প্রাসপিরেশন টু কালার ফাস্টনেস টেস্ট কেনো এসিড,এলকালি উভয় মিডিয়ায় টেস্ট করা হয় - Textile Lab | Textile Learning Blog
আপনি জানেন কি ???

প্রাসপিরেশন/ঘাম  টু কালার ফাস্টনেস টেস্ট কেনো এলকালি এবং বেসিক মিডিয়ায় করা হয় ।
এর মুল কারন হলো,  মানব দেহের লিংগ অনুযায়ী ঘামের PH আলাদা,  এটি পুরুষ এর যা নারীর সম্পুর্ন বিপরীত ।

১. পুরষ এর ঘাম এলকালি ।
২. মহিলাদের ঘাম এসিডিক।

যেহেতু ,  প্রাসপিরেশন টাইপ পুরুষ মহিলা ভেদে আলাদা তাই,  ফেব্রিক এর প্রাসপিরেশন টু কালার ফাস্টনেস এর গ্রেডিং আলাদা আলাদা হওয়াটা স্বাভাবিক।
তাই ফেব্রিক এর কালার ফাস্টনেস টেস্ট ( প্রাসপিরেশন টেস্ট ) এর সময় উভয় মিডিয়ায় টেস্ট করা হয় । যাতে করে গার্মেন্টস করার পর সেটা যার আইটেম ই হোক না তা উক্ত মিডিয়ার টেস্ট রিপোর্ট অনুযায়ী ব্যাবস্থা নেয়া এবং প্রসেস করা যায়। ল্যাবে পুরুষ মহিলা উভয়ের  শরীর এর PH এবং প্রাসপিরেশন এর ক্যামিকেল এর ধরন অনুযায়ী আলাদা করে রিয়েজেন্ট বানানো হয়,  এটি দিয়ে কাপড় এর প্রাসপিরেশন টেস্ট করা হয়।

এসিডিক মিডিয়ার রেজাল্ট লেডিজ,  গার্ল আইটেম এর ক্ষত্রে চেক করা হয়,  এবং এর গ্রেডিং ভালো হয়ে হয়।

এলাকালি  মিডিয়ার রেজাল্ট ম্যান, বয়েজ আইটেম এর ক্ষত্রে চেক করা হয়,  এবং এর গ্রেডিং ভালো হয়ে হয়।

এলকালি রিয়েজেন্ট  বানানোর নিয়ম:
Solution freshly prepared, containing 0.5g 1-histidine mono-hydrochloride mono-hydrate, 5g sodium chloride, and 2.5g disodium hydrogen ortho phosphate per litre brought to PH 8.0 with 0.1N sodium hydroxide.

এসিড রিয়েজেন্ট বানানোর নিয়ম
Solution freshly prepared, containing 0.5g 1-histidine mono-hydrochloride mono-hydrate, 5g sodium chloride, and 2.2g sodium dihydrogen ortho phosphate per litre brought to PH 5.5 with 0.1N sodium hydroxide.


প্রাসপিরেশন টু কালার ফাস্টনেস টেস্ট কেনো এসিড,এলকালি উভয় মিডিয়ায় টেস্ট করা হয়

আপনি জানেন কি ???

প্রাসপিরেশন/ঘাম  টু কালার ফাস্টনেস টেস্ট কেনো এলকালি এবং বেসিক মিডিয়ায় করা হয় ।
এর মুল কারন হলো,  মানব দেহের লিংগ অনুযায়ী ঘামের PH আলাদা,  এটি পুরুষ এর যা নারীর সম্পুর্ন বিপরীত ।

১. পুরষ এর ঘাম এলকালি ।
২. মহিলাদের ঘাম এসিডিক।

যেহেতু ,  প্রাসপিরেশন টাইপ পুরুষ মহিলা ভেদে আলাদা তাই,  ফেব্রিক এর প্রাসপিরেশন টু কালার ফাস্টনেস এর গ্রেডিং আলাদা আলাদা হওয়াটা স্বাভাবিক।
তাই ফেব্রিক এর কালার ফাস্টনেস টেস্ট ( প্রাসপিরেশন টেস্ট ) এর সময় উভয় মিডিয়ায় টেস্ট করা হয় । যাতে করে গার্মেন্টস করার পর সেটা যার আইটেম ই হোক না তা উক্ত মিডিয়ার টেস্ট রিপোর্ট অনুযায়ী ব্যাবস্থা নেয়া এবং প্রসেস করা যায়। ল্যাবে পুরুষ মহিলা উভয়ের  শরীর এর PH এবং প্রাসপিরেশন এর ক্যামিকেল এর ধরন অনুযায়ী আলাদা করে রিয়েজেন্ট বানানো হয়,  এটি দিয়ে কাপড় এর প্রাসপিরেশন টেস্ট করা হয়।

এসিডিক মিডিয়ার রেজাল্ট লেডিজ,  গার্ল আইটেম এর ক্ষত্রে চেক করা হয়,  এবং এর গ্রেডিং ভালো হয়ে হয়।

এলাকালি  মিডিয়ার রেজাল্ট ম্যান, বয়েজ আইটেম এর ক্ষত্রে চেক করা হয়,  এবং এর গ্রেডিং ভালো হয়ে হয়।

এলকালি রিয়েজেন্ট  বানানোর নিয়ম:
Solution freshly prepared, containing 0.5g 1-histidine mono-hydrochloride mono-hydrate, 5g sodium chloride, and 2.5g disodium hydrogen ortho phosphate per litre brought to PH 8.0 with 0.1N sodium hydroxide.

এসিড রিয়েজেন্ট বানানোর নিয়ম
Solution freshly prepared, containing 0.5g 1-histidine mono-hydrochloride mono-hydrate, 5g sodium chloride, and 2.2g sodium dihydrogen ortho phosphate per litre brought to PH 5.5 with 0.1N sodium hydroxide.


কোন মন্তব্য নেই: