Grey Fabrics / Greige Fabrics কোনটি সঠিক উচ্চারণ - Textile Lab | Textile Learning Blog
Grey Fabrics / Greige Fabrics  কোনটি সঠিক উচ্চারণঃ

সাধারণত “কটন কাপড়” যখন উইভিং বা নীটিং    করা  হয়, তখন কটনের  এর ন্যাচারাল কালার বা ক্রোমোফোর  এর কারণে কাপড়ের কালার  দেখতে হয় ক্রিম বা ইক্রু কালারের মতো মনে হয়  । এদের বলা হয় ‘গ্রে ফেব্রিক’। টেক্সটাইলের ভাষায় গ্রে ফেব্রিক মানে, যে কাপড় বোনা হয়েছে, কিন্তু এখনো রঙ করা হয়নি।

আমাদের ইন্ড্রাস্ট্রিতে  উইথ আউট প্রসেস  ফেব্রিকের  নাম  গ্রে ফেব্রিক  নামে প্রচলিত ।   কিন্তু অরিজিনাল গ্রে মুলত ধুসর বা এস জাতীয় কালার এর নাম। 

ব্যাপারটা হলো, গ্রে বানানটা আসলে Grey নয়, Greige। আর এর সঠিক উচ্চারণ হবে “গ্রেশ”।
কিন্তু মানুষ ইন্ড্রাস্ট্রিতে সবসময় সহজ উচ্চারণ খুঁজে নেয় ।  উদাহরণ হিসেবে কলা যযেতে পারে এজন্য স্কুল হয়ে যায় ইশকুল, গ্রেশ ফেব্রিক হয়ে যায় গ্রে ফেব্রিক !!!





Grey Fabrics / Greige Fabrics কোনটি সঠিক উচ্চারণ

Grey Fabrics / Greige Fabrics  কোনটি সঠিক উচ্চারণঃ

সাধারণত “কটন কাপড়” যখন উইভিং বা নীটিং    করা  হয়, তখন কটনের  এর ন্যাচারাল কালার বা ক্রোমোফোর  এর কারণে কাপড়ের কালার  দেখতে হয় ক্রিম বা ইক্রু কালারের মতো মনে হয়  । এদের বলা হয় ‘গ্রে ফেব্রিক’। টেক্সটাইলের ভাষায় গ্রে ফেব্রিক মানে, যে কাপড় বোনা হয়েছে, কিন্তু এখনো রঙ করা হয়নি।

আমাদের ইন্ড্রাস্ট্রিতে  উইথ আউট প্রসেস  ফেব্রিকের  নাম  গ্রে ফেব্রিক  নামে প্রচলিত ।   কিন্তু অরিজিনাল গ্রে মুলত ধুসর বা এস জাতীয় কালার এর নাম। 

ব্যাপারটা হলো, গ্রে বানানটা আসলে Grey নয়, Greige। আর এর সঠিক উচ্চারণ হবে “গ্রেশ”।
কিন্তু মানুষ ইন্ড্রাস্ট্রিতে সবসময় সহজ উচ্চারণ খুঁজে নেয় ।  উদাহরণ হিসেবে কলা যযেতে পারে এজন্য স্কুল হয়ে যায় ইশকুল, গ্রেশ ফেব্রিক হয়ে যায় গ্রে ফেব্রিক !!!





কোন মন্তব্য নেই: