Polyster Fabric ডাইং প্রসেস - Textile Lab | Textile Learning Blog
Polyster ডাইং প্রসেস এবং ম্যাকানিজম 

পলিস্টার ডাইং রেসিপি :
CH3COOH 1 gpl
Pk Killer 0.3 gpl
Enzyme 0.30 gpl
Dyes%
Disparse Dyes
Buffer  2.30 gpl
Levelling 1 gpl

Note :
পলিস্টার ডাইং এর এনজাইম সিংগেল বাথে করা যায় কারন উভয়ের pH রিকোয়ারমেন্ট এক প্রথমে এনজাইম করে পরে টেম্পারেচার প্রেশার বাড়িয়ে পলিস্টার ডাইং করা যায়। পলিস্টার ডাইং এর ক্ষত্রে pH কন্সটেন্ট রাখা বাধ্যতামূলক তাই এর জন্য এসিড বাফার ব্যাবহার করা হয়। পলিস্টার এর সেড ইভেন হওয়ার জন্য পলিস্টার এর লেভেলিং এজেন্ট ব্যাবহার করা হয়।





Polyster ডাইং এর প্রডাকশন প্যারামিটারঃ
টেম্পারেচার  130 ডিগ্রী
প্রেশার  6 bar
Tg - 110
Time 130X 30 Min
pH 4.5-5 ( Acid Buffer)
RC /রিডাকশন ক্লিনিং  100 ডিগ্রী

আফটার ট্রিটমেন্ট - Polyster:-
Hydroloze - 2.0 gpl
Soping - 1 gpl
Note :
সাধারনত CVC কাপড় ডাইং এর সময় পলিস্টার পার্ট ডাইং এর পর কটন পার্ট ডাইং এর জন্য রেডি করার জন্য কটন পার্ট থেকে ডিস্পার্স ডাইজ গুলি বের করার জন্য এই প্রসেস করা হয়।

ডিস্পার্স ডাইং ম্যাকানিজম  :-

ডিসপার্স ডাই এর গঠনের দিকে আমরা খেয়াল করলে দেখতে পাই এটি হাইড্রোক্সিমিথাইল এমিনো (NH CH2 CH2 OH) আর Amino group হচ্ছে (NH2-) যা ডাই এর পোলার পার্ট এর সাথে থাকা একটা পার্ট। পলি ইথিলিন টেরাপথেলিন প্রমান করে পলিস্টার ফেব্রিকের কোনো  চার্জ নেই ডাই এবজর্বড এর জন্য যেমন টা কটনের হাইড্রোক্সিল গ্রুপে আছে। তাহলে আমরা পেলাম ডিসপার্স ডাই এ থাকা প্রোটিন বা
এমিনো (নেগেটিব) আর পলিস্টারে শূন্য চার্জ সো এখানে কোনো বন্ড সাধারনত ক্রিয়েট হচ্ছে না আর সেই কারনে এটি হাইড্রোফবিক বন্ড ক্রিয়েট করে।কি ভাবে
করে ?

হাইড্রোফবিক গ্রুপ মূলত এলকাইল গ্রুপ যা পরিবেশে একোয়া এবস্থায় থাকে। এর ভ্যানডারওয়াল্স এর মধ্যে সবচেয়ে দূর্বল বল লন্ডন ডিসপার্সন বল আর শক্তিশালী ডাইপল ডাইপল অর হাইড্রোজেন বন্ড যেটা ফাইবার আর ডাই এর মধ্যে পিওয়র হাইড্রোকার্বনের মধ্যে এর একটা পার্ট কনসিডারের মাধ্যমে যুক্ত হয়। এটি এলিফেটিক এন্ড কার্বন আর হাইড্রোজেন দিয়ে তৈরী। এই হাইড্রোকার্বন পানি থেকে ফাইবারেে দিক ঝুকে হাইড্রোফবিক বন্ড ক্রিয়েট করে এখন আসেন কি ভাবে ভ্যানডারওয়ার্লস বন্ড ক্রিয়েট হয় ?

সহজ জিনিস  ভ্যান্ডারওয়ার্ল স তৈরী হয় Hydrogen bond আর Hydrogen group
এর মাঝে থাকা পানির মলিকুল থেকে যা কি না হাইড্রফোবিক বন্ড তৈরী হওয়া আগে হাইড্রোকার্বনের সাথে ঘটে ছিলো

পলিস্টার ডাইং বা ডিসপার্স ডাইং  থিউরি :

ডিসপার্স ডাই সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। এটা এজো, এন্থ্রাকুইনন, নাইট্রো গ্রুপ ভিত্তিক।এই ডাই দিয়ে পলিস্টার ও এসিটেট সহ সিনথেটিক ফেব্রিক ডাইং করা গেলেও নাইলন ডাইং করা যায় না। পলিস্টার হাইড্রোফোবিক হওয়া এটা আয়নিক গ্রুপ মুক্ত যার ফলে এটি পানি বিকর্ষী। এর আগে এর সাথে বন্ধন নিয়ে লিখাটায় বলছিলাম পলিইথিলিন টেরাপথেলেট এর কথা যার চার্জ ০ কিন্তু পানিতে আংশিক প্লাস আর আংশিক মাইনাস চার্জ থাকায় পলিস্টারের সাথে এর সম্পর্ক কম যেই কারনে এর ময়সচার রিগেইন এন্ড কন্টেন্ট যথাক্রমে ০.৫৯ থেকে ০.৬০ এরাউন্ড।
ডিসপার্স ডাই এ ডিসপার্সন দিয়ে ডাই দ্রবীভূত করা হয়। ডিসপার্স শব্দের অর্থ ছড়িয়ে পড়া। এটি এমন পার্টিকেলস যা একে অপরের উপড় জুড়ে থাকার মত। কোনো অদ্রবণীয় দ্রবকে কোনো দ্রাবকে জোড় করে দ্রবীভূত করার নাম ডিসপার্সন।






ডাইং ফল্টঃ
সাইক্লিক ট্রাইমার বা ট্রিমার এর সম্পর্কে বলতে গেলে এটা হচ্ছে পলিস্টার ডাইং করার সময় তৈরিকৃত সমস্যা।

→এটি আসলে ৩ পি.ই.টি মানে পলি ইথিলিন টেরাপথেলিনের মনোমার ইউনিট যা কি না ফাইবারে ১.৫ পরিমান থাকে।

→যখনই তাপ দেয়া হয় বা বয়েল করা হয় তখনি এটি মাইগ্রেট করে ফাইবারের সারফেসে এসে যায়।

→সারফেসে আসার পর এটি একটি ষড়ভূজাকৃতি ধারন করে

→আর তখনি ফাইবার সারফেসে সাদা খুসকির মতো লেয়ার তৈরী হয় যা কি না ডাইং এ প্রভাব সৃষ্টি করে কেমিকেলি আর মেকানিকালি ফাইবারের সাথে মেশিনের ফ্রিকশান তৈরী করে।


পলিস্টার ইয়ার্ন টাইপঃ

১.  CvC ইয়ার্ন :
যে সকল কাউন্ট বেশি চলে
10, 12, 16, 20, 24, 30, 34, 40
ব্লেন্ড %
80% 20%=10, 12, 16, 20, 24, 30, 34, 40
60% 40%=10 24 26 30 34 40
50% 50%=20
40% 60%=30
নোট : এই সুতায় কটন এর পরিমান পলিস্টার এর তুলনায় বেশি থাকবে।

২. পলি কটন PC ইয়ার্ন  :
পপুলার কাউন্ট : 20, 24, 30, 34, 32, 40, 60, 80
ব্লেন্ডিং %
(65%-35%)=20,26,39,34,40
(50%-50%)=24, 26, 30, 34
(52%-48%)=24, 26, 30
(60%-40%)=34

৩.  100%  Polyster ইয়ার্ন :
পপুলার ইয়ার্ন  কাউন্ট :
100 D / 36 Filaments
75 D / 48 Filaments
150 D / 120 Filaments


পলিস্টার ফেব্রিক ফিনিশিং প্রসেস :

পিগমেন্ট,  ফ্লোরোসেন্ট এর মতো পলিস্টার ফিনিশিং এ টেম্পারেচার একটি কি ফেক্টর। পরিস্টার যথেষ্ট টেম্পারেচার সেনসিটিভ  এটি ডাইং এর ক্ষত্রে মেক্সিমাম টেম্পারেচার ব্যাবহার করা হলেও ফিনিশিং এর ক্ষত্রে কম টেম্পারেচার ব্যাবহার হয়।
এর কারন হলো পলিস্টার ডাইং করা হয় ডিস্পার্স ডাইজ দিয়ে আর ডিস্পার্সের একটি বৈশিষ্ট্য হলো এর সাবলিমিশন পাওয়ার আছে যার মানে হলো এটি হাই টেম্পারেচারে উদ্ধায়ী হয়ে যাওয়া ।
ওই কারনে ড্রাই অবস্থায় বেশি টেম্পারেচারে কাপড় ফিনিশিং করলে কাপড় এর কালার লাইট এবং ফেইড হয়ে যায়।

পলিস্টার ডাইং মেশিনঃ
ণীট ইয়ার্ন ডাইং এর জন্য :HTHP, Jet Dyeing Machine
ওভেন এর জন্য : জেট ডাইং, থার্মোসল





নিট পলিস্টাএ ফেব্রিক ডাইং এর HTHP মেশিন


ওভেন পলিস্টার ফেব্রিক জেট ডাইং মেশিন

Polyster Fabric ডাইং প্রসেস

Polyster ডাইং প্রসেস এবং ম্যাকানিজম 

পলিস্টার ডাইং রেসিপি :
CH3COOH 1 gpl
Pk Killer 0.3 gpl
Enzyme 0.30 gpl
Dyes%
Disparse Dyes
Buffer  2.30 gpl
Levelling 1 gpl

Note :
পলিস্টার ডাইং এর এনজাইম সিংগেল বাথে করা যায় কারন উভয়ের pH রিকোয়ারমেন্ট এক প্রথমে এনজাইম করে পরে টেম্পারেচার প্রেশার বাড়িয়ে পলিস্টার ডাইং করা যায়। পলিস্টার ডাইং এর ক্ষত্রে pH কন্সটেন্ট রাখা বাধ্যতামূলক তাই এর জন্য এসিড বাফার ব্যাবহার করা হয়। পলিস্টার এর সেড ইভেন হওয়ার জন্য পলিস্টার এর লেভেলিং এজেন্ট ব্যাবহার করা হয়।





Polyster ডাইং এর প্রডাকশন প্যারামিটারঃ
টেম্পারেচার  130 ডিগ্রী
প্রেশার  6 bar
Tg - 110
Time 130X 30 Min
pH 4.5-5 ( Acid Buffer)
RC /রিডাকশন ক্লিনিং  100 ডিগ্রী

আফটার ট্রিটমেন্ট - Polyster:-
Hydroloze - 2.0 gpl
Soping - 1 gpl
Note :
সাধারনত CVC কাপড় ডাইং এর সময় পলিস্টার পার্ট ডাইং এর পর কটন পার্ট ডাইং এর জন্য রেডি করার জন্য কটন পার্ট থেকে ডিস্পার্স ডাইজ গুলি বের করার জন্য এই প্রসেস করা হয়।

ডিস্পার্স ডাইং ম্যাকানিজম  :-

ডিসপার্স ডাই এর গঠনের দিকে আমরা খেয়াল করলে দেখতে পাই এটি হাইড্রোক্সিমিথাইল এমিনো (NH CH2 CH2 OH) আর Amino group হচ্ছে (NH2-) যা ডাই এর পোলার পার্ট এর সাথে থাকা একটা পার্ট। পলি ইথিলিন টেরাপথেলিন প্রমান করে পলিস্টার ফেব্রিকের কোনো  চার্জ নেই ডাই এবজর্বড এর জন্য যেমন টা কটনের হাইড্রোক্সিল গ্রুপে আছে। তাহলে আমরা পেলাম ডিসপার্স ডাই এ থাকা প্রোটিন বা
এমিনো (নেগেটিব) আর পলিস্টারে শূন্য চার্জ সো এখানে কোনো বন্ড সাধারনত ক্রিয়েট হচ্ছে না আর সেই কারনে এটি হাইড্রোফবিক বন্ড ক্রিয়েট করে।কি ভাবে
করে ?

হাইড্রোফবিক গ্রুপ মূলত এলকাইল গ্রুপ যা পরিবেশে একোয়া এবস্থায় থাকে। এর ভ্যানডারওয়াল্স এর মধ্যে সবচেয়ে দূর্বল বল লন্ডন ডিসপার্সন বল আর শক্তিশালী ডাইপল ডাইপল অর হাইড্রোজেন বন্ড যেটা ফাইবার আর ডাই এর মধ্যে পিওয়র হাইড্রোকার্বনের মধ্যে এর একটা পার্ট কনসিডারের মাধ্যমে যুক্ত হয়। এটি এলিফেটিক এন্ড কার্বন আর হাইড্রোজেন দিয়ে তৈরী। এই হাইড্রোকার্বন পানি থেকে ফাইবারেে দিক ঝুকে হাইড্রোফবিক বন্ড ক্রিয়েট করে এখন আসেন কি ভাবে ভ্যানডারওয়ার্লস বন্ড ক্রিয়েট হয় ?

সহজ জিনিস  ভ্যান্ডারওয়ার্ল স তৈরী হয় Hydrogen bond আর Hydrogen group
এর মাঝে থাকা পানির মলিকুল থেকে যা কি না হাইড্রফোবিক বন্ড তৈরী হওয়া আগে হাইড্রোকার্বনের সাথে ঘটে ছিলো

পলিস্টার ডাইং বা ডিসপার্স ডাইং  থিউরি :

ডিসপার্স ডাই সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। এটা এজো, এন্থ্রাকুইনন, নাইট্রো গ্রুপ ভিত্তিক।এই ডাই দিয়ে পলিস্টার ও এসিটেট সহ সিনথেটিক ফেব্রিক ডাইং করা গেলেও নাইলন ডাইং করা যায় না। পলিস্টার হাইড্রোফোবিক হওয়া এটা আয়নিক গ্রুপ মুক্ত যার ফলে এটি পানি বিকর্ষী। এর আগে এর সাথে বন্ধন নিয়ে লিখাটায় বলছিলাম পলিইথিলিন টেরাপথেলেট এর কথা যার চার্জ ০ কিন্তু পানিতে আংশিক প্লাস আর আংশিক মাইনাস চার্জ থাকায় পলিস্টারের সাথে এর সম্পর্ক কম যেই কারনে এর ময়সচার রিগেইন এন্ড কন্টেন্ট যথাক্রমে ০.৫৯ থেকে ০.৬০ এরাউন্ড।
ডিসপার্স ডাই এ ডিসপার্সন দিয়ে ডাই দ্রবীভূত করা হয়। ডিসপার্স শব্দের অর্থ ছড়িয়ে পড়া। এটি এমন পার্টিকেলস যা একে অপরের উপড় জুড়ে থাকার মত। কোনো অদ্রবণীয় দ্রবকে কোনো দ্রাবকে জোড় করে দ্রবীভূত করার নাম ডিসপার্সন।






ডাইং ফল্টঃ
সাইক্লিক ট্রাইমার বা ট্রিমার এর সম্পর্কে বলতে গেলে এটা হচ্ছে পলিস্টার ডাইং করার সময় তৈরিকৃত সমস্যা।

→এটি আসলে ৩ পি.ই.টি মানে পলি ইথিলিন টেরাপথেলিনের মনোমার ইউনিট যা কি না ফাইবারে ১.৫ পরিমান থাকে।

→যখনই তাপ দেয়া হয় বা বয়েল করা হয় তখনি এটি মাইগ্রেট করে ফাইবারের সারফেসে এসে যায়।

→সারফেসে আসার পর এটি একটি ষড়ভূজাকৃতি ধারন করে

→আর তখনি ফাইবার সারফেসে সাদা খুসকির মতো লেয়ার তৈরী হয় যা কি না ডাইং এ প্রভাব সৃষ্টি করে কেমিকেলি আর মেকানিকালি ফাইবারের সাথে মেশিনের ফ্রিকশান তৈরী করে।


পলিস্টার ইয়ার্ন টাইপঃ

১.  CvC ইয়ার্ন :
যে সকল কাউন্ট বেশি চলে
10, 12, 16, 20, 24, 30, 34, 40
ব্লেন্ড %
80% 20%=10, 12, 16, 20, 24, 30, 34, 40
60% 40%=10 24 26 30 34 40
50% 50%=20
40% 60%=30
নোট : এই সুতায় কটন এর পরিমান পলিস্টার এর তুলনায় বেশি থাকবে।

২. পলি কটন PC ইয়ার্ন  :
পপুলার কাউন্ট : 20, 24, 30, 34, 32, 40, 60, 80
ব্লেন্ডিং %
(65%-35%)=20,26,39,34,40
(50%-50%)=24, 26, 30, 34
(52%-48%)=24, 26, 30
(60%-40%)=34

৩.  100%  Polyster ইয়ার্ন :
পপুলার ইয়ার্ন  কাউন্ট :
100 D / 36 Filaments
75 D / 48 Filaments
150 D / 120 Filaments


পলিস্টার ফেব্রিক ফিনিশিং প্রসেস :

পিগমেন্ট,  ফ্লোরোসেন্ট এর মতো পলিস্টার ফিনিশিং এ টেম্পারেচার একটি কি ফেক্টর। পরিস্টার যথেষ্ট টেম্পারেচার সেনসিটিভ  এটি ডাইং এর ক্ষত্রে মেক্সিমাম টেম্পারেচার ব্যাবহার করা হলেও ফিনিশিং এর ক্ষত্রে কম টেম্পারেচার ব্যাবহার হয়।
এর কারন হলো পলিস্টার ডাইং করা হয় ডিস্পার্স ডাইজ দিয়ে আর ডিস্পার্সের একটি বৈশিষ্ট্য হলো এর সাবলিমিশন পাওয়ার আছে যার মানে হলো এটি হাই টেম্পারেচারে উদ্ধায়ী হয়ে যাওয়া ।
ওই কারনে ড্রাই অবস্থায় বেশি টেম্পারেচারে কাপড় ফিনিশিং করলে কাপড় এর কালার লাইট এবং ফেইড হয়ে যায়।

পলিস্টার ডাইং মেশিনঃ
ণীট ইয়ার্ন ডাইং এর জন্য :HTHP, Jet Dyeing Machine
ওভেন এর জন্য : জেট ডাইং, থার্মোসল





নিট পলিস্টাএ ফেব্রিক ডাইং এর HTHP মেশিন


ওভেন পলিস্টার ফেব্রিক জেট ডাইং মেশিন

কোন মন্তব্য নেই: