সিলিকন সফেনার এর টেস্টিং প্রসিডিউর :
সিলিকন চার্জ বিহীন একটি সফেনার এটি লিকুইড স্টেটে পাওয়া যায় এটি দেখতে ঘনো পানির মতো । এটি সাধারনত সেলুলজিক বা ব্লেড সেলুলজিক ফাইবার এবং সকল প্রকার এর ফাইবার এর জন্য ব্যাবহার করা হয়। এটি হাইড্রোফোবিক সফেনার।
প্রথমে ক্যামিকেল স্টোর থেকে লিকুইড সফেনার নিয়ে আসুন, সেখানে ১৫ গ্রাম পার লিটার হারে ২০০ মিলিলিটার এর জন্য সলিউশন প্রিপারেশন করতে হবে
১৫ গ্রাম পার লিটার হিসেবে ২০০ মিলি এর জন্য প্রয়োজনীয় ক্যামিকেল এর পরিমান
= ১৫ X ২০০ / ১০০০
= ৩ গ্রাম
= ৩ গ্রাম
এখানে ২০০ মিলি নেয়ার উদ্যেশ হলো ল্যাব এর প্যাডার বাথের ক্যাপাসিটি ২০০ মিলি
৩ গ্রাম স্যাম্পল পানি দিয়ে গোলাতে হবে যাতে করে টোটাল ২০০ মিলির লেভেল করতে হবে ।
ডাইং ওয়াস করা নন ফিনিশিং করা কাপড় নিন আধা গজ এর মতো ২০X ১৫ চিকন করে দুই ফালি কাপড় কাটুন।
একটি কে বিফোর হিসেবে রাখুন যা ফিনিশিং করা হবে না এবং যারা পরবর্তিতে স্যাম্পল দিয়ে ফিনিশিং করা কাপড় এর সাথে স্টেন্ডার্ড হিসেবে কম্পেয়ার করা হবে।
যে সকল প্যারামিটার টেস্ট করা হবে :
1. Appearance
2. Hand Feel
3. Shade Change Grade
4. Foam
1. Appearance
2. Hand Feel
3. Shade Change Grade
4. Foam
কার্যনীতি :
প্রিপারেসন করা সলিউশন কে ল্যাব এর প্যাডারে প্যাডিং করে নিতে হবে। প্যাডিং করে নেয়ার পর ফেব্রিক কে ল্যাব এর কিউরিং ১.২৫ মিনিট মেশিনে শুকাতে হবে।
রেজাল্টঃ
১. কাপড় শুকানো হয়ে গেলে একে ডাইং আফটার ওয়াস এর সাথে CMC টেস্ট করতে হবে এটি কি পরিমান সেড চেঞ্জ করে তার গ্রেডিং করতে হবে .
২. হেন্ড ফিল চেক করতে হবে সফট হয়েছে কিনা ।
৩. সলিউশন এর এপিয়ারেন্স ক্লিয়ার কিনা দেখতে হবে ।
৪. সলিউশন ফোম তৈরি করে কিনা তা দেখতে হবে।
৫. ফেব্রিক এর উপর সফেনার এর স্পট আসে কিনা তা দেখতে হবে।
এখানে
1. Appearance হতে পারে Cloudy, Clear.
1. Appearance হতে পারে Cloudy, Clear.
2. Hand Feel হতে পারে Good, Bad, Soft, Hard.
3. Shade Change Grade হতে পারে 1,2,3,4,5
4. Foaming হতে পারে Slightly, More
রিকোমেন্ডেশন
সব প্যারামিটার চেক করার পর দুটি সিদ্ধান্ত নিতে হয়
১. Usable
২. Non Usable
সব প্যারামিটার চেক করার পর দুটি সিদ্ধান্ত নিতে হয়
১. Usable
২. Non Usable
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন