জেনে নিন কিছু টেক্সটাইল ক্যামিকেল এর ব্যাবহার | Textile Chemical - Textile Lab | Textile Learning Blog



Pre Treatment Chemicals

ডিসাইজিং এজেন্ট
এটি কাপড় এর ভেতর থেকে সাইজ ম্যাটেরিয়াল যেমন স্টার্চ , ওয়াক্স, PVA টাইপ সাইজ ম্যাটেরিয়াল দুর করে।  এখানে ডিসাইজিং এজেন্ট হিসেবে এম্যাইলেজ টাইপ এনজাইম ব্যাবহার করা হয় যা ফার্মেন্টেশন প্রক্রিয়ায় কাপড় এর স্টার্চ কে সলিউবল করে ।

ওয়েটিং এজেন্ট বা পেনেট্রেটিং এজেন্টঃ
এই ক্যামিকেল টেক্সটাইল সাবস্ট্রেট এর সারফেস টেনশন দুর করে এতে কাপড় এর এবজরবেন্সি বেড়ে যায়।

সিকুইস্টারিং এজেন্ট & প্রটেক্টিভ কলয়েড:
এর কাজ হচ্ছে পানির হার্ডনেস রিমুভ করা  এর ওয়াস এর জন্য   আইডিয়াল কন্ডিশন   সৃস্টি করা,  সিকুইস্টারিং এজেন্ট পানির মেটালিক সল্ট এর সাথে রিয়েকশন করে কলোয়েড তৈরি করে যারা ফলে মেটালিক সল্ট প্রসেস এর ক্যামিকেল সাথে ইন্টারফেয়ার করতে পারে না।

স্কাওয়ারিং এজেন্ট
এটি টেক্সটাইল ম্যাটেরিয়াল এর ভেতর থেকে সেফোনিফিকেশন রিয়েকশন এর মাধ্যামে ফ্যাট ওয়েল ওয়াক্স রিমুভ করে।

Silicone & Non Silicone Defoamers
এটি ফেব্রিক টু লিকার এর ফ্রিকশনে ফোম এর ক্রিয়েশনে বাধা দেয়।

Non-Silicate Peroxide stabilizer
এটি হাইড্রোজেন পার অক্সাইড এর  দ্রুত ভাংগন রোধ করে,  এটি ব্লিচিং এর সময় হাইড্রোজেন পার অক্সাইড এর সাথে ২:১ আনুপাতিক হারে ব্যাবহার করা হয়।

Peroxide Killer
এটি ফেব্রিক এর ভেতরে থেকে যাওয়া পার অক্সাইড এর রেসিডিউ গুলি রিমুভ করে যেনো রেসিডিউয়াল পার অক্সাইড এনজাইম, এবং ডাইং এর ক্ষত্রে সমস্যা না করে

Polyester Weight Reducing Catalyst
This is used to reduce the weight of the polyester fabric during the caustic addition process

Anti-back Staining Agent
এটি গার্মেন্টস ওয়াসে ডেনিম ওয়াস এর সময় সেল থেকে পকেটিং এর কাপড়ে যেনো স্টেইনিং না  হয় এর জন্য ব্যাবহার করা হয়

Dyeing Chemicals

Buffering Agent
এটি লিকার বা মিডিয়ার PH কন্সটেন্ট রাখার জন্য ব্যাবহার করা হয়, এটি পলিস্টার ডাইং এবং এনজাইম ওয়াস এর সময় এটি ব্যাবহার করা হয়।

Polyester Dyeing Carriers
লোয়ার টেম্পারেচারে পলিস্টার ডাইং এর জন্য ক্যারিয়ার ব্যাবহার করা হয়

Dispersing Agent & Oligomer Removing Agent
এটি ডাইজ এর অলিগোমার রিমুভ করে এবং ডাইজের ডিস্পার্সনে সাহায্য করে।

Levelling Agent
এটি রিটেন্ডারিং এজেন্ট যা ডাইজের পিক আপ স্লো করে দেয় আর লেবেল এব্জরবেন্সি তে সাহায্য করে।

Dye-fixing Agent
এটি কাপড় এ ডাই ফিক্সিং এর সাহায্য করে

Soda Ash Substitute
এটি সোডা এশ এর পরিবর্তে এলকালি মিডিয়া হিসেবে ব্যাবহৃত হয়, যেমন সোডিয়াম বাই কার্বোনেট

Cationising Agent for Pigment Dyeing
এটি পিগমেন্ট ডাইং এর সময় কাপড়ে এর সারফেসে ক্যাটায়নিক চার্জ বাড়ানোর জন্য সাহায্য করে।

Printing Chemicals:

Dispersing, Penetrating, Swelling, Levelling & Defoaming Agent
এটি প্রিন্ট ফেব্রিক এর ডেপথ লেভেলিং ইফেক্ট আনার জন্য প্রিন্ট পেস্টে ব্যাবহার করা হয়

Fixation Accelerators
এটি পলিস্টার এর ফিক্সিং এজেন্ট

Binders Acrylic, Self Thickening for Gold & Flock
এটি ক্রস লিংকিং এজেন্ট যা পিগমেন্ট এবং ফেব্রিক উভয়ের সাথে রিয়েক্ট করে এবং ফাস্টনেস বাড়ায়

Fixers in Pigment Printing
এটি  প্রিন্টিং করা কাপড় এর ফিক্সিং এজেন্ট হিসেবে ব্যাবহার করা হয়, এটি দুই প্রকার  ১. পিগমেন্ট ফিক্সিং ২. রিয়েক্টিভ ফিক্সিং

Thickeners
এটি প্রিন্ট পেস্ট এর ভিসকোসিটি বাড়ানোর জন্য ব্যাবহার করা হয়।

White Inks
এটি কাপড় এর হোয়াইট পিগমেন্ট

Washing Off Agent
এটি লিকুইড ডিটারজেন্ট যা কাপড় থেকে আন ফিক্সিড ডাই রিমুভ করে, এই এজেন্ট এর কারনে কাপড়ে APEO,NPEO সমস্যা হতে পারে।

Finishing Chemicals:


Stiffeners
এটি ফিনিশিং এজেন্ট এটি কাপড় কে হার্ড করে ফেলে।  যেমন : মেলামিন, পুটি গার্ড, এপ্রিটন

Softeners
এটি ফিনিশিং এজেন্ট যা ফেব্রিক কে সফট করে হেন্ডফিল ইম্প্রুভ করে। এটি ৪ প্রকার  সিলিকন, ক্যাটায়নিক, নন আয়নিক, এন্যায়নিক

Silicone Emulsion
কাপড় কে সিল্ক ফিনিশিং এর জন্য এই সিলিকন ইমালশন ব্যাবহার করা হয়।

Wax Finishing Agent
এটি ইয়ার্নে ব্যাবহার করা হয় লুব্রিকেশন হিসেবে যাতে ইয়ার্ন টু নিডেল ফ্রিকশন কম হয়।

Anti Static Agent
এটি টেক্সটাইল ম্যাটেরিয়াল এর সারফেসে মেশিন টু ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল টু ম্যাটেরিয়াল ফ্রিকশনে জেনারেট হওয়া স্টেটিক ইলেক্ট্রিসিটি দুর করতে সাহায্য করে।

Water Repellant & Soil Resisting Agent
এটি স্পেশাল ফিনিশিং এজেন্ট যা টেক্সটাইল ম্যাটেরিয়াল কে ওয়াটার রেপিলিয়েন্সি দেয় এবং ডাস্ট ফ্রি করে

Polyurethane Finishing Agent
এটি স্পানডেক্স এর লিকুইড ফর্ম, টেক্সটাইল ম্যাটেরিয়াল এর বারার কোর্টিং এর জন্য ব্যাবহার করা হয়ে এতে ম্যাটেরিয়াল এর ইলাস্টোমারিক এবং বাউন্সি ইফেক্ট আসে।

Crease Recovery Agent
এটি সাধারনত এন্টি ক্রিজ এজেন্ট, কাপড় এর রিংকেল ফ্রি ফিনিশিং এর জন্য এটি ব্যাবহার করা হয়।

Delustering Agent
এটি ভিসকোস ফেব্রিক এর মাত্রাধিক ব্রাইটনেস কমাতে সাহায্য করে।

Anti-pilling & Anti-Slip Agents
এটি হেয়ারিনেস দুর করে এবং ফেব্রিক এর এন্টি স্লিপ ইফেক্ট দেয়।

Enzymatic Bio-polishing Agent
সেলুলেজ এনজামাইম বায়োপলিশিং এর কাজে ব্যাবহার করা হয় এই এনজাইম টেক্সটাইল সাবস্ট্রেট বা সেলুলোজ এর হেয়ারি ফাইবার গুলি ভেংগে দেয় যার ফপ্লে ডেনিম এবং নীট ফেব্রিক এর সারফেস হেয়ারি থাকে না।

Thanks for your attention. Did you find the information you were looking for ?   Please leave a comment. Do you need to know more ? Please suggest a topic in the comments.

জেনে নিন কিছু টেক্সটাইল ক্যামিকেল এর ব্যাবহার | Textile Chemical




Pre Treatment Chemicals

ডিসাইজিং এজেন্ট
এটি কাপড় এর ভেতর থেকে সাইজ ম্যাটেরিয়াল যেমন স্টার্চ , ওয়াক্স, PVA টাইপ সাইজ ম্যাটেরিয়াল দুর করে।  এখানে ডিসাইজিং এজেন্ট হিসেবে এম্যাইলেজ টাইপ এনজাইম ব্যাবহার করা হয় যা ফার্মেন্টেশন প্রক্রিয়ায় কাপড় এর স্টার্চ কে সলিউবল করে ।

ওয়েটিং এজেন্ট বা পেনেট্রেটিং এজেন্টঃ
এই ক্যামিকেল টেক্সটাইল সাবস্ট্রেট এর সারফেস টেনশন দুর করে এতে কাপড় এর এবজরবেন্সি বেড়ে যায়।

সিকুইস্টারিং এজেন্ট & প্রটেক্টিভ কলয়েড:
এর কাজ হচ্ছে পানির হার্ডনেস রিমুভ করা  এর ওয়াস এর জন্য   আইডিয়াল কন্ডিশন   সৃস্টি করা,  সিকুইস্টারিং এজেন্ট পানির মেটালিক সল্ট এর সাথে রিয়েকশন করে কলোয়েড তৈরি করে যারা ফলে মেটালিক সল্ট প্রসেস এর ক্যামিকেল সাথে ইন্টারফেয়ার করতে পারে না।

স্কাওয়ারিং এজেন্ট
এটি টেক্সটাইল ম্যাটেরিয়াল এর ভেতর থেকে সেফোনিফিকেশন রিয়েকশন এর মাধ্যামে ফ্যাট ওয়েল ওয়াক্স রিমুভ করে।

Silicone & Non Silicone Defoamers
এটি ফেব্রিক টু লিকার এর ফ্রিকশনে ফোম এর ক্রিয়েশনে বাধা দেয়।

Non-Silicate Peroxide stabilizer
এটি হাইড্রোজেন পার অক্সাইড এর  দ্রুত ভাংগন রোধ করে,  এটি ব্লিচিং এর সময় হাইড্রোজেন পার অক্সাইড এর সাথে ২:১ আনুপাতিক হারে ব্যাবহার করা হয়।

Peroxide Killer
এটি ফেব্রিক এর ভেতরে থেকে যাওয়া পার অক্সাইড এর রেসিডিউ গুলি রিমুভ করে যেনো রেসিডিউয়াল পার অক্সাইড এনজাইম, এবং ডাইং এর ক্ষত্রে সমস্যা না করে

Polyester Weight Reducing Catalyst
This is used to reduce the weight of the polyester fabric during the caustic addition process

Anti-back Staining Agent
এটি গার্মেন্টস ওয়াসে ডেনিম ওয়াস এর সময় সেল থেকে পকেটিং এর কাপড়ে যেনো স্টেইনিং না  হয় এর জন্য ব্যাবহার করা হয়

Dyeing Chemicals

Buffering Agent
এটি লিকার বা মিডিয়ার PH কন্সটেন্ট রাখার জন্য ব্যাবহার করা হয়, এটি পলিস্টার ডাইং এবং এনজাইম ওয়াস এর সময় এটি ব্যাবহার করা হয়।

Polyester Dyeing Carriers
লোয়ার টেম্পারেচারে পলিস্টার ডাইং এর জন্য ক্যারিয়ার ব্যাবহার করা হয়

Dispersing Agent & Oligomer Removing Agent
এটি ডাইজ এর অলিগোমার রিমুভ করে এবং ডাইজের ডিস্পার্সনে সাহায্য করে।

Levelling Agent
এটি রিটেন্ডারিং এজেন্ট যা ডাইজের পিক আপ স্লো করে দেয় আর লেবেল এব্জরবেন্সি তে সাহায্য করে।

Dye-fixing Agent
এটি কাপড় এ ডাই ফিক্সিং এর সাহায্য করে

Soda Ash Substitute
এটি সোডা এশ এর পরিবর্তে এলকালি মিডিয়া হিসেবে ব্যাবহৃত হয়, যেমন সোডিয়াম বাই কার্বোনেট

Cationising Agent for Pigment Dyeing
এটি পিগমেন্ট ডাইং এর সময় কাপড়ে এর সারফেসে ক্যাটায়নিক চার্জ বাড়ানোর জন্য সাহায্য করে।

Printing Chemicals:

Dispersing, Penetrating, Swelling, Levelling & Defoaming Agent
এটি প্রিন্ট ফেব্রিক এর ডেপথ লেভেলিং ইফেক্ট আনার জন্য প্রিন্ট পেস্টে ব্যাবহার করা হয়

Fixation Accelerators
এটি পলিস্টার এর ফিক্সিং এজেন্ট

Binders Acrylic, Self Thickening for Gold & Flock
এটি ক্রস লিংকিং এজেন্ট যা পিগমেন্ট এবং ফেব্রিক উভয়ের সাথে রিয়েক্ট করে এবং ফাস্টনেস বাড়ায়

Fixers in Pigment Printing
এটি  প্রিন্টিং করা কাপড় এর ফিক্সিং এজেন্ট হিসেবে ব্যাবহার করা হয়, এটি দুই প্রকার  ১. পিগমেন্ট ফিক্সিং ২. রিয়েক্টিভ ফিক্সিং

Thickeners
এটি প্রিন্ট পেস্ট এর ভিসকোসিটি বাড়ানোর জন্য ব্যাবহার করা হয়।

White Inks
এটি কাপড় এর হোয়াইট পিগমেন্ট

Washing Off Agent
এটি লিকুইড ডিটারজেন্ট যা কাপড় থেকে আন ফিক্সিড ডাই রিমুভ করে, এই এজেন্ট এর কারনে কাপড়ে APEO,NPEO সমস্যা হতে পারে।

Finishing Chemicals:


Stiffeners
এটি ফিনিশিং এজেন্ট এটি কাপড় কে হার্ড করে ফেলে।  যেমন : মেলামিন, পুটি গার্ড, এপ্রিটন

Softeners
এটি ফিনিশিং এজেন্ট যা ফেব্রিক কে সফট করে হেন্ডফিল ইম্প্রুভ করে। এটি ৪ প্রকার  সিলিকন, ক্যাটায়নিক, নন আয়নিক, এন্যায়নিক

Silicone Emulsion
কাপড় কে সিল্ক ফিনিশিং এর জন্য এই সিলিকন ইমালশন ব্যাবহার করা হয়।

Wax Finishing Agent
এটি ইয়ার্নে ব্যাবহার করা হয় লুব্রিকেশন হিসেবে যাতে ইয়ার্ন টু নিডেল ফ্রিকশন কম হয়।

Anti Static Agent
এটি টেক্সটাইল ম্যাটেরিয়াল এর সারফেসে মেশিন টু ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল টু ম্যাটেরিয়াল ফ্রিকশনে জেনারেট হওয়া স্টেটিক ইলেক্ট্রিসিটি দুর করতে সাহায্য করে।

Water Repellant & Soil Resisting Agent
এটি স্পেশাল ফিনিশিং এজেন্ট যা টেক্সটাইল ম্যাটেরিয়াল কে ওয়াটার রেপিলিয়েন্সি দেয় এবং ডাস্ট ফ্রি করে

Polyurethane Finishing Agent
এটি স্পানডেক্স এর লিকুইড ফর্ম, টেক্সটাইল ম্যাটেরিয়াল এর বারার কোর্টিং এর জন্য ব্যাবহার করা হয়ে এতে ম্যাটেরিয়াল এর ইলাস্টোমারিক এবং বাউন্সি ইফেক্ট আসে।

Crease Recovery Agent
এটি সাধারনত এন্টি ক্রিজ এজেন্ট, কাপড় এর রিংকেল ফ্রি ফিনিশিং এর জন্য এটি ব্যাবহার করা হয়।

Delustering Agent
এটি ভিসকোস ফেব্রিক এর মাত্রাধিক ব্রাইটনেস কমাতে সাহায্য করে।

Anti-pilling & Anti-Slip Agents
এটি হেয়ারিনেস দুর করে এবং ফেব্রিক এর এন্টি স্লিপ ইফেক্ট দেয়।

Enzymatic Bio-polishing Agent
সেলুলেজ এনজামাইম বায়োপলিশিং এর কাজে ব্যাবহার করা হয় এই এনজাইম টেক্সটাইল সাবস্ট্রেট বা সেলুলোজ এর হেয়ারি ফাইবার গুলি ভেংগে দেয় যার ফপ্লে ডেনিম এবং নীট ফেব্রিক এর সারফেস হেয়ারি থাকে না।

Thanks for your attention. Did you find the information you were looking for ?   Please leave a comment. Do you need to know more ? Please suggest a topic in the comments.

কোন মন্তব্য নেই: