টেক্সটাইল জব চেঞ্জের সময় করনীয় :
টেক্সটাইল জব যখন পরিবর্তন করবেন তখন কিছু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয় যেমন
১. জব পরিবর্তন করবেন এটি কাওকে জানাবেন না এটা সুবিধা হলো ভাগ্যিস অন্য যায়গায় জব না হলে রানিং জব এর সমস্যা হবে না আর ইম্প্রেশন নস্ট হবে না , আপনাকে কেও ট্রাস্ট করবে না কখন চলে যান এই শংকায় ভুগবে তারা ।
৩. টেক্সটাইল এর নিয়ম অনুযায়ী জব হয়ে যাওয়ার পর তা আর চলে যাওয়ার চান্স থেকে না তাই আগে জানালে অগ্রিম তথ্য উক্ত ফেক্টরিতে চলে যেতে পারে যার ফলে আপনার জব না হওয়ার চান্স থাকে। কারন টেক্সটাইল জব এর ক্ষত্রে সবাই আপনার বন্ধু নাও হয়ে পারে আর সেক্টর মোটামোটি ছোট তাই সাবারি কম বেশি পরিচিত লোক থাকে সব ফেক্টরিতে, টেক্সটাইল ট্রেডে আপনার বন্ধু বড় শত্রু ।
৪. প্রয়োজনে ২-৩ দিনের ছুটি নিয়ে ট্রায়াল ডিউটি করে আসবেন তার পরো রানিং ফ্লোরে বুঝতে দেয়া যাবে না জব চেঞ্জ করছেন আর আপনি ভিন্ন অন্য কেও যেনো আপনার ভাইবার ব্যাপারে না জানে ।
বিষয় গুলি টেক্সটাইল প্রডাকশন জবের ক্ষত্রে ধ্রুব সত্য বলে পরিক্ষত তাই রিক্স না নিয়ে কতোটুকু সেইফে জব চেঞ্জ করছেন সেটা মুল বিষয় । যারা প্রথম জব চেঞ্জ করবেন তারা বিষয় গুলি খেয়াল রাখবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন