স্টেনটার এর সেটিং এবং ক্যালকুলেশন | Stanter Machine Settings - Textile Lab | Textile Learning Blog
স্টেনটার এর কিছু ক্যাল্কুলেশন : 

Stanter : Brucknar, Garmany
আমরা জানি
১ ইঞ্চি = ২৫.৬৪ মিলি মিটার
ওই হিসেবে প্রতি ৪" এর জন্য ১০০ মিলি করে কাউন্ট করার হয়।
৬২ যদি রিকোয়ারমেন্ট হয় তবে ৬২ কে  4  দিয়ে ভাগ করে ১০০ দিয়ে গুন করলে মেশিন এর মিলি মিটারে ক্যাল্কুলেশন পাওয়া যাবে।

ক্যাল্কুলেশন :
ডায়া লাগবে ৬২ ইঞ্চি

সুত্র :
= ৬২ ইঞ্চি ÷ ৪ ইঞ্চি
= ১৫.৫ ইঞ্চি X ১০০ মিলি
= ১৫০০ মিলি মিটার

নোট :
এটি প্রকৃত  ক্যাল্কুলেশন হলেও ফেক্টরিতে প্রেকটিক্যালি কাপড় তার কোম্পজিশন,  কনস্ট্রাকশন অনুযায়ী তার রিকোয়ারমেন্ট এর চেয়ে ২-৪ ইঞ্চি প্লাস করে টানা লাগে যতোক্ষন পর্যন্ত না তার রিকোয়ারমেন্ট ফিল না হয় তাই
ক্যাল্কুলেশন করার সময় যতো সেটিং দিতে হবে তা ক্যালকুলেশন করে বের করে নিতে হবে।
স্টেনটার এর কমন সেটিং থাকে ১৫২০ মিলি,  এবং এটি ইনপুট নেয় মিলি মিটারে, কিন্তু প্রেকটিক্যাল ফেব্রিক প্রস্থ  মাপা হয় মিলিতে।

এয়ার Blower % : নজেল প্রশার

১.  ওভেন এর ক্ষত্রে ক্লিপ স্টেনটার ব্যাবহার করা হয় তাই ব্লোয়ার সেটিং এর টপ, বটম একই থাকবে ।  ওভেন এর টপ ৭৫%, বটমে ৭৫ % কারন এর কাপড় বাতাসের চাপে খুলে যাওয়ার চান্স নেই।

২. নীট এর স্টেনটার গুলি পিন বেইজ যা টপ এর চেয়ে বটম এর প্রেশার কম হলে খুলে যাওয়ার চান্স থাকে,  তাই সেটিং টপের চেয়ে বটমে প্রেশার কমিয়ে দিতে হয়।
নীটে টপ ৭৫%
নীটে বটমে ৬০%

ফিনিশিং টেম্পারেচার সেটিং :

১. হিট সেটিং টেম্পারেচার ১৯০-২০০ ডিগ্রি

২. হোয়াইট টেম্পারেচার ১৫০ ডিগ্রি

৩. এভারেজ কালার টেম্পারেচার ১৫০ ডিগ্রি

৪. ফ্লোরোসেন্ট  টেম্পারেচার ১২০-১৫০ ডিগ্রি

৫. পিগমেন্ট  টেম্পারেচার ১২০-১৫০ ডিগ্রি

৬.কিউরিং টেম্পারেচার ১৮০ ডিগ্রি
টেম্পারেচার এর আর স্পিড  এর সম্পর্ক হলে টেম্পারেচার বাড়লে স্পিড বাডিয়ে দিতে হবে।

ডয়েল টাইম :
নরমাল ডয়েল টাইম ১৪ সেকেন্ড,  কারন ৮ চেম্বার পার হতে এনং ফুল হিটিং ইফেক্ট  পেতে ১৪ সেকেন্ড সময় লাগে। এটি স্পিড এর উপর নির্ভর করে।

ওভার ফিড / আন্ডার ফিড :
ওভার ফিড ৪%, ৫%, ৩%
আন্ডার ফিড ৩%

কাভারেজ :
পুরো স্টেনটার পাস করতে বা কভার করতে ৩৩ মিটার কাপড় লাগে।

সেন্সর :
টেম্পারেচার PT 100
হিউমিডিটি PALIVA

বোয়িং কন্ট্রোলার
১. মাহালো
২. বিয়ানকো

বিদ্রঃ
চাইনিজ মেশিন গুলিতে সব ম্যানুয়েল তাই এর বাটন টিপে সেটিং করতে হয়,  ব্রুকনার এর মতো প্যানেলে সেটিং করা লাগে না

স্টেনটার এর সেটিং এবং ক্যালকুলেশন | Stanter Machine Settings

স্টেনটার এর কিছু ক্যাল্কুলেশন : 

Stanter : Brucknar, Garmany
আমরা জানি
১ ইঞ্চি = ২৫.৬৪ মিলি মিটার
ওই হিসেবে প্রতি ৪" এর জন্য ১০০ মিলি করে কাউন্ট করার হয়।
৬২ যদি রিকোয়ারমেন্ট হয় তবে ৬২ কে  4  দিয়ে ভাগ করে ১০০ দিয়ে গুন করলে মেশিন এর মিলি মিটারে ক্যাল্কুলেশন পাওয়া যাবে।

ক্যাল্কুলেশন :
ডায়া লাগবে ৬২ ইঞ্চি

সুত্র :
= ৬২ ইঞ্চি ÷ ৪ ইঞ্চি
= ১৫.৫ ইঞ্চি X ১০০ মিলি
= ১৫০০ মিলি মিটার

নোট :
এটি প্রকৃত  ক্যাল্কুলেশন হলেও ফেক্টরিতে প্রেকটিক্যালি কাপড় তার কোম্পজিশন,  কনস্ট্রাকশন অনুযায়ী তার রিকোয়ারমেন্ট এর চেয়ে ২-৪ ইঞ্চি প্লাস করে টানা লাগে যতোক্ষন পর্যন্ত না তার রিকোয়ারমেন্ট ফিল না হয় তাই
ক্যাল্কুলেশন করার সময় যতো সেটিং দিতে হবে তা ক্যালকুলেশন করে বের করে নিতে হবে।
স্টেনটার এর কমন সেটিং থাকে ১৫২০ মিলি,  এবং এটি ইনপুট নেয় মিলি মিটারে, কিন্তু প্রেকটিক্যাল ফেব্রিক প্রস্থ  মাপা হয় মিলিতে।

এয়ার Blower % : নজেল প্রশার

১.  ওভেন এর ক্ষত্রে ক্লিপ স্টেনটার ব্যাবহার করা হয় তাই ব্লোয়ার সেটিং এর টপ, বটম একই থাকবে ।  ওভেন এর টপ ৭৫%, বটমে ৭৫ % কারন এর কাপড় বাতাসের চাপে খুলে যাওয়ার চান্স নেই।

২. নীট এর স্টেনটার গুলি পিন বেইজ যা টপ এর চেয়ে বটম এর প্রেশার কম হলে খুলে যাওয়ার চান্স থাকে,  তাই সেটিং টপের চেয়ে বটমে প্রেশার কমিয়ে দিতে হয়।
নীটে টপ ৭৫%
নীটে বটমে ৬০%

ফিনিশিং টেম্পারেচার সেটিং :

১. হিট সেটিং টেম্পারেচার ১৯০-২০০ ডিগ্রি

২. হোয়াইট টেম্পারেচার ১৫০ ডিগ্রি

৩. এভারেজ কালার টেম্পারেচার ১৫০ ডিগ্রি

৪. ফ্লোরোসেন্ট  টেম্পারেচার ১২০-১৫০ ডিগ্রি

৫. পিগমেন্ট  টেম্পারেচার ১২০-১৫০ ডিগ্রি

৬.কিউরিং টেম্পারেচার ১৮০ ডিগ্রি
টেম্পারেচার এর আর স্পিড  এর সম্পর্ক হলে টেম্পারেচার বাড়লে স্পিড বাডিয়ে দিতে হবে।

ডয়েল টাইম :
নরমাল ডয়েল টাইম ১৪ সেকেন্ড,  কারন ৮ চেম্বার পার হতে এনং ফুল হিটিং ইফেক্ট  পেতে ১৪ সেকেন্ড সময় লাগে। এটি স্পিড এর উপর নির্ভর করে।

ওভার ফিড / আন্ডার ফিড :
ওভার ফিড ৪%, ৫%, ৩%
আন্ডার ফিড ৩%

কাভারেজ :
পুরো স্টেনটার পাস করতে বা কভার করতে ৩৩ মিটার কাপড় লাগে।

সেন্সর :
টেম্পারেচার PT 100
হিউমিডিটি PALIVA

বোয়িং কন্ট্রোলার
১. মাহালো
২. বিয়ানকো

বিদ্রঃ
চাইনিজ মেশিন গুলিতে সব ম্যানুয়েল তাই এর বাটন টিপে সেটিং করতে হয়,  ব্রুকনার এর মতো প্যানেলে সেটিং করা লাগে না

কোন মন্তব্য নেই: