ওয়েটিং এজেন্ট টেস্ট করার নিয়ম :
চেনার উপায়
ওয়েটিং এজেন্ট সাধারনত ঘন জেলির ন্যায় পদার্থ, তবে পানির মতো ক্রিস্টাল নিজস্ব কালার নেই। এটি সিলিকন সফেনার এর চেয়ে ঘনো।
ওয়েটিং এজেন্ট সাধারনত ঘন জেলির ন্যায় পদার্থ, তবে পানির মতো ক্রিস্টাল নিজস্ব কালার নেই। এটি সিলিকন সফেনার এর চেয়ে ঘনো।
ওয়েটিং এজেন্ট এর ইফেক্ট টেস্ট করা হয় ডাইং করা কাপড় এর উপর। টেস্টিং এর জন্য ৪ গ্রাম ওয়েটিং এজেন্ট নিয়ে একটি বিকারে বাকি ১৯৬ মিলি পানি দিয়ে ২০০ মিলি এর মতো সলিউশন বানাতে হবে। পরে উক্ত ক্যামিকেল দিয়ে কাপড় দুই টুকরো করতে হবে।
এক অংশ বিফোর ফিনিশিং অন্য অংশটি আফটার ফিনিশিং এর জন্য রাখতে হবে।
সলিউশন প্রিপারেশন :
টোটাল লেভেল ২০০ মিলি
ওয়েটিং এজেন্ট ৪ মিলি
পানি ১৯৬ মিলি
টোটাল লেভেল ২০০ মিলি
ওয়েটিং এজেন্ট ৪ মিলি
পানি ১৯৬ মিলি
কার্যপ্রণালী :
প্রথমে একটি বিকারে ২০০ মিলি সলিউশন নিয়ে তাতে ল্যাব এর প্যাডারে ডাইং করা কাপড় ওয়েটিং এজেন্ট দিয়ে প্যাডিং করতে হবে, প্যাডিং করার পর কাপড় কে, ল্যাব এর মিনি থার্মো ড্রায়ারে শুকাতে হবে ( টেম্পারেচার ১৭০ ডিগ্রী, ডয়েল টাইম ১ মিনিট ২৫ সেকেন্ড ) ।
এখন ডাইং করা কাপড় এর ভিজুয়াল এনালাইসিস করতে হবে যে কাপড় এর সেড এর কোন পরিবর্তন হয়েছে কিনা।
রেজাল্ট / অবজারবেশন :
Apperince: Good - Bad
Absorbancy: 1-5
Foaming : Slightly- Highly
Apperince: Good - Bad
Absorbancy: 1-5
Foaming : Slightly- Highly
১. এপিয়ারেন্স :
এটা চেক করতে হবে কাপড় ফিনিশিং এর পর এবং মিলাতে হবে বিফোর ফিনিশিং এর সাথে, কাপড় এর কোনো স্পট আসে কিনা তাও দেখতে হবে।
এটা চেক করতে হবে কাপড় ফিনিশিং এর পর এবং মিলাতে হবে বিফোর ফিনিশিং এর সাথে, কাপড় এর কোনো স্পট আসে কিনা তাও দেখতে হবে।
২. এব্জরবেন্সি :
ফিনিশিং করা কাপড় কে width 1inch length 10inch করে কেটে কাপড় এর কলাম টেস্ট করতে হবে। গ্রেডিং ১-৫ বা তার উর্ধে হবে, তবে ৫ হলো এক্সিলেন্ট এবজরবেন্সি আছে বলে ধরা হয়। চাইলে ফিনিশিং এর আগের স্যাম্পল এর ও এব্জরবেন্সি টেস্ট করে উভয়ের এবজরবেন্সি ইম্প্রুভমেন্ট তুলনা করা যেতে পারে।
ফিনিশিং করা কাপড় কে width 1inch length 10inch করে কেটে কাপড় এর কলাম টেস্ট করতে হবে। গ্রেডিং ১-৫ বা তার উর্ধে হবে, তবে ৫ হলো এক্সিলেন্ট এবজরবেন্সি আছে বলে ধরা হয়। চাইলে ফিনিশিং এর আগের স্যাম্পল এর ও এব্জরবেন্সি টেস্ট করে উভয়ের এবজরবেন্সি ইম্প্রুভমেন্ট তুলনা করা যেতে পারে।
৩. ফোমিং :
কাপড় প্যাডিং করার সময় বা সলিউশন এ ফোম হয় কিনা তা দেখতে হবে, ফোমিং না হওয়া ভালো ওয়েটিং এজেন্ট এর লক্ষন
কাপড় প্যাডিং করার সময় বা সলিউশন এ ফোম হয় কিনা তা দেখতে হবে, ফোমিং না হওয়া ভালো ওয়েটিং এজেন্ট এর লক্ষন
বাজারে ভালো কিছু ওয়েটিং এজেন্ট
Rockgent RGN
Chemiwet XTR
Kappawet
Rockgent RGN
Chemiwet XTR
Kappawet
কোন ওয়েটিং এজেন্ট চেনার উপায় হলো তার ব্রেন্ড নেইম এর সাথে wet এক্সটেনশন থাকে।
ব্যাবহার :
ডাইং 1gpl
স্কাওয়ারিং ব্লিচিং 2gpl
ফিনিশিং 1 gpl
ডিসাইজিং 4 gpl
ডাইং 1gpl
স্কাওয়ারিং ব্লিচিং 2gpl
ফিনিশিং 1 gpl
ডিসাইজিং 4 gpl
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন