ব্লো-রুম লাইন (Blowroom Line)
Blowroom - Blow অর্থ প্রবাহিত হওয়া, room অর্থ কক্ষ (বায়ু প্রবাহিত কক্ষ)।
Blowroom Machine এর কাজ হচ্ছে, Bele Opening, Fiber Cleaning, Fiber Mixing, Fiber Transport, Extractor and Security Systems.
Blowroom Machine এর কাজ হচ্ছে, Bele Opening, Fiber Cleaning, Fiber Mixing, Fiber Transport, Extractor and Security Systems.
1. BALE OPENING Machine View
A 11 UNIfl oc /BDT
B 34 Mixing bale opener
B 25 Waste opener
2. FIBER CLEANING Machine View
B12 UNIclean / CLP
A 79 UNIstore / CLC1/CLC3
B 17 UNIclean
3. FIBER MIXING.
B 72 / B 76 UNImix / MPM.
A 81 UNIblend
B 33 Mixing opener
4. FIBER TRANSPORT.
A 21 Condenser
5. EXTRACTOR AND SECURITY SYSTEMS
Vision shield (jossi)/ SP-Fpo।Foreign matter extractor
Vision shield (jossi)/ SP-Fpo।Foreign matter extractor
A 48 Heavy particle extractor.
Metal and spark extractor/ SPEM
কোন রিং স্পিনিং মিলের মোট উৎপাদন ব্যায়ের ৫-১০ % ব্লোরুমে ব্যয়িত হয় । ব্লো রুমের ম্যাশিনারিজ স্থাপন করা সবচেয়ে ব্যায়বহুল কাজ । এছাড়া এই সেকশনে কাচামালের অপচয় একটি অতিরিক্ত ব্যায়ের কারন হয়ে দাড়াতে পারে । কারন ব্লো-রুম ম্যাশিনারিজ অপদ্রব্য দূর করার সাথে সাথে কিছু ভাল ফাইবারও দূর করে ফেলতে পারে । এজন্য ফাইবার ক্ষতির দিক নিবিড় পর্যবেক্ষণের মধ্যে রাখতে হয় নতুবা কাঁচামালের অপচয় ঘটিয়ে খরচ বেড়ে যাবে । ব্লো রুম ফাইবারের বৈশিষ্টের উপড় বিভিন্ন গুণাবলী যেমন দৈর্ঘ্য,ইলাস্টিছিটি ,দৃঢ়তা ইত্যাদি প্রভাব ফেলে । স্পিনিং এর প্রথম ধাপ এই ব্লোরুম যেখানে বিভিন্ন ম্যাশিনের মধ্যে দিয়ে ফাইবারের ওপেনিং,ক্লিনিং,ব্লেন্ডিং ও মিক্সিং এর মাধ্যমে সংকুচিত তুলার বেল ল্যাপ এ রূপান্তরিত হয় ।
ওপেনিংঃ
সংকুচিত তুলার বেলগুলোকে অপজিট স্পাইক যন্ত্রাংশের সাহায্যে প্রসারিত করে ছোট ছোট তুলার গুচ্ছ বানানো হয় ।
সংকুচিত তুলার বেলগুলোকে অপজিট স্পাইক যন্ত্রাংশের সাহায্যে প্রসারিত করে ছোট ছোট তুলার গুচ্ছ বানানো হয় ।
ক্লিনিংঃ
বিটার ও এয়ার কারেন্টের সাহায্যে ফাইবার থেকে ময়লা , ভাঙা পাতা,বীজের ভাঙা খন্ড ও অন্যান্য অপদ্রব্য অপসারণ করা হয় ।
বিটার ও এয়ার কারেন্টের সাহায্যে ফাইবার থেকে ময়লা , ভাঙা পাতা,বীজের ভাঙা খন্ড ও অন্যান্য অপদ্রব্য অপসারণ করা হয় ।
ব্লেন্ডিং ও মিক্সিংঃ
কাঙ্ক্ষিত পোশাকের মানের উপড় নির্ভর করে তুলনামূলক ভাল কোয়ালিটির তুলা ফাইবার পাওয়ার জন্য ভাল ও খারাপ উভয় প্রকার ফাইবার কে বিভিন্ন অনুপাতে একসাথে মেশানো হয় ।/
কাঙ্ক্ষিত পোশাকের মানের উপড় নির্ভর করে তুলনামূলক ভাল কোয়ালিটির তুলা ফাইবার পাওয়ার জন্য ভাল ও খারাপ উভয় প্রকার ফাইবার কে বিভিন্ন অনুপাতে একসাথে মেশানো হয় ।/
ল্যাপ ফরমেশনঃ
পরিস্কার ও প্রসারিত তুলার ফাইবার গুলো থেকে নির্দিষ্ট দৈর্ঘের আলাদা আলাদা ও সমওজোন বিশিষ্ট সীট তৈরি করার পদ্ধতিকে লেপ ফরমেশন বলে । পূর্ব নির্ধারিত ল্যাপ গুলোকে সিলিন্ডারিকাল আকৃতি দিতে ল্যাপ পিনে অয়াইন্ডিং করা হয় ।
পরিস্কার ও প্রসারিত তুলার ফাইবার গুলো থেকে নির্দিষ্ট দৈর্ঘের আলাদা আলাদা ও সমওজোন বিশিষ্ট সীট তৈরি করার পদ্ধতিকে লেপ ফরমেশন বলে । পূর্ব নির্ধারিত ল্যাপ গুলোকে সিলিন্ডারিকাল আকৃতি দিতে ল্যাপ পিনে অয়াইন্ডিং করা হয় ।
আধুনিক ব্লো রুম ফ্লো চার্টঃ-
বেল প্লাকার(bale plucker)/ইউনিফ্লক(Unifloc)/BDT
↓
মেটাল ডিটেক্টর(Metal detector)/SPEM
ইউনি ক্লিন(uniclean)/CLP
ইউনিমিক্স(unimix)/MPM
ইউনিফ্লেক্স(uniflex)/Unistore/CLC1-CLC3
ভিশন শেইল্ড(vision shield)/SP- Fro
কনডেনশর(condensor)
চুট ফিড(chute feed)
কার্ডিং(carding)
↓
মেটাল ডিটেক্টর(Metal detector)/SPEM
ইউনি ক্লিন(uniclean)/CLP
ইউনিমিক্স(unimix)/MPM
ইউনিফ্লেক্স(uniflex)/Unistore/CLC1-CLC3
ভিশন শেইল্ড(vision shield)/SP- Fro
কনডেনশর(condensor)
চুট ফিড(chute feed)
কার্ডিং(carding)
লেখা সত্বাধিকারি : মোশারফ হোসেন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন