টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য IEB - ITET এর মেম্বারশিপ এক্রেডিয়েশন কতোটুকু জরুরী - Textile Lab | Textile Learning Blog
IEB - The Institute of Engineers, Bangladesh ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) is the National Professional Organization of Engineers in the People's Republic of Bangladesh. It is registered under the Societies Registration Act (1860)

Motto : উন্নত জগৎ গঠন করুন Build Better World
Formation : 1948
Type : Professional Organization
Headquarters : Ramna, Dhaka
Location  : Bangladesh
Member :  41,545
Website : www.iebbd.org

IEB শুরু হয়েছে মুলত ইঞ্জিনিয়ারদের এবং ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউশন এর কোয়ালিটি এনশিউর, ডেভলপ  এবং প্রেক্টিস এর জন্য।

IEB  টেক্সটাইল ডিভিশনঃ
২১ নভেম্বর ২০১১,  দিনটি এ দেশের বস্র প্রকৌশলীদের জন্য স্মরণীয়। এ দিন Institution of Engineers, Bangladesh (IEB) তে প্রথমবারের মত "টেক্সটাইলকৌশল বিভাগীয় কমিটি" ঘোষণা করা হয়। পূর্বে বস্র প্রকৌশলীরা IEB তে "যন্ত্রকৌশল বিভাগ" এর অধীনে সদস্যপদ লাভ করত। তাই, বস্র প্রকৌশলীরা এখন IEB তে নিজস্ব বিভাগেই পরিচিত।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) বাংলাদেশের অন্যতম মর্যাদাপূর্ণ জাতীয়  পেশাজীবী সংগঠন। বর্তমানে আইইবি’র রয়েছে দেশে ১৭টি কেন্দ্র ৩৪টি উপকেন্দ্র এবং বিদেশে ৮টি শাখা।
১. সিভিল ইঞ্জিনিয়ার্স। 
২. ইলেক্ট্রিক্যাল।
৩. মেকানিক্যাল।
৪. এগ্রিকালচার।
৫. কেমিক্যাল।
৬. কম্পিউটার।
৭. টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং।
ডিভিশনের সমন্বয়ে সংগঠনটির কার্যক্রম পরিচালিত হয়। সংগঠনের শুরু থেকেই আইইবি প্রকৌশল ও বিজ্ঞানের জ্ঞান এবং অনুশীলন প্রচার করছে। আইইবির প্রধান লক্ষ্য হলো পেশাদার শ্রেষ্ঠত্ব নিশ্চিত করা এবং দেশের প্রকৌশলীদের ক্রমাগত পেশাদারি উন্নয়ন সাধন করা। এটি দেশের ও বিদেশের অন্যান্য পেশাজীবী সংগঠনের ঘনিষ্ঠতা স্থাপন এবং সহযোগিতার কাজ করে যাচ্ছে। তবে সংগঠনের এ কর্যক্রমে আরও গতি আনতে নিরন্তর কাজ করে যাচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিভিশন।
বাংলাদেশে টেক্সটাইল সেক্টর ব্যাপক পরিসরে ডেভলপ করায় টেক্সটাইল এডুকেশন এর কোয়ালিটি ডেভলপ করার জন্য IEB পৃথক ভাবে টেক্সটাইল বিভাগ ITET এর অনুমোদন দেয়া হয় । টেক্সটাইল এডুকেশন, টেক্সটাইল ইঞ্জিনিয়ার দের কোয়ালিটি  এর কোয়ালিটি কন্ট্রোল এর জন্য ITET কাজ করে থাকে । বাংলাদেশ এর টেক্সটাইল ইন্সটিটিউশন সময়ের সাথে বেড়েছে অনেক কিন্ত ITET এর এক্রিডিয়েশন পাওয়া ইন্সটিটিউট এর সংখা মাত্র ২ টি ।
টেক্সটাইল এডুকেশন এর কোয়ালিটি ডেভলপ করার জন্য ITET এর এক্রিডিয়েশন নিয়ে টেক্সটাইল  ইউনিভার্সিটি গুলির কাজ করা জরুরী ,  নয়তো টেক্সটাইল নির্ভর আমাদের দেশের টেক্সটাইল শিক্ষায় অভিশাপ হয়ে থাকবে ।
কয়েক বছর এর মধ্যে সেক্টর  হিসেবে টেক্সটাইল এর ব্যাপক গ্রোথ হবে তখন আমাদের ইঞ্জিনিয়ারদের ফরেইন জব এর ক্ষত্রে এক্রিডিয়েশন থাকা জরুরী হয়ে পড়বে।

ইঞ্জিনিয়ারিং সাব্জেক্ট এর এক্রিডিয়েশন এর জন্য ইন্সটিটিউশন এর কিছু বিষয় থাকা জরুরী
যেমন :
১. ভালো ল্যাব ফ্যাসিলিটি।
২. ভালো একাডেমীক ক্যারিকুলাম।
৩. ভালো ফ্যাকাল্টি।
৪. ক্যাম্পাস।
এই সকল বিষয় গুলি এনশিউর  না করে IEB ( ITET)  এক্রিডিয়েশন পাওয়া যায় না,  মেক্সিমাম টেক্সটাইল ইন্সটিটিউশন তারা এক্রেডিয়েশন এর জন্য চেস্টাই করছে না।  যে কোন দেশের ইঞ্জিনিয়ারিং সাব্জেক্ট এর জন্য এক্রিডিয়েশন এর জন্য আলাদা বডি থেকে যারা গুনগত মান চেক করে ইঞ্জিনিয়ারিং সনদ দেয়।
যদিও ইঞ্জিনিয়ারিং সাব্জেক্ট হিসেবে Civil, Arki, EEE, CSC সাব্জেক্ট গুলি এক্রিডিয়েশন পাওয়ার ক্ষত্রে এগিয়ে আছে কিন্তু আমাদের অবস্থা চিন্তা করলে টেক্সটাইল এর এগিয়ে থাকা জরুরী।  টেক্সটাইল গ্লোবাল সেক্টর আর যেহেতু এটি ইঞ্জিনিয়ারিং সাব্জেক্ট তাই ইন্টারন্যাশনাল জব এর ক্ষত্রে অর্গানিজেশন গুলা প্রফেশনাল এক্রেডিয়েশন চায়।

বর্তমানে IEB (ITET) অনুমোদিত টেক্সটাইল ইউনিভার্সিটি এবং ডিপার্টমেন্ট হচ্ছে :
১. বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল
২. আহাসানুল্লাহ ইউনিভার্সিটি 

যে সকল ইউনিভার্সিটির IEB ( ITET ) টেক্সটাইল ডিভিশন  এক্রেডিয়েশন নিয়ে কাজ করা জরুরী :
১. নিটার
২. BUFT
৩. মাওলানা ভাসানী বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়।
৪. ডুয়েট
৫. বেগমগঞ্জ টেক্সটাইল কলেজ
৬. চিটাগাং টেক্সটাইল কলেজ
৭. ডেফোডিল ইউনিভার্সিটি
৮. প্রাইম এশিয়া ইউনিভার্সিটি
ল্যাব ফ্যাসিলিটি, কারিকুলাম, ক্যাম্পাস বিবেচনায় এই ইউনিভার্সিটি গুলির এক্রেডিয়েশন নিয়ে কাজ করা জরুরী।
IEB ( ITET)  অনুমোদিত টেক্সটাইল ডিপার্টমেন্ট গুলির স্টুডেন্ট রা IEB এর মেম্বারশিপ  বা ফেলোশিপ নিতে পারে এবং IEB এর যাবতীয় সকল প্রকার সুযোগ সুবিধা তারা ভোগ করতে পারে

IEB এর কন্সটিটিউশন অনুযায়ী মেম্বারশিপ ৫ ধরনের
১. General Member.
২. Honorary Member
৩. Life Member
৪. Student Member
৫. Patron Member

IEB ( ITET ) এর কিছু এক্সট্রাকারিকুলাম একটিভিটি হচ্ছেঃ
জার্নাল প্রকাশনা , আলোচনা সভা, গোলটেবিল বৈঠক, কারিগরি ভ্রমণ, কারিগরি কর্মশালা, সেমিনার, দেয়ালিকা উদ্বোধন, বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন, ইফতার মাহফিল ও ঈদ পুনর্মিলন।

ভোটার এবং সদস্য সংখাঃ
৫শ’ সদস্য নিয়ে বিভাগটির যাত্রা হলেও গত বছর তা ৯শ’ তে পোঁছায় এবং বর্তমানে সে সংখ্যা আরও বেড়ে ২ হাজারে পৌঁছেছে।

প্রয়োজনীয়তাঃ
অনেকেই IEB (ITET) এর অন্তর্ভুক্তি নিয়ে ডিমটিভেটেড করেন যাদের অধিকাংশই IEB এর লাইফ মেম্বার ,  তারা যুক্ত থাকার পরো তাদের অন্যদের বা ইন্সটিটিউট গুলিকে যুক্ত হতে তারা বাধা প্রদান করেন।  IEB সরকার কর্তিক স্বকৃত সবচেয়ে বড় প্রফেশনাল অর্গানাইজেশন যারা প্রফেশনাল ইঞ্জিনিয়ার দের পরীক্ষা নিয়ে এবং ইন্সটিটিউট এর যাবতীয় সকল ইঞ্জিনিয়ারিং সাব্জেক্ট পড়ানোর মতো যোগ্যতা থাকার প্যারামিটার  এনসিউর করে তার পর তারা মেম্বারশিপ দিচ্ছে তার অর্থ হচ্ছে আপনি বা আপনার ইনিস্টিটিউ IEB তথা আমাদের টেক্সটাইল এর ক্ষত্রে ITET কর্তিক স্বকৃতি থাকার কথা হচ্ছে আপনার যোগ্যতা বা আপনার ইন্সটিটিউশন এর মান নিয়ে কারো দ্বিমত থাকার কথা নয়।
যেমন ধরুন হাই কোর্ট বা সুপ্রিম কোর্টে আপনি ওকালতি করতে আপনার বার কাউন্সিল এর অনুমতি লাগবে বা মেম্বার শিপ লাগবে আপনি চাইলে হুট করে ঢুকে যেতে পারবেন না।  বার কাউন্সিল সরকারি প্রতিস্টান না।

যেমন আপনি সিভিল ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার রাজউক এ কাজ করতে হতে হলে আপনাকে IEB এর নিবদ্ধন লাগবে,  এক্ষত্রে IEB এর নিবন্ধন আপনার কোয়ালিটি এর ছাড়পত্র হিসেবে কাজ করবে কারন আপনি আপনার মান নিয়ন্ত্রন পরীক্ষা দিয়ে IEB এনালিস্টেড ইঞ্জিনিয়ার হয়েছেন।
যেমন লন্ডান রয়েল ইন্সটিটিউট  যেমন সারা বিশ্বের গবেষক এবং গবেষনার স্বকৃতি দেয় তমনি প্রতিটা দেশের ইঞ্জিনিয়ারিং প্রফেশনাল অর্গানাইজেন গুলি ইঞ্জিনিয়ার দের কাজের মান পরীক্ষা করে কাজের স্বকৃতি দেয়।
আমাদের দেশের সফলতার দিক দিয়ে টেক্সটাইল সেক্টর এগিয়ে আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ার দের জন্য সময় এসেছে ডমেস্টিক মার্কেট ছেড়ে ফরেইন বা ইন্টারন্যাশনাল মার্কেটে কম্পিটিশন করার সে আমাদের ১০০% মান নিয়ন্ত্রন করা প্রয়োজন যা UGC এর পক্ষে করা সম্ভব হবে না এর জন্য আলাদা ইঞ্জিনিয়ারিং প্রফেশনাল বডি বা কাউন্সিল এর প্রয়োজন।
আশা করি বুঝতে বাকি নেই আমাদের টেক্সটাইল এর মতো সুবিশাল ইঞ্জিনিয়ারিং সাব্জেক্ট এর প্রফেশনাল দের জন্য কেনো IEB / ITET এক্রেডিয়েশন জরুরী।
তাছাড়াও ইন্ডাস্ট্রি, ইনিস্টিটিউট, গভমেন্ট থেকে কিছু অর্জন করতে হলে ইঞ্জিনিয়ারদের জন্য একটি প্রফেশনাল প্লাটফর্ম প্রয়োজন, যেখানে ইঞ্জিনিয়ার দের সামগ্রিক অধিকার আদায়ের জন্য সবাই একসাথে কাজ করবে।  এক নির্বাচন কেন্দ্রিক যে ভ্রাতৃত্ববোধ আর মুল্যায়ন হয় তা দেখলে IEB এর অবদান আস্বিকার করা লাগতো না।

ফেইসবুক পেইজ লিংক ITET  :
https://www.facebook.com/itetbd.org/

ITET কন্সটিটিউশন অনুযায়ী মেম্বারশিপ ক্রাইটেরিয়া :
http://www.itetbd.org/index.php/constitution/Membership

মাজেদুল হাসান
টেক্সটাইল ইঞ্জিনিয়ার
টেক্সটাইল ব্লগার
mazadulhasan@yahoo.com
Thanks for your attention. Did you find the information you were looking for ? Please leave a comment. Do you need to know more ? Please suggest a topic in the comments.











টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য IEB - ITET এর মেম্বারশিপ এক্রেডিয়েশন কতোটুকু জরুরী

IEB - The Institute of Engineers, Bangladesh ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) is the National Professional Organization of Engineers in the People's Republic of Bangladesh. It is registered under the Societies Registration Act (1860)

Motto : উন্নত জগৎ গঠন করুন Build Better World
Formation : 1948
Type : Professional Organization
Headquarters : Ramna, Dhaka
Location  : Bangladesh
Member :  41,545
Website : www.iebbd.org

IEB শুরু হয়েছে মুলত ইঞ্জিনিয়ারদের এবং ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউশন এর কোয়ালিটি এনশিউর, ডেভলপ  এবং প্রেক্টিস এর জন্য।

IEB  টেক্সটাইল ডিভিশনঃ
২১ নভেম্বর ২০১১,  দিনটি এ দেশের বস্র প্রকৌশলীদের জন্য স্মরণীয়। এ দিন Institution of Engineers, Bangladesh (IEB) তে প্রথমবারের মত "টেক্সটাইলকৌশল বিভাগীয় কমিটি" ঘোষণা করা হয়। পূর্বে বস্র প্রকৌশলীরা IEB তে "যন্ত্রকৌশল বিভাগ" এর অধীনে সদস্যপদ লাভ করত। তাই, বস্র প্রকৌশলীরা এখন IEB তে নিজস্ব বিভাগেই পরিচিত।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) বাংলাদেশের অন্যতম মর্যাদাপূর্ণ জাতীয়  পেশাজীবী সংগঠন। বর্তমানে আইইবি’র রয়েছে দেশে ১৭টি কেন্দ্র ৩৪টি উপকেন্দ্র এবং বিদেশে ৮টি শাখা।
১. সিভিল ইঞ্জিনিয়ার্স। 
২. ইলেক্ট্রিক্যাল।
৩. মেকানিক্যাল।
৪. এগ্রিকালচার।
৫. কেমিক্যাল।
৬. কম্পিউটার।
৭. টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং।
ডিভিশনের সমন্বয়ে সংগঠনটির কার্যক্রম পরিচালিত হয়। সংগঠনের শুরু থেকেই আইইবি প্রকৌশল ও বিজ্ঞানের জ্ঞান এবং অনুশীলন প্রচার করছে। আইইবির প্রধান লক্ষ্য হলো পেশাদার শ্রেষ্ঠত্ব নিশ্চিত করা এবং দেশের প্রকৌশলীদের ক্রমাগত পেশাদারি উন্নয়ন সাধন করা। এটি দেশের ও বিদেশের অন্যান্য পেশাজীবী সংগঠনের ঘনিষ্ঠতা স্থাপন এবং সহযোগিতার কাজ করে যাচ্ছে। তবে সংগঠনের এ কর্যক্রমে আরও গতি আনতে নিরন্তর কাজ করে যাচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিভিশন।
বাংলাদেশে টেক্সটাইল সেক্টর ব্যাপক পরিসরে ডেভলপ করায় টেক্সটাইল এডুকেশন এর কোয়ালিটি ডেভলপ করার জন্য IEB পৃথক ভাবে টেক্সটাইল বিভাগ ITET এর অনুমোদন দেয়া হয় । টেক্সটাইল এডুকেশন, টেক্সটাইল ইঞ্জিনিয়ার দের কোয়ালিটি  এর কোয়ালিটি কন্ট্রোল এর জন্য ITET কাজ করে থাকে । বাংলাদেশ এর টেক্সটাইল ইন্সটিটিউশন সময়ের সাথে বেড়েছে অনেক কিন্ত ITET এর এক্রিডিয়েশন পাওয়া ইন্সটিটিউট এর সংখা মাত্র ২ টি ।
টেক্সটাইল এডুকেশন এর কোয়ালিটি ডেভলপ করার জন্য ITET এর এক্রিডিয়েশন নিয়ে টেক্সটাইল  ইউনিভার্সিটি গুলির কাজ করা জরুরী ,  নয়তো টেক্সটাইল নির্ভর আমাদের দেশের টেক্সটাইল শিক্ষায় অভিশাপ হয়ে থাকবে ।
কয়েক বছর এর মধ্যে সেক্টর  হিসেবে টেক্সটাইল এর ব্যাপক গ্রোথ হবে তখন আমাদের ইঞ্জিনিয়ারদের ফরেইন জব এর ক্ষত্রে এক্রিডিয়েশন থাকা জরুরী হয়ে পড়বে।

ইঞ্জিনিয়ারিং সাব্জেক্ট এর এক্রিডিয়েশন এর জন্য ইন্সটিটিউশন এর কিছু বিষয় থাকা জরুরী
যেমন :
১. ভালো ল্যাব ফ্যাসিলিটি।
২. ভালো একাডেমীক ক্যারিকুলাম।
৩. ভালো ফ্যাকাল্টি।
৪. ক্যাম্পাস।
এই সকল বিষয় গুলি এনশিউর  না করে IEB ( ITET)  এক্রিডিয়েশন পাওয়া যায় না,  মেক্সিমাম টেক্সটাইল ইন্সটিটিউশন তারা এক্রেডিয়েশন এর জন্য চেস্টাই করছে না।  যে কোন দেশের ইঞ্জিনিয়ারিং সাব্জেক্ট এর জন্য এক্রিডিয়েশন এর জন্য আলাদা বডি থেকে যারা গুনগত মান চেক করে ইঞ্জিনিয়ারিং সনদ দেয়।
যদিও ইঞ্জিনিয়ারিং সাব্জেক্ট হিসেবে Civil, Arki, EEE, CSC সাব্জেক্ট গুলি এক্রিডিয়েশন পাওয়ার ক্ষত্রে এগিয়ে আছে কিন্তু আমাদের অবস্থা চিন্তা করলে টেক্সটাইল এর এগিয়ে থাকা জরুরী।  টেক্সটাইল গ্লোবাল সেক্টর আর যেহেতু এটি ইঞ্জিনিয়ারিং সাব্জেক্ট তাই ইন্টারন্যাশনাল জব এর ক্ষত্রে অর্গানিজেশন গুলা প্রফেশনাল এক্রেডিয়েশন চায়।

বর্তমানে IEB (ITET) অনুমোদিত টেক্সটাইল ইউনিভার্সিটি এবং ডিপার্টমেন্ট হচ্ছে :
১. বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল
২. আহাসানুল্লাহ ইউনিভার্সিটি 

যে সকল ইউনিভার্সিটির IEB ( ITET ) টেক্সটাইল ডিভিশন  এক্রেডিয়েশন নিয়ে কাজ করা জরুরী :
১. নিটার
২. BUFT
৩. মাওলানা ভাসানী বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়।
৪. ডুয়েট
৫. বেগমগঞ্জ টেক্সটাইল কলেজ
৬. চিটাগাং টেক্সটাইল কলেজ
৭. ডেফোডিল ইউনিভার্সিটি
৮. প্রাইম এশিয়া ইউনিভার্সিটি
ল্যাব ফ্যাসিলিটি, কারিকুলাম, ক্যাম্পাস বিবেচনায় এই ইউনিভার্সিটি গুলির এক্রেডিয়েশন নিয়ে কাজ করা জরুরী।
IEB ( ITET)  অনুমোদিত টেক্সটাইল ডিপার্টমেন্ট গুলির স্টুডেন্ট রা IEB এর মেম্বারশিপ  বা ফেলোশিপ নিতে পারে এবং IEB এর যাবতীয় সকল প্রকার সুযোগ সুবিধা তারা ভোগ করতে পারে

IEB এর কন্সটিটিউশন অনুযায়ী মেম্বারশিপ ৫ ধরনের
১. General Member.
২. Honorary Member
৩. Life Member
৪. Student Member
৫. Patron Member

IEB ( ITET ) এর কিছু এক্সট্রাকারিকুলাম একটিভিটি হচ্ছেঃ
জার্নাল প্রকাশনা , আলোচনা সভা, গোলটেবিল বৈঠক, কারিগরি ভ্রমণ, কারিগরি কর্মশালা, সেমিনার, দেয়ালিকা উদ্বোধন, বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন, ইফতার মাহফিল ও ঈদ পুনর্মিলন।

ভোটার এবং সদস্য সংখাঃ
৫শ’ সদস্য নিয়ে বিভাগটির যাত্রা হলেও গত বছর তা ৯শ’ তে পোঁছায় এবং বর্তমানে সে সংখ্যা আরও বেড়ে ২ হাজারে পৌঁছেছে।

প্রয়োজনীয়তাঃ
অনেকেই IEB (ITET) এর অন্তর্ভুক্তি নিয়ে ডিমটিভেটেড করেন যাদের অধিকাংশই IEB এর লাইফ মেম্বার ,  তারা যুক্ত থাকার পরো তাদের অন্যদের বা ইন্সটিটিউট গুলিকে যুক্ত হতে তারা বাধা প্রদান করেন।  IEB সরকার কর্তিক স্বকৃত সবচেয়ে বড় প্রফেশনাল অর্গানাইজেশন যারা প্রফেশনাল ইঞ্জিনিয়ার দের পরীক্ষা নিয়ে এবং ইন্সটিটিউট এর যাবতীয় সকল ইঞ্জিনিয়ারিং সাব্জেক্ট পড়ানোর মতো যোগ্যতা থাকার প্যারামিটার  এনসিউর করে তার পর তারা মেম্বারশিপ দিচ্ছে তার অর্থ হচ্ছে আপনি বা আপনার ইনিস্টিটিউ IEB তথা আমাদের টেক্সটাইল এর ক্ষত্রে ITET কর্তিক স্বকৃতি থাকার কথা হচ্ছে আপনার যোগ্যতা বা আপনার ইন্সটিটিউশন এর মান নিয়ে কারো দ্বিমত থাকার কথা নয়।
যেমন ধরুন হাই কোর্ট বা সুপ্রিম কোর্টে আপনি ওকালতি করতে আপনার বার কাউন্সিল এর অনুমতি লাগবে বা মেম্বার শিপ লাগবে আপনি চাইলে হুট করে ঢুকে যেতে পারবেন না।  বার কাউন্সিল সরকারি প্রতিস্টান না।

যেমন আপনি সিভিল ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার রাজউক এ কাজ করতে হতে হলে আপনাকে IEB এর নিবদ্ধন লাগবে,  এক্ষত্রে IEB এর নিবন্ধন আপনার কোয়ালিটি এর ছাড়পত্র হিসেবে কাজ করবে কারন আপনি আপনার মান নিয়ন্ত্রন পরীক্ষা দিয়ে IEB এনালিস্টেড ইঞ্জিনিয়ার হয়েছেন।
যেমন লন্ডান রয়েল ইন্সটিটিউট  যেমন সারা বিশ্বের গবেষক এবং গবেষনার স্বকৃতি দেয় তমনি প্রতিটা দেশের ইঞ্জিনিয়ারিং প্রফেশনাল অর্গানাইজেন গুলি ইঞ্জিনিয়ার দের কাজের মান পরীক্ষা করে কাজের স্বকৃতি দেয়।
আমাদের দেশের সফলতার দিক দিয়ে টেক্সটাইল সেক্টর এগিয়ে আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ার দের জন্য সময় এসেছে ডমেস্টিক মার্কেট ছেড়ে ফরেইন বা ইন্টারন্যাশনাল মার্কেটে কম্পিটিশন করার সে আমাদের ১০০% মান নিয়ন্ত্রন করা প্রয়োজন যা UGC এর পক্ষে করা সম্ভব হবে না এর জন্য আলাদা ইঞ্জিনিয়ারিং প্রফেশনাল বডি বা কাউন্সিল এর প্রয়োজন।
আশা করি বুঝতে বাকি নেই আমাদের টেক্সটাইল এর মতো সুবিশাল ইঞ্জিনিয়ারিং সাব্জেক্ট এর প্রফেশনাল দের জন্য কেনো IEB / ITET এক্রেডিয়েশন জরুরী।
তাছাড়াও ইন্ডাস্ট্রি, ইনিস্টিটিউট, গভমেন্ট থেকে কিছু অর্জন করতে হলে ইঞ্জিনিয়ারদের জন্য একটি প্রফেশনাল প্লাটফর্ম প্রয়োজন, যেখানে ইঞ্জিনিয়ার দের সামগ্রিক অধিকার আদায়ের জন্য সবাই একসাথে কাজ করবে।  এক নির্বাচন কেন্দ্রিক যে ভ্রাতৃত্ববোধ আর মুল্যায়ন হয় তা দেখলে IEB এর অবদান আস্বিকার করা লাগতো না।

ফেইসবুক পেইজ লিংক ITET  :
https://www.facebook.com/itetbd.org/

ITET কন্সটিটিউশন অনুযায়ী মেম্বারশিপ ক্রাইটেরিয়া :
http://www.itetbd.org/index.php/constitution/Membership

মাজেদুল হাসান
টেক্সটাইল ইঞ্জিনিয়ার
টেক্সটাইল ব্লগার
mazadulhasan@yahoo.com
Thanks for your attention. Did you find the information you were looking for ? Please leave a comment. Do you need to know more ? Please suggest a topic in the comments.











কোন মন্তব্য নেই: