ইয়ার্ন ডাইং কাপড় এর ডাইং এর চেকিং ক্রাইটেরিয়া হলো :
বোইং:
বোইং ইন্সপেকশন ইয়ার্ন ডাইড ফেব্রিক ইন্সপেকশন এর প্রধান ক্রাইটেরিয়া, এবং এর টলারেন্স জিরো তবে ৫ ডিগ্রী পর্যন্ত চলে। সেটেনটার মেশিনে প্রয়োজনে আবার বোইং ঠিক করে নিতে হবে।
বোইং ইন্সপেকশন ইয়ার্ন ডাইড ফেব্রিক ইন্সপেকশন এর প্রধান ক্রাইটেরিয়া, এবং এর টলারেন্স জিরো তবে ৫ ডিগ্রী পর্যন্ত চলে। সেটেনটার মেশিনে প্রয়োজনে আবার বোইং ঠিক করে নিতে হবে।
স্কিউনেস বা বায়াসঃ
ইয়ার্ন ডাইং এর জন্য স্কিউনেস ১ ইঞ্চি পর্যন্ত চলে কিন্ত সলিড ডাইং এর জন্য ১.৫ ইঞ্চি পর্যন্ত প্রহনযোগ্য। কম্পেক্ট করে বা সানফোরাইজ করে নিলে এই সমস্যা থাকে না।
ইয়ার্ন ডাইং এর জন্য স্কিউনেস ১ ইঞ্চি পর্যন্ত চলে কিন্ত সলিড ডাইং এর জন্য ১.৫ ইঞ্চি পর্যন্ত প্রহনযোগ্য। কম্পেক্ট করে বা সানফোরাইজ করে নিলে এই সমস্যা থাকে না।
হেয়ারিনেসঃ
ইয়ার্ন বায়োপলিশিং+ ফেব্রিক সিনজিং না করলে এই সমস্যা হয়, প্রয়োজনে আবার বায়োপলিশ করতে হবে।
ইয়ার্ন বায়োপলিশিং+ ফেব্রিক সিনজিং না করলে এই সমস্যা হয়, প্রয়োজনে আবার বায়োপলিশ করতে হবে।
হেন্ডফিল বা সফট নেসঃ
গার্মেন্টস ওয়াস না থাকলে ফিনিশিং এর সময় হেন্ডফিল ঠিক বা সফট ফিনিশিং করে দিতে হবে।
গার্মেন্টস ওয়াস না থাকলে ফিনিশিং এর সময় হেন্ডফিল ঠিক বা সফট ফিনিশিং করে দিতে হবে।
কালার ব্লিডিং এবং স্টেইনিং :
ইয়ার্ন ডাইং এর ক্ষত্রে ৪-৫ কালার এর ইয়ার্ন থাকতে পারে তাই চেক করতে হবে কালার ব্লিড করেছে কিনা।
ইয়ার্ন ডাইং এর ক্ষত্রে ৪-৫ কালার এর ইয়ার্ন থাকতে পারে তাই চেক করতে হবে কালার ব্লিড করেছে কিনা।
রিপিট মিজারমেন্টঃ
ইয়ার্ন ডাইড ফেব্রিক এর ক্ষত্রে রিপিট নেজর ফেক্ট তাই চেক বা স্ট্রাইপ ফেব্রিক এর সোয়াচ বা বুকিং সিট এর সাথে মিলিয়ে রিপিট মিজার করতে হবে। ফিনিশিং এর কারনে ১ মিলি +/- হতে পারে এর বেশি নয়।
ইয়ার্ন ডাইড ফেব্রিক এর ক্ষত্রে রিপিট নেজর ফেক্ট তাই চেক বা স্ট্রাইপ ফেব্রিক এর সোয়াচ বা বুকিং সিট এর সাথে মিলিয়ে রিপিট মিজার করতে হবে। ফিনিশিং এর কারনে ১ মিলি +/- হতে পারে এর বেশি নয়।
GSM :
বায়ার বিফোর ওয়াস আফটার ওয়াস GSM জানতে চাইতে পারে তাই বিফোর আফটার GSM মেপে দেখতে হবে। ১০০% কটন এর ক্ষত্রে টলারেন্স +/- ১০%
বায়ার বিফোর ওয়াস আফটার ওয়াস GSM জানতে চাইতে পারে তাই বিফোর আফটার GSM মেপে দেখতে হবে। ১০০% কটন এর ক্ষত্রে টলারেন্স +/- ১০%
স্রিংকেজ :
বায়ার এর ক্রাইটেরিয়া অনুযায়ী স্রিনকিজ ওকে করে দেয়া জরুরী কারন সলিড ডাইডে স্রিনকিজ যতোটানা সমস্যা করে তার চেয়ে বেশি করে ইয়ার্ন ডাইডে, স্রিনকিজ হলে চেক স্ট্রাইপ এর এলাইনমেন্ট ঠিক থাকবে না । ১০০% কটন এর ক্ষত্রে টলারেন্স +/- ৪%
বায়ার এর ক্রাইটেরিয়া অনুযায়ী স্রিনকিজ ওকে করে দেয়া জরুরী কারন সলিড ডাইডে স্রিনকিজ যতোটানা সমস্যা করে তার চেয়ে বেশি করে ইয়ার্ন ডাইডে, স্রিনকিজ হলে চেক স্ট্রাইপ এর এলাইনমেন্ট ঠিক থাকবে না । ১০০% কটন এর ক্ষত্রে টলারেন্স +/- ৪%
অয়েল মার্কঃ
যেহুতু ইয়ার্ন কাপড় পুনোরায় স্কাওরিং করা যায় না তাই ওয়েল মার্ক চেক করে নিতে হবে স্পট লিফটারে না গেলে পুনোরায় ওয়াস করে নিতে হবে।
উইভিং কোয়ালিটি চেকিং ক্রাইটেরিয়া :
ইয়ার্ন ডাইং কাপড় এর ক্ষত্রে কাপড় এর সেড চেকিং আর দায়িত্বে থাকে উইভিং R&D তারা শেড ওকে করার পর কাপড় উইভিং করা হয়, তাই ডাইং এর লোকরা সেড এর দায় থেকে মুক্ত তারা শুধু সিনজিং ডিসাইজিং ওয়াসিং ফিনিশিং করে। উইভিং সেকশন ডিজাইন, কালার রিপিট চেক করে রিপিট ইঞ্চি হিসেবে চেক করা হয় আর কালার পেন্টোন বা সোয়াচ এর সাথে মিলিয়ে দিতে হয়।
উইভিং জনিত ফল্ট গুলি তার চেক করে যেমন :-
মিস পিক
ফরেন ইয়ার্ন
কন্টামিনেশন
লাইন মার্ক
রিড মার্ক
ওয়েল মার্ক
ইত্যাদি
মিস পিক
ফরেন ইয়ার্ন
কন্টামিনেশন
লাইন মার্ক
রিড মার্ক
ওয়েল মার্ক
ইত্যাদি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন