Tg, Tm কি, টেক্সটাইলে এর গুরত্ব জেনে নিন - Textile Lab | Textile Learning Blog
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর ছাত্রদের কাছে Tg ও Tm খুবই গুরুত্বপুর্ন, বিশেষত ডাইং এর ছাত্রদের জন্য …  এটি গুরুত্বপূর্ণ করার এই,  Tg Tm এর উপর নির্ধারন করা হয় ডাইং এর জন্য কতো টেম্পারেচার লাগবে যা হলে ডাই মলিকিউল গুলি ভেতরে প্রবেশ করে । তাই ফাইবার গুলি কম সময়ে ডাইজ পিকয়াপ করতে পারে।
 

Glass Transition Temperature:

প্রত্যেক ফাইবারের মধ্যে ২ টি অংশ থাকে যথা-
Crystalline
  Amorphous region .

Glass Transition Temperature এ এই Amorphous region স্বচ্ছ ও ভংগুর হয়।
গ্লাস ট্রান্সিশন তাপমাত্রা খুব সরু রেঞ্জের মধ্যে থাকে, এই তাপমাত্রার নীচে ফাইবারের Amorphous region গ্লাসি হয় ( শক্ত ও ভংগুর) এবং এই তাপমাত্রার উপরে Amorphous region খুব নরম ও রবারের মত হয়। এই তাপমাত্রার উপরে পলিমার Plasticity gain করে অর্থাত তাদের আর আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয় না।
Tg এর রেঞ্জ 100 - 300 Degree

কিছু টেক্সটাইল ফাইবার এর  Tg

পলিস্টার - 100 Deg

পলি প্রোপাইলিন - 0 Deg

Melting Temperature:

যে তাপমাত্রায় ফাইবারের Crystalline অংশ গলে যায় তাকে Melting Temperature বলে। যেহেতু সব ফাইবারের মধ্যেই Crystalline & Amorphous region থাকে তাই সকল ফাইবারের Tg ও  Tm থাকবে।

source: Apparel Fibres(Book), By Dr. Nazirul Islam Edited by : Hredoy Reajul


Tg, Tm কি, টেক্সটাইলে এর গুরত্ব জেনে নিন

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর ছাত্রদের কাছে Tg ও Tm খুবই গুরুত্বপুর্ন, বিশেষত ডাইং এর ছাত্রদের জন্য …  এটি গুরুত্বপূর্ণ করার এই,  Tg Tm এর উপর নির্ধারন করা হয় ডাইং এর জন্য কতো টেম্পারেচার লাগবে যা হলে ডাই মলিকিউল গুলি ভেতরে প্রবেশ করে । তাই ফাইবার গুলি কম সময়ে ডাইজ পিকয়াপ করতে পারে।
 

Glass Transition Temperature:

প্রত্যেক ফাইবারের মধ্যে ২ টি অংশ থাকে যথা-
Crystalline
  Amorphous region .

Glass Transition Temperature এ এই Amorphous region স্বচ্ছ ও ভংগুর হয়।
গ্লাস ট্রান্সিশন তাপমাত্রা খুব সরু রেঞ্জের মধ্যে থাকে, এই তাপমাত্রার নীচে ফাইবারের Amorphous region গ্লাসি হয় ( শক্ত ও ভংগুর) এবং এই তাপমাত্রার উপরে Amorphous region খুব নরম ও রবারের মত হয়। এই তাপমাত্রার উপরে পলিমার Plasticity gain করে অর্থাত তাদের আর আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয় না।
Tg এর রেঞ্জ 100 - 300 Degree

কিছু টেক্সটাইল ফাইবার এর  Tg

পলিস্টার - 100 Deg

পলি প্রোপাইলিন - 0 Deg

Melting Temperature:

যে তাপমাত্রায় ফাইবারের Crystalline অংশ গলে যায় তাকে Melting Temperature বলে। যেহেতু সব ফাইবারের মধ্যেই Crystalline & Amorphous region থাকে তাই সকল ফাইবারের Tg ও  Tm থাকবে।

source: Apparel Fibres(Book), By Dr. Nazirul Islam Edited by : Hredoy Reajul


কোন মন্তব্য নেই: