালার চেঞ্জ হয়ে গেছে তার জন্য তিনি অই বায়ার এর বিরুদ্ধে মামলা করতে পারেন। এতে তাদের রেপুটেশন নস্ট হতে পারে বিধান বায়ার মেটামারিজম যুক্ত কাপড় পছন্দ করেন না।
মেটামারিজম কি এবং এটি কেনো হয় !!!
ফেব্রিক ডাইং করার পর তার সেড দেখার জন্য বায়ার নমিনেশন করা বা স্ট্যান্ডার্ড লাইট সোর্স আছে যেমন : D65, TL84 ,UV, CWF, এই লাইট সোর্স গুলি দিয়ে সেড দেখার সময় একটি ভিজুয়াল সমস্যা হয় যেমন লাইট সোর্স চেঞ্জ করলে সেড এর টোন চেঞ্জ হয়ে যায়, সেড এর এই সমস্যাকে মেটামারিজম বলে।
এক কথায় ভিন্ন ভিন্ন আলোতে ভিন্ন ভিন্ন রকম দেখায়।
বায়ার এর মেটামারিজম টলারেন্স Less then 0.50
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন