CPB : Cold Pad Batch Dyeing কোল্ড প্যাড ব্যাচ ডাইং
এটি ওভেন ফেব্রিক এর সলিড কালার ডাইং এর একটি মেথোড যেখানে ডাইং ফিক্সেশন হয় লো টেম্পারেচারে ( ২৫-২৮ ডিগ্রী / সেড এর টেম্পারেচার), এবং এটি প্যাডিং ব্যাচিং প্রক্রিয়ায় হয় আর কাপড় কে এলকালি মিডিয়ায় প্রভাইড করা হয় দৈর্ঘ সময় ধরে কাপড় কে ভেজা অবস্থায় রোটেশন এর মাধ্যমে।
রোটেশন টাইম বা ফিক্সেশন টাইম ৮ ঘন্টা - ১২ ঘন্টা।
মেশিন ফিচার:
CPB তে ডাই লিকার আর এলকালি লিকার আলাদাভাবে প্রস্তুত করা হয়, শুধু মাত্র প্যাডিং এর সময় বা ইম্প্রেগ্নেশন এর সময় উভয় লিকার কে একত্রে মিক্সিং করা হয় এবং তাকে বাথে ডজিং করা হয়। এখানে কাপড় এর ওয়েট এর ৭০% পানি নিতে হয় অর্থাৎ পিক আপ ৭০%। এর মানে কাপড় যখন বাথে ভিজে প্যাডারে স্কুইজিং হবে তখন সে এমন ভাবে প্রেশার দিবে যে কাপড় নিজ ওজনের ৭০% পানি বা ডাই লিকার নিয়ে যাবে বাকি ৩০% বাথে থেকে যাবে। ১০০০ গ্রাম কাপড় এর ওজন হলে ৭০০ মিলি ডাই লিকার লাগবে।
CPB তে টোটাল লিকার কে ৫ ভাগ করা হয় ১ ভাগে রেসিপি অনুযায়ী পরিমিত পরিমানে কাস্টিক, সোডা ( এলকালি ) গোলাতে হয়। বাকি চার ভাগ পরিমানে ডাই, অক্সোলারি গোলাতে হয়।
মেশিন প্রগ্রাম অনুযায়ী তার ভাল্ব দিয়ে আলাদা ৪:১ রেশিও মেইন্টেইন করে কালার এবং ক্যামিকেল বাথ থেকে কালার ক্যামিকেল লিকার টেনে তাকে মিক্সিং করে ইন্সটেন্ট বাথে ডজিং করে।
CPB প্যাডার একটু স্পেশাল টাইপ এর এটি নিউমেটিক প্যাডার সলিড ম্যাটাল প্যাডার না এটি তিন ভাগে বা জোনে বিভক্ত Left, Middle, Right এর তিন অংশে আলাদা করে প্রেশার রেগুলেট করা যায়।
এর প্রেশার সিনক্রোনাইজ না করতে পারলে পিক আপ এবং প্রেশার এর ভেরিয়েশন হয় এবং লিস্টিং নামে ডাইং ফল্ট হয়।
CPB তে RFD বা ডাইং করা কাপড় প্যাড, রিপ্যাড করা যায়।
মেশিন এর স্পিড ৪০ এর বেশি বা কম করা যাবে না।
CPB কাপড় প্যাডিং করার পর তাকে ব্যাচারে প্যাঁচানো হয় বা ব্যাচিং করা হয় যার জন্য এর নাম প্যাড ব্যাচ আর কোল্ড কথাটি এসেছে ডাইং টেম্পারেচার বা কোল্ড ব্রেন্ড এর ডাইজ ব্যান্ড দরুন।
CPB তে ডাইং এর পর ফেব্রিক কে পলি দিয়ে মুড়ামো হয় যাতে ডাই লিকার রোটেশনে দৈর্ঘ সময়ে লিকার ইভারপোরেট না হয়।
মেশিন ব্রেন্ড :
1. Kuster Dye Pad, Garmany
2. Benninger, Garmany
3. Monforts Pad Batch, Garmany
1. Kuster Dye Pad, Garmany
2. Benninger, Garmany
3. Monforts Pad Batch, Garmany
ক্যাপাসিটি :
৩০ হাজার মিটার / প্রতি দিন
৩০ হাজার মিটার / প্রতি দিন
Prosess in Short :
১. ডাইং এবং ক্যামিকেল লিকারে ইম্প্রেগ্নেশন এবং স্কুইজিং করে সারপ্লাস লিকার দের করুন।
২. ওয়েট অবস্থা স্টোরেজ করতে হবে।
৩. টাইম শেষে ওয়াস করে নিতে হবে।
এডিশনাল মেশিনঃ
২ থ্রেড অভার লক
রিজার্ভ টেংকি
স্টিয়ারিং মেশিন
রোটেশন মোটর
২ থ্রেড অভার লক
রিজার্ভ টেংকি
স্টিয়ারিং মেশিন
রোটেশন মোটর
ম্যাটেরিয়াল এবং ক্যামিকেল:
ফেব্রিক :
১. প্লেইন ডেরিভেটিভ
২. টুইল ডেরিভেটিভ
৩.সাটিন ডেরিভেটিভ
৪. ডবি ডেরিভেটিভ
৫. হোম টেক্সটাইল
১. প্লেইন ডেরিভেটিভ
২. টুইল ডেরিভেটিভ
৩.সাটিন ডেরিভেটিভ
৪. ডবি ডেরিভেটিভ
৫. হোম টেক্সটাইল
ক্যামিকেলঃ
১. রিয়েক্টিভ
২. ইউরিয়া
৩. কাস্টিক, সোডা
৪. সিলিকা
৫. ওয়েটিং এজেন্ট
৬. লেভেলিং এজেন্ট
৭. সিকুইস্টারিং এজেন্ট
৮. রিডাকশন ইনহেরিয়েটর
স্যাম্পল রেসিপি :
ডাই লিকার
ডাইজ - ল্যাব ডিপ সেড % gpl
ওয়েটিং- ১ gpl
লেভেলিং- ১ gpl
ইউরিয়া- ২০ gpl
ডাইজ - ল্যাব ডিপ সেড % gpl
ওয়েটিং- ১ gpl
লেভেলিং- ১ gpl
ইউরিয়া- ২০ gpl
এলকালি লিকার
সোডা - ২০ gpl
কাস্টিক - Depends upon shade %
সোডা - ২০ gpl
কাস্টিক - Depends upon shade %
মেশিন প্যারামিটার:
স্পিড - 40 mt/min
বাথ লেভেল - ২০ লিটার
প্যাডার প্রেসার - R:M:L=21:24:22 (সেটিং)
প্যাডার প্রেসার - R:M:L=22:24:22 (একচুয়াল )
প্রেশার ইউনিট : daN/cm
পিক আপ - ৬৫ %
স্পিড - 40 mt/min
বাথ লেভেল - ২০ লিটার
প্যাডার প্রেসার - R:M:L=21:24:22 (সেটিং)
প্যাডার প্রেসার - R:M:L=22:24:22 (একচুয়াল )
প্রেশার ইউনিট : daN/cm
পিক আপ - ৬৫ %
মেশিন ইউটিলিটি :
AMP/KW : 35 Kw
Voltage : 3x 400V - 440V
Air Pressure : 5 -7 kg
AMP/KW : 35 Kw
Voltage : 3x 400V - 440V
Air Pressure : 5 -7 kg
1 টি মন্তব্য:
ইউরিয়া কেন ইউজ করা হয়? শুধু সোডা+কাস্টিক দিয়ে কি সিপিবি ডায়িং করা যায়?
একটি মন্তব্য পোস্ট করুন