প্রিন্টিং এর কিছু ক্যামিকেল এবং এদের ব্যাবহার - Textile Lab | Textile Learning Blog
প্রিন্টিং ক্যামিকেল :

এলুমিনিয়াম সালফাইট
এটি বার্ন আউট ক্যামিকেল হিসেবে ব্যাবহার করা হয়।

এমোনিয়া লিকুইড
এটি পেস্ট কে জমতে দেয় না আর পেস্ট কে পিচ্ছিল রাখে।

মেটালিক বাইন্ডার
এটি মেটালিক ডাই যেমন ফয়েল, আফসান প্রিন্টিং এর ক্ষত্রে ব্যাবহার করা হয়।

গ্লিসারিন
এই দ্রবনের আদ্রতা কে ধরে রাখে, বিশেষ করে হোয়াইট CN ব্যাবহার করলে বা রেডিমেড কালার ব্যাবহার করলে তাতে গ্লিসারিন ব্যাবহার হয়।

গুয়ার গাম
এই বার্ন আউট প্রিন্টিং এর পেস্ট বানানোর কাজে এই গাম ব্যাবহার করা হয়।

এলজিনেট গাম
এই গাম ফ্লোরোসেন্ট কালার এর সময় থিকেনার হিসেবে ব্যাবহার করা হয়।

ডিসচার্জ এজেন্ট
এটি ডিসচার্জ প্রিন্টিং এর ক্ষত্রে ডিসচার্জ এজেন্ট হিসেবে ব্যাবহার করা হয়,  এই ফেব্রিক এর গ্রাউন্ড কালার রিমুভ করে দেয়।

মেস ফেব্রিক :
এটি সাধারনত স্ক্রিন বানানোর কাজে ব্যাবহার করা হয়
1980X640 100 Mes
1980X640 125 Mes
1980X640 155 Mes
2650X640 155 Mes
2650X640 125 Mes
2650X640 30 Mes




টাইটেনিয়াম ডাই অক্সাইড:
এটি প্রিন্টিং স্ক্রিন এবং এনগ্রেভিং এ ব্যাবহার করা হয়।

ফটো ইমালশন
এটি স্ক্রিন এর ডিজাইন করতে ব্যাবহার করা হয়

ইউরিয়া
এটি ময়েসচার ধরে রাখতে হিউমিডিফায়ার হিসেবে ব্যাবহার করা হয়

সোডিয়াম বাই কার্বোনেট :
এটি  রিয়েক্টিভ প্রিন্টিং এর ক্ষত্রে এলকালি মিডিয়া হিসেবে ব্যাবহার করা হয়।

থিকেনার :
এটি ন্যাচারাল সিনথেটিক উভয় রকম থিকেনার পাওয়া যায় এটি পেস্ট এর  ভিসকোসিটি বাড়াতে সহায়তা করে।

PVA গাম :
এটি ওয়াসেবল গাম যেটি ব্লাংকেট এর জন্য ব্যাবহার করা হয়।

হোয়াইট ইংক :
এটি হোয়াইট কালার করার জন্য ব্যাবহার করা হয়,  এটি রেডিমেড কালার। যেমন White CN

প্রিন্টিং এর কিছু ক্যামিকেল এবং এদের ব্যাবহার

প্রিন্টিং ক্যামিকেল :

এলুমিনিয়াম সালফাইট
এটি বার্ন আউট ক্যামিকেল হিসেবে ব্যাবহার করা হয়।

এমোনিয়া লিকুইড
এটি পেস্ট কে জমতে দেয় না আর পেস্ট কে পিচ্ছিল রাখে।

মেটালিক বাইন্ডার
এটি মেটালিক ডাই যেমন ফয়েল, আফসান প্রিন্টিং এর ক্ষত্রে ব্যাবহার করা হয়।

গ্লিসারিন
এই দ্রবনের আদ্রতা কে ধরে রাখে, বিশেষ করে হোয়াইট CN ব্যাবহার করলে বা রেডিমেড কালার ব্যাবহার করলে তাতে গ্লিসারিন ব্যাবহার হয়।

গুয়ার গাম
এই বার্ন আউট প্রিন্টিং এর পেস্ট বানানোর কাজে এই গাম ব্যাবহার করা হয়।

এলজিনেট গাম
এই গাম ফ্লোরোসেন্ট কালার এর সময় থিকেনার হিসেবে ব্যাবহার করা হয়।

ডিসচার্জ এজেন্ট
এটি ডিসচার্জ প্রিন্টিং এর ক্ষত্রে ডিসচার্জ এজেন্ট হিসেবে ব্যাবহার করা হয়,  এই ফেব্রিক এর গ্রাউন্ড কালার রিমুভ করে দেয়।

মেস ফেব্রিক :
এটি সাধারনত স্ক্রিন বানানোর কাজে ব্যাবহার করা হয়
1980X640 100 Mes
1980X640 125 Mes
1980X640 155 Mes
2650X640 155 Mes
2650X640 125 Mes
2650X640 30 Mes




টাইটেনিয়াম ডাই অক্সাইড:
এটি প্রিন্টিং স্ক্রিন এবং এনগ্রেভিং এ ব্যাবহার করা হয়।

ফটো ইমালশন
এটি স্ক্রিন এর ডিজাইন করতে ব্যাবহার করা হয়

ইউরিয়া
এটি ময়েসচার ধরে রাখতে হিউমিডিফায়ার হিসেবে ব্যাবহার করা হয়

সোডিয়াম বাই কার্বোনেট :
এটি  রিয়েক্টিভ প্রিন্টিং এর ক্ষত্রে এলকালি মিডিয়া হিসেবে ব্যাবহার করা হয়।

থিকেনার :
এটি ন্যাচারাল সিনথেটিক উভয় রকম থিকেনার পাওয়া যায় এটি পেস্ট এর  ভিসকোসিটি বাড়াতে সহায়তা করে।

PVA গাম :
এটি ওয়াসেবল গাম যেটি ব্লাংকেট এর জন্য ব্যাবহার করা হয়।

হোয়াইট ইংক :
এটি হোয়াইট কালার করার জন্য ব্যাবহার করা হয়,  এটি রেডিমেড কালার। যেমন White CN

কোন মন্তব্য নেই: