টেক্সটাইল এডুকেশন সিস্টেমে কিছুটা পরিবর্তন এর দাবি | Textile Education System - Textile Lab | Textile Learning Blog
টেক্সটাইল এডুকেশন সিস্টেমে কিছু পরিবর্তন এর দাবি :

আমাদের দেশে সেক্টর অনুযায়ী আমাদের গর্ব করার মতো একমাত্র সাব্জেক্ট সেরা তা হচ্ছে আমাদের টেক্সটাইল ,  এটা আমাদের জন্য যথেষ্ট গর্বের বিষয় হচ্ছে আমাদের সেক্টর এর এক্সপেরিয়েন্স অনুযায়ী যে ভাবে অন্ত র্জাতিক স্বিকৃতী পেয়েছে তেমনি মেডিক্যাল, ফার্মাসিটিউকাল, জেনেটিক্স এর মতো সেক্টর গুলি পায়নি ।  আমাদের গার্মেন্টস টেক্সটাইল এর পজিশন ভালো আমাদের টেক্সটাইল এর টেকনোলজিস্ট দের বিশ্বের সকল বায়ার এর কাজ করার অভিজ্ঞতা আছে।

তাই আমরা যদি আমাদের টেক্সটাইল টেকনোলজিস্ট দের ডেভলপ করতে পারি আবরা ফিউচারে গার্মেন্টস নয় সাথে গার্মেন্টস এর জন্য এক্সপার্ট ম্যান পাওয়ার এক্সপোর্টিং ও করতে পারবো যেমন নিউক্লিয়ার টেকনোলজিস্ট এর কথা আসলেই যেমন তা আমেরিকা রাশিয়া থেকে আনতে হয় ঠিক তেমনি যেনো টেক্সটাইল টেকনোলজিস্ট এর কথা আসলেই যেনো আমদের কথা আছে,  এর কারন হচ্ছে আমাদের পজিশন যার জন্য এমন দাবি করতেই পারি।
আমাদের দেশের ম্যাডিকেল এর স্টুডেন্ট দের এডমিশন এর আগে যেমন ফিল্ট্রেশন করা হয় তেমন টা যেনো টেক্সটাইল এ করা হয়,  কারন ফিউচারে অনেক টেকনোলজিস্ট প্রডিউস করতে হবে যারা ওয়ার্ল্ড টেক্সটাইল সেক্টর ডেভলপ করবে,  বিশ্বের অন্য দেশ গুলি টেক্সটাইল মার্কেটিং এর দিকে মনোযোগী আর আমরা ম্যানুফেকচারিং এর কাজে।  ম্যানুফেকচারিং এর সাথে ইঞ্জিনিয়ারিং জড়িত তাই টেক্সটাইল   এর এডুকেশন সিস্টেম এর ডেভলপমেন্ট এর জন্য গভমেন্ট এর পৃস্টপোশকতা জরুরী।






দাবী সমুহ :

১. বাংলাদেশ এর সব টেক্সটাইল ইনিস্টিটিউট গুলি এডমিশন টেস্ট গুলি এক সাথে অনুস্টিত হবে, যাদের সিরিয়াল  থাকবে তারা ইন্সটিটিউশন এ এপ্লাই করে পড়তে পারবে।

২.  এডমিশন এর রিকোয়ারমেন্ট সব যায়গায় এক থাকবে,  রিকোয়ারমেন্ট কমানো যাবে না।

৩. সকল পাবলিক, প্রাইভেট ইউনিভার্সিটি ( টেক্সটাইল ডিপার্টমেন্ট) , ডিপ্লোমা ইন্সটিটিউশন সব বস্ত্র দপ্তর এর অধীনে পরিচালিত হতে  হবে ।

৪. ফার্মেসি এর মতো টেক্সটাইল এর এডুকেশন এর কোয়ালিটি মেইনটেইন করার জন্য সকল ইন্সটিটিউশন এর সম্মানিত কাউন্সিল থাকতে হবে।

৫. সবার একই কারিকুলামে পড়াতে হবে, এবং কারিকুলাম সময় উপোযোগী হতে হবে ।

৬. টেক্সটাইল এর ক্ষত্রে ১০০% ল্যাবরেটরি এসিউরেন্স না করে ডিপার্টমেন্ট অনুমোদন দেয়া যাবে না।

৭. সব ইন্সটিটিউশনে সমান হারে স্টুডেন্ট ভর্তি করতে হবে,  যেমন স্টুডেন্ট এর কোটা বা সিট ১০০ হলে ১০০ ভর্তি করতে হবে এর বেশি ভর্তি করা যাবে  না এবং স্টুডেন্টদের তথ্য  মন্ত্রনালয়ে জমা থাকতে হবে ।  এক সেমিস্টারে ৪০ পরের সেমিস্টারে ১৬০ জন এমন ফ্লেকচুয়েশন পরিহার করতে হবে।

৮. ৩ সেমিস্টারের প্রথা দুর করতে হবে,  ৬ মাস বা এক বছর এর সেমিস্টার ব্যাবস্থা চালু করতে হবে।

৮. সিট দিয়ে, লেকচারার দিয়ে ইঞ্জিনিয়ারিং কোর্স  সম্পন্ন করা ইন্সটিটিউট, ডিপার্টমেন্ট অচিরেই বন্ধ করে দিতে হবে।

৯. ডিপ্লোমা দের BSc এর ক্ষত্রে নিয়ম মেনে ইন্সটিটিউশন গুলি ভর্তি করতে হবে,  বংলাদেশের কিছু ইউনিভার্সিটি এটি কে পুজি করে ব্যাবসা শরু করেছে যেমন : বিনা সার্টিফিকট চেক, গ্যাপ, GPA চেকে ভর্তি  ল্যাব ক্লাস, বিনা এটেন্ডডেন্স  এর পরিক্ষা, মন খুশি মতো সাব্জেক্ট,  লেকচারার দিয়ে মেজর ক্লাস  স্টুডেন্ট কোয়ালিটি রক্ষার স্বার্থে এই ইন্সটিটিউশন গুলি অফ করতে হবে , এরা মার্কেটে ভারসাম্য নস্ট করছে ।

১০. রাজউক এ কাজ করতে যেমন সিভিল ইঞ্জিনিয়ার দের তালিকাভুক্ত হতে হয় এডভুকেট হতে টেক্সটাইল ইঞ্জিনিয়ার দের তেমন BGMEA এবং BTMEA এর তালিকাভুক্ত করা যেতে পারে এতে টেক্সটাইল ইঞ্জিনিয়ার দের কোয়ালিটি ফিল্ট্রেশন সম্ভব ।

১১. টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের কাজ করার জন্য জন্য সুনির্দিষ্ট সেকশন গুলি থাকা উচিৎ এবং এর জন্য নীতিমালা থাকবে ।

১২. রেফারেন্স ভিত্তিক নিয়োগ ব্যাবস্থা বিলোপ করতে হবে তা হলে স্টুডেন্ট দের মাঝে সেল্ফ কোয়ালিটি ইম্প্রুভমেন্ট এর প্রবনতা তৈরি হবে ।

১৩.  কন্টিনিউয়াস ডেভলপমেন্ট এর জন্য গভমেন্ট এর উদ্যোগে নিয়োমিত সেমিনার ট্রেইনিং করাতে হবে স্টুডেন্ট এবং ফেকাল্টি দের।

১৪. ইন্ড্রাস্ট্রি এবং ইউনিভার্সিটি লিয়াজু থাকতে হবে যাতে স্টুডেন্ট, ফেকাল্টি রা রিসার্চ, কেইস স্টাডি, ট্রেইনিং এর সুযোগ পায় ।

১৫. গভমেন্ট ফান্ড এর ব্যাবস্থা করতে হবে টেক্সটাইল রিসার্চ পেপার জার্নাল পাব্লিকেশন এর জন্য ।

১৬. IEB (Civil),  Bar Counsil ( Advocate)  দের মতো টেক্সটাইল ইঞ্জিনিয়ার দের জন্য আলাদা প্রফেশনাল বডি সৃস্টি করতে হবে।

১৭. সকল টেক্সটাইল  কলেজ গুলি টেক্সটাইল ইউনিভার্সিটির  অধীভুক্ত করতে হবে।

১৮. টেক্সটাইল এর ৬ মাস, ১ বছর এর কোর্স গুলি বন্ধ করতে হবে, এতে ৪ বছর এর কোর্স এর স্টুডেন্ট দের অসুবিধা হবে এবং সেক্টর এর ভারসাম্য নস্ট হবে ।





টেক্সটাইল এডুকেশন সিস্টেমে কিছুটা পরিবর্তন এর দাবি | Textile Education System

টেক্সটাইল এডুকেশন সিস্টেমে কিছু পরিবর্তন এর দাবি :

আমাদের দেশে সেক্টর অনুযায়ী আমাদের গর্ব করার মতো একমাত্র সাব্জেক্ট সেরা তা হচ্ছে আমাদের টেক্সটাইল ,  এটা আমাদের জন্য যথেষ্ট গর্বের বিষয় হচ্ছে আমাদের সেক্টর এর এক্সপেরিয়েন্স অনুযায়ী যে ভাবে অন্ত র্জাতিক স্বিকৃতী পেয়েছে তেমনি মেডিক্যাল, ফার্মাসিটিউকাল, জেনেটিক্স এর মতো সেক্টর গুলি পায়নি ।  আমাদের গার্মেন্টস টেক্সটাইল এর পজিশন ভালো আমাদের টেক্সটাইল এর টেকনোলজিস্ট দের বিশ্বের সকল বায়ার এর কাজ করার অভিজ্ঞতা আছে।

তাই আমরা যদি আমাদের টেক্সটাইল টেকনোলজিস্ট দের ডেভলপ করতে পারি আবরা ফিউচারে গার্মেন্টস নয় সাথে গার্মেন্টস এর জন্য এক্সপার্ট ম্যান পাওয়ার এক্সপোর্টিং ও করতে পারবো যেমন নিউক্লিয়ার টেকনোলজিস্ট এর কথা আসলেই যেমন তা আমেরিকা রাশিয়া থেকে আনতে হয় ঠিক তেমনি যেনো টেক্সটাইল টেকনোলজিস্ট এর কথা আসলেই যেনো আমদের কথা আছে,  এর কারন হচ্ছে আমাদের পজিশন যার জন্য এমন দাবি করতেই পারি।
আমাদের দেশের ম্যাডিকেল এর স্টুডেন্ট দের এডমিশন এর আগে যেমন ফিল্ট্রেশন করা হয় তেমন টা যেনো টেক্সটাইল এ করা হয়,  কারন ফিউচারে অনেক টেকনোলজিস্ট প্রডিউস করতে হবে যারা ওয়ার্ল্ড টেক্সটাইল সেক্টর ডেভলপ করবে,  বিশ্বের অন্য দেশ গুলি টেক্সটাইল মার্কেটিং এর দিকে মনোযোগী আর আমরা ম্যানুফেকচারিং এর কাজে।  ম্যানুফেকচারিং এর সাথে ইঞ্জিনিয়ারিং জড়িত তাই টেক্সটাইল   এর এডুকেশন সিস্টেম এর ডেভলপমেন্ট এর জন্য গভমেন্ট এর পৃস্টপোশকতা জরুরী।






দাবী সমুহ :

১. বাংলাদেশ এর সব টেক্সটাইল ইনিস্টিটিউট গুলি এডমিশন টেস্ট গুলি এক সাথে অনুস্টিত হবে, যাদের সিরিয়াল  থাকবে তারা ইন্সটিটিউশন এ এপ্লাই করে পড়তে পারবে।

২.  এডমিশন এর রিকোয়ারমেন্ট সব যায়গায় এক থাকবে,  রিকোয়ারমেন্ট কমানো যাবে না।

৩. সকল পাবলিক, প্রাইভেট ইউনিভার্সিটি ( টেক্সটাইল ডিপার্টমেন্ট) , ডিপ্লোমা ইন্সটিটিউশন সব বস্ত্র দপ্তর এর অধীনে পরিচালিত হতে  হবে ।

৪. ফার্মেসি এর মতো টেক্সটাইল এর এডুকেশন এর কোয়ালিটি মেইনটেইন করার জন্য সকল ইন্সটিটিউশন এর সম্মানিত কাউন্সিল থাকতে হবে।

৫. সবার একই কারিকুলামে পড়াতে হবে, এবং কারিকুলাম সময় উপোযোগী হতে হবে ।

৬. টেক্সটাইল এর ক্ষত্রে ১০০% ল্যাবরেটরি এসিউরেন্স না করে ডিপার্টমেন্ট অনুমোদন দেয়া যাবে না।

৭. সব ইন্সটিটিউশনে সমান হারে স্টুডেন্ট ভর্তি করতে হবে,  যেমন স্টুডেন্ট এর কোটা বা সিট ১০০ হলে ১০০ ভর্তি করতে হবে এর বেশি ভর্তি করা যাবে  না এবং স্টুডেন্টদের তথ্য  মন্ত্রনালয়ে জমা থাকতে হবে ।  এক সেমিস্টারে ৪০ পরের সেমিস্টারে ১৬০ জন এমন ফ্লেকচুয়েশন পরিহার করতে হবে।

৮. ৩ সেমিস্টারের প্রথা দুর করতে হবে,  ৬ মাস বা এক বছর এর সেমিস্টার ব্যাবস্থা চালু করতে হবে।

৮. সিট দিয়ে, লেকচারার দিয়ে ইঞ্জিনিয়ারিং কোর্স  সম্পন্ন করা ইন্সটিটিউট, ডিপার্টমেন্ট অচিরেই বন্ধ করে দিতে হবে।

৯. ডিপ্লোমা দের BSc এর ক্ষত্রে নিয়ম মেনে ইন্সটিটিউশন গুলি ভর্তি করতে হবে,  বংলাদেশের কিছু ইউনিভার্সিটি এটি কে পুজি করে ব্যাবসা শরু করেছে যেমন : বিনা সার্টিফিকট চেক, গ্যাপ, GPA চেকে ভর্তি  ল্যাব ক্লাস, বিনা এটেন্ডডেন্স  এর পরিক্ষা, মন খুশি মতো সাব্জেক্ট,  লেকচারার দিয়ে মেজর ক্লাস  স্টুডেন্ট কোয়ালিটি রক্ষার স্বার্থে এই ইন্সটিটিউশন গুলি অফ করতে হবে , এরা মার্কেটে ভারসাম্য নস্ট করছে ।

১০. রাজউক এ কাজ করতে যেমন সিভিল ইঞ্জিনিয়ার দের তালিকাভুক্ত হতে হয় এডভুকেট হতে টেক্সটাইল ইঞ্জিনিয়ার দের তেমন BGMEA এবং BTMEA এর তালিকাভুক্ত করা যেতে পারে এতে টেক্সটাইল ইঞ্জিনিয়ার দের কোয়ালিটি ফিল্ট্রেশন সম্ভব ।

১১. টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের কাজ করার জন্য জন্য সুনির্দিষ্ট সেকশন গুলি থাকা উচিৎ এবং এর জন্য নীতিমালা থাকবে ।

১২. রেফারেন্স ভিত্তিক নিয়োগ ব্যাবস্থা বিলোপ করতে হবে তা হলে স্টুডেন্ট দের মাঝে সেল্ফ কোয়ালিটি ইম্প্রুভমেন্ট এর প্রবনতা তৈরি হবে ।

১৩.  কন্টিনিউয়াস ডেভলপমেন্ট এর জন্য গভমেন্ট এর উদ্যোগে নিয়োমিত সেমিনার ট্রেইনিং করাতে হবে স্টুডেন্ট এবং ফেকাল্টি দের।

১৪. ইন্ড্রাস্ট্রি এবং ইউনিভার্সিটি লিয়াজু থাকতে হবে যাতে স্টুডেন্ট, ফেকাল্টি রা রিসার্চ, কেইস স্টাডি, ট্রেইনিং এর সুযোগ পায় ।

১৫. গভমেন্ট ফান্ড এর ব্যাবস্থা করতে হবে টেক্সটাইল রিসার্চ পেপার জার্নাল পাব্লিকেশন এর জন্য ।

১৬. IEB (Civil),  Bar Counsil ( Advocate)  দের মতো টেক্সটাইল ইঞ্জিনিয়ার দের জন্য আলাদা প্রফেশনাল বডি সৃস্টি করতে হবে।

১৭. সকল টেক্সটাইল  কলেজ গুলি টেক্সটাইল ইউনিভার্সিটির  অধীভুক্ত করতে হবে।

১৮. টেক্সটাইল এর ৬ মাস, ১ বছর এর কোর্স গুলি বন্ধ করতে হবে, এতে ৪ বছর এর কোর্স এর স্টুডেন্ট দের অসুবিধা হবে এবং সেক্টর এর ভারসাম্য নস্ট হবে ।





কোন মন্তব্য নেই: