GSM কাটিং মেশিন সম্পর্কিত কিছু তথ্য জেনে রাখুন - Textile Lab | Textile Learning Blog
আমার যারা গার্মেন্টস, ডাইং ফিনিশিং, ফেব্রিক এ চাকরি করি জিএসএম শব্দটি তাদের খুবই পরিচিত । বিশেষ করে যারা ফেব্রিক,কাটিং বা বুকিং এর সাথে সম্পর্কিত  ।

জিএসএম GSM মানে হলো গ্রাম /স্কয়ার মিটার । সহজ করে বললে – এক স্কয়ার মিটার কাপড়ের ওজন যত গ্রাম সেটাই তার জিএসএম । আর স্কয়ার মিটার হলো এক মিটার দৈর্ঘ্য ও এক মিটার প্রস্থ বিশিষ্ট কোন বর্গ ।

গার্মেন্টস এ একটি কাপড় নিটিং, উইভিং থেকে শুরু করে শিপমেন্ট পর্যন্ত অনেক বার GSM টেষ্ট করতে হয় । কিন্তু প্রতি বার টেষ্ট এ যদি এক বর্গমিটার করে কাপড় নষ্ট হয় তাহলে কম্পানির লাল বাতি বা যথেষ্ট প্রসেস লস এর কারন  । তাই একে অনুপাতিক হারে কমিয়ে আনা হয়,  যেনো ফেব্রিক ওয়েস্ট না করেই কাপড় এর কাংখিত GSM পাওয়া যায় । আর কাটার সুবিধার জন্য একে বৃত্ত আকারে কাটা হয়, এতে কাটিং ইউনিফর্ম হয় এটি স্কয়ার হলে ফেব্রিক কাটতে যথেষ্ট ঝামেলা পোহাতে হতো সঠিক নিয়মে কাটা যেতো না ফেব্রিক টু ব্লেড এর গ্রিপ হতো না  ।
একটি জিএসএম কাটার এক বার্গ মিটার কে ১০০ গুন ছোট করে কাটে মানে এর ক্ষেত্রফল হয় ১০x১০ বার্গ সিএম । তাই ওয়েট স্কেলে যদি শো করে ১.৬ গ্রাম এর মানে এর  GSM হবে ১.৬ X ১০০ = ১৬০ গ্রাম ।

আপনাদের একটি প্রশ্ন করি ১০x১০ বার্গ সিএম ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের ব্যাস কত হবে ?
একটু হেল্প করি

বৃত্তের ক্ষেত্রফল = π r2 ( পাই ইনটু আর স্কয়ার )
এখানে r= ব্যাসার্ধ

Area A=π r2
Here area=100 cm2
100 = 3.1416 x r2
100 ÷ 3.1416= r2

r =root (31.8309)
Radius r = 5.64188

Dia D = r×2
D = 5.64188X2
   =11.2837
হ্যাঁ ৫.৬৪x২ = ১১.২৮ সিএম

১১.২৮ সেন্টিমিটার  ডায়ার  একটি সার্কেল  ১X১ স্কয়ার মিটার এর ১০০ ভাগের এক ভাগ,  বিশ্বাস না হলে আপনার অফিসেরটা মেপে দেখতে পারেন।




GSM কাটিং মেশিন সম্পর্কিত কিছু তথ্য জেনে রাখুন

আমার যারা গার্মেন্টস, ডাইং ফিনিশিং, ফেব্রিক এ চাকরি করি জিএসএম শব্দটি তাদের খুবই পরিচিত । বিশেষ করে যারা ফেব্রিক,কাটিং বা বুকিং এর সাথে সম্পর্কিত  ।

জিএসএম GSM মানে হলো গ্রাম /স্কয়ার মিটার । সহজ করে বললে – এক স্কয়ার মিটার কাপড়ের ওজন যত গ্রাম সেটাই তার জিএসএম । আর স্কয়ার মিটার হলো এক মিটার দৈর্ঘ্য ও এক মিটার প্রস্থ বিশিষ্ট কোন বর্গ ।

গার্মেন্টস এ একটি কাপড় নিটিং, উইভিং থেকে শুরু করে শিপমেন্ট পর্যন্ত অনেক বার GSM টেষ্ট করতে হয় । কিন্তু প্রতি বার টেষ্ট এ যদি এক বর্গমিটার করে কাপড় নষ্ট হয় তাহলে কম্পানির লাল বাতি বা যথেষ্ট প্রসেস লস এর কারন  । তাই একে অনুপাতিক হারে কমিয়ে আনা হয়,  যেনো ফেব্রিক ওয়েস্ট না করেই কাপড় এর কাংখিত GSM পাওয়া যায় । আর কাটার সুবিধার জন্য একে বৃত্ত আকারে কাটা হয়, এতে কাটিং ইউনিফর্ম হয় এটি স্কয়ার হলে ফেব্রিক কাটতে যথেষ্ট ঝামেলা পোহাতে হতো সঠিক নিয়মে কাটা যেতো না ফেব্রিক টু ব্লেড এর গ্রিপ হতো না  ।
একটি জিএসএম কাটার এক বার্গ মিটার কে ১০০ গুন ছোট করে কাটে মানে এর ক্ষেত্রফল হয় ১০x১০ বার্গ সিএম । তাই ওয়েট স্কেলে যদি শো করে ১.৬ গ্রাম এর মানে এর  GSM হবে ১.৬ X ১০০ = ১৬০ গ্রাম ।

আপনাদের একটি প্রশ্ন করি ১০x১০ বার্গ সিএম ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের ব্যাস কত হবে ?
একটু হেল্প করি

বৃত্তের ক্ষেত্রফল = π r2 ( পাই ইনটু আর স্কয়ার )
এখানে r= ব্যাসার্ধ

Area A=π r2
Here area=100 cm2
100 = 3.1416 x r2
100 ÷ 3.1416= r2

r =root (31.8309)
Radius r = 5.64188

Dia D = r×2
D = 5.64188X2
   =11.2837
হ্যাঁ ৫.৬৪x২ = ১১.২৮ সিএম

১১.২৮ সেন্টিমিটার  ডায়ার  একটি সার্কেল  ১X১ স্কয়ার মিটার এর ১০০ ভাগের এক ভাগ,  বিশ্বাস না হলে আপনার অফিসেরটা মেপে দেখতে পারেন।




কোন মন্তব্য নেই: