ফ্লানেল ফেব্রিক :
কিছু ওভেন ডাইং এর ইয়ার্ন ডাইড ফেব্রিক আছে যাকে ব্রাশিং করে ফ্লাপি করা হয়, এই ফেব্রিক গুলিকে বলা হয় ফ্লানেল ফেব্রিক বলা হয়।
বিস্তারিত তথ্য:
১. এই ফেব্রিক গুলি রেইজিং মেশিনে ব্রাশিং করা হয়।
২. ব্রাশ ফেব্রিক এর ফেস সাইডে হয়। বায়ার চাইলে ব্যাকে করা হয় ।
৩. ব্রাশিং কোয়ালিটি কি হবে বা কেমন মোলায়েম হবে এর জন্য বায়ার হেন্ডফিল সোয়াচ দিয়ে দিবে ।
৪. এই কাপড় এর ব্রাশ কোয়ালিটি বায়ার এর কাছে দেখিয়ে আগে এপ্রুভ করিয়ে নিতে হয়। তা না হলে ভুলে ব্রাশ করা কাপড় আর আগের মতো করা সম্ভব হয় না।
৫. এই কাপড় ব্রাশিং এর আগে স্টেনটারে আগে স্ট্রেস করে নিতে হয়।
৬. এই ব্রাশ করা কাপড় চালাতে এর ঘষায় মেশিনে প্রচুর স্টেটিক চার্জ তৈরি হয়, তাই এই কাপড় মেশিন এর রোলার এর সাথে আটকে যেতে চায়। তাই ট্রলিতে কাপড় নেয়ার সময় তাতে আর্থিং দেয়া হয়।
৭. ব্রাশ তিন প্রকার :
লাইট ব্রাশ
মিডিয়াম ব্রাশ
হেবি ব্রাশ
লাইট ব্রাশ
মিডিয়াম ব্রাশ
হেবি ব্রাশ
৮. এই কাপড় কে নুনতম দুবার থেকে একাধিক বার ব্রাশ করা হয় কাংখিত ব্রাশ কোয়ালিটি পেতে।
৯. ব্রাশ এর পর একে সফট ফিনিশিং করে দিতে হয়।
১০. এই কাপড় এর বোইং এর প্রবনতা আনেক তাই তা স্টেনটারে ঠিক করে দিতে হবে।
১১. ফ্লানেল ফেব্রিক গুলি দিয়ে নাইট ওয়ার তৈরি করা হয়।
১২. এই কাপড় গুলি সানফোরাইজ করা হয় না।
১৩. এই কাপড় এর পিলিং টেস্ট করা হয়।
১৪.. প্রসেস :
ফেব্রিক & সিনজিং + ডিসাইজিং > ওয়াসিং > স্ট্রেসিং + স্টেনটারিং > ব্রাশিং > স্টেনটারে সফট ফিনিশিং & রোলিং > ডেলিভারি
ফেব্রিক & সিনজিং + ডিসাইজিং > ওয়াসিং > স্ট্রেসিং + স্টেনটারিং > ব্রাশিং > স্টেনটারে সফট ফিনিশিং & রোলিং > ডেলিভারি
১৫. ওই কাপড় ব্রাশিং করার আগে সফট ফিনিশিং করা যাবে না, তা হলে কাপড় রেইজিং করার সময় কাপড় ছিড়ে যাবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন