টেক্সটাইল ইন্ড্রাস্ট্রিতে বিভিন্ন ডিপার্টমেন্ট এর কার্যপ্রণালী জেনে নিন - Textile Lab | Textile Learning Blog
ফেক্টরির বিভিন্ন ডিপার্টমেন্ট এবং সেকশন গুলির কাজ এবং ফাংশন গুলি জেনে নিনঃ

কমার্শিয়ালঃ
কমার্সিয়াল সেকশন এর মুল কাজ হচ্ছে LC, PI,UD,BGMEA এর  সার্টিফিকেশন সহ ডকুমেন্ট গুলি প্রস্তুত করা, ইস্যু করা ।

এডমিনঃ
এদের কাজ মুলত এরা ডেইলি হাজিরা, ছুটি, সার্ভিস ফাইল এর কাজ গুলি এরা দেখে থাকেন।

একাউন্টসঃ
এদের কাজ স্যালারি দেয়া, কোম্পানি এর কস্ট গুলি দেখা এবং পরিচালনা করা

কম্পলায়েন্সঃ
এদের কাজ কর্মপরিবেশ উন্নায়ন করা, ফায়ার, মেডিকেয়ার লেবার ল এর ইম্পলিমেন্টেশন নিয়ে কাজ করা এদের কাজ । কম্পলায়েন্স সার্টিফিকেশন এবং ডিপার্টমেন্ট ছাড়া বায়ার রা কাজ দিতে চায় না।




HR / পার্সোনেল:
এরা ম্যান পাওয়ার রিক্রুটমমেন্ট, রিকুজেশন, ছাটাই ইত্যাদি কাজ গুলি দেখা শোনা করে ।

মার্কেটিংঃ
ফেক্টরীতে  অর্ডার নিয়ে আসা এদের মুল কাজ এবং অর্ডার ফলো আপ করা এদের কাজ । প্রডাক্ট সেলস ও এরা দেখে।

মার্চেন্ডাজিংঃ
এরা বায়ার অর্ডার গুলি এক্সিকিউশন টু ডেলিভারি এরা ফলো আপ করে।

স্যাম্পল সেকশনঃ
স্যাম্পল সেকশন গুলি ডেভলপেমেন্ট স্যাম্পল গুলি বানায়। বিভিন্ম ডিপার্টমেন্ট এর স্যাম্পল সেকশন আছে যেমন প্রিন্টিং, ডাইং , উইভিং

ল্যাবঃ
যাবতীয় ক্যামিকেল ফ্যাজিকাল টেক্সটাইল প্রডাক্ট গুলি টেস্ট করা এদের কাজ। টেক্সটাইল ইঞ্জিনিয়ার এই খানে ব্যাপক হারে কাজ করেন।

ক্যামিকেল স্টোরঃ
এরা ক্যামিকেল ডাইজ, স্টেশনারী এর কাজ গুলি দেখে, এরা ক্যামিকেল পার্চেস

ফেব্রিক স্টোরঃ
এরা কাপড় ডেলিভারি করা গ্রে কাপড় রিসিভ করার কাজ করে থাকে। তাছাড়াও এরা লেফট ওভার, কাট পিস ঝুট এর বিষয় গুলিও এরা দেখে।

ম্যাকানিকাল এন্ড মেইন্টেইনেন্সঃ
এরা সাধারনত দুই ভাগে বিভক্ত যেমন ইকেক্ট্রিক্যাল ম্যাকানিকাল। এদের কাজ মেশিন মেইন্টেইনেন্স করা। মেশিন সংশ্লিষ্ট যে কোন কাজ এদের আওতাভুক্ত।

রোলিং ইন্সপেকশনঃ
এই সেকশন এর কাজ ফিনিশিং করা গুডস চেকিং এবং ডেলিভারি করা।

প্রডাকশনঃ
এদের মুল কাজ হচ্ছে বাল্ক প্রডাকশন করা আর ফেক্টরির ভেতরে সকল ডিপার্টমেন্ট এদের অধীনে থাকে।





job

টেক্সটাইল ইন্ড্রাস্ট্রিতে বিভিন্ন ডিপার্টমেন্ট এর কার্যপ্রণালী জেনে নিন

ফেক্টরির বিভিন্ন ডিপার্টমেন্ট এবং সেকশন গুলির কাজ এবং ফাংশন গুলি জেনে নিনঃ

কমার্শিয়ালঃ
কমার্সিয়াল সেকশন এর মুল কাজ হচ্ছে LC, PI,UD,BGMEA এর  সার্টিফিকেশন সহ ডকুমেন্ট গুলি প্রস্তুত করা, ইস্যু করা ।

এডমিনঃ
এদের কাজ মুলত এরা ডেইলি হাজিরা, ছুটি, সার্ভিস ফাইল এর কাজ গুলি এরা দেখে থাকেন।

একাউন্টসঃ
এদের কাজ স্যালারি দেয়া, কোম্পানি এর কস্ট গুলি দেখা এবং পরিচালনা করা

কম্পলায়েন্সঃ
এদের কাজ কর্মপরিবেশ উন্নায়ন করা, ফায়ার, মেডিকেয়ার লেবার ল এর ইম্পলিমেন্টেশন নিয়ে কাজ করা এদের কাজ । কম্পলায়েন্স সার্টিফিকেশন এবং ডিপার্টমেন্ট ছাড়া বায়ার রা কাজ দিতে চায় না।




HR / পার্সোনেল:
এরা ম্যান পাওয়ার রিক্রুটমমেন্ট, রিকুজেশন, ছাটাই ইত্যাদি কাজ গুলি দেখা শোনা করে ।

মার্কেটিংঃ
ফেক্টরীতে  অর্ডার নিয়ে আসা এদের মুল কাজ এবং অর্ডার ফলো আপ করা এদের কাজ । প্রডাক্ট সেলস ও এরা দেখে।

মার্চেন্ডাজিংঃ
এরা বায়ার অর্ডার গুলি এক্সিকিউশন টু ডেলিভারি এরা ফলো আপ করে।

স্যাম্পল সেকশনঃ
স্যাম্পল সেকশন গুলি ডেভলপেমেন্ট স্যাম্পল গুলি বানায়। বিভিন্ম ডিপার্টমেন্ট এর স্যাম্পল সেকশন আছে যেমন প্রিন্টিং, ডাইং , উইভিং

ল্যাবঃ
যাবতীয় ক্যামিকেল ফ্যাজিকাল টেক্সটাইল প্রডাক্ট গুলি টেস্ট করা এদের কাজ। টেক্সটাইল ইঞ্জিনিয়ার এই খানে ব্যাপক হারে কাজ করেন।

ক্যামিকেল স্টোরঃ
এরা ক্যামিকেল ডাইজ, স্টেশনারী এর কাজ গুলি দেখে, এরা ক্যামিকেল পার্চেস

ফেব্রিক স্টোরঃ
এরা কাপড় ডেলিভারি করা গ্রে কাপড় রিসিভ করার কাজ করে থাকে। তাছাড়াও এরা লেফট ওভার, কাট পিস ঝুট এর বিষয় গুলিও এরা দেখে।

ম্যাকানিকাল এন্ড মেইন্টেইনেন্সঃ
এরা সাধারনত দুই ভাগে বিভক্ত যেমন ইকেক্ট্রিক্যাল ম্যাকানিকাল। এদের কাজ মেশিন মেইন্টেইনেন্স করা। মেশিন সংশ্লিষ্ট যে কোন কাজ এদের আওতাভুক্ত।

রোলিং ইন্সপেকশনঃ
এই সেকশন এর কাজ ফিনিশিং করা গুডস চেকিং এবং ডেলিভারি করা।

প্রডাকশনঃ
এদের মুল কাজ হচ্ছে বাল্ক প্রডাকশন করা আর ফেক্টরির ভেতরে সকল ডিপার্টমেন্ট এদের অধীনে থাকে।





কোন মন্তব্য নেই: