কার্ডেড ইয়ার্ন নাকি কম্বড ইয়ার্ন কোনটি ভালো প্রডাকশন এর জন্য, জেনে নিন কিছু বিষয় - Textile Lab | Textile Learning Blog
কার্ডেড ইয়ার্ন এবং কম্বড ইয়ার্ন ডাইং ফিনিশিং ব্যাবহার এর কিছু সুবিধা অসুবিধা :




কার্ডেড ইয়ার্ন :

১. কার্ডেড ইয়ার্ন গুলি মুলত কম্বড এর তুলনায় অনেক সস্তা।

২. কার্ডেড সুতা গুলির চাহিদা অনেক বেশি এবং এর প্রডাকশন অনেক বেশি।

৩. ফেব্রিক এর কার্ডেড সুতায় কস্ট সেইভ হয়।

৪. কার্ডেড সুতায় হেয়ারিনেস এর পরিমান বেশি এবং এর জন্য হেভি এনজাইম ওয়াস করতে হয়।

৫. কার্ডেড সুতার ওয়েট লস বেশি আর এটি ময়েসচার কম গেইন করে।

৬. কার্ডেড সুতায় সুইডিং এর ইফেক্ট ভালো হয় না।

৭. কার্ডেড ইয়ার্ন এর ফাইবার খারাপ হলে ফেব্রিক এর হেন্ড ফিল অনেকটা স্লাব এর মতো হয়।

৮. কার্ডেড ইয়ার্নে সর্ট ফাইবার থাকার দরুন এর দ্বারা প্রস্তত কৃত কাপড় এর পিলিং এর প্রবনতা অনেক বেশি।

৯. কার্ডেড ইয়ার্নে টুইস্ট পার ইঞ্চি TPI কম্বড এর তুলনায় বেশি লাগে আর হাইলি টুইস্ট নামে নীট কাপড় এর জন্য স্পাইরিলিটির বা টুইস্টিং এর কারন।

১০. ফেক্টরিতে কার্ড ইয়ার্ন কে KH দিয়ে নির্দেশ করা হয়।




কম্বড ইয়ার্ন :

১. কম্বড ইয়ার্ন এর প্রাইস কার্ডেড এর তুলনায় বেশি।

২. কম্বড ইয়ার্ন এর হেন্ড ফিল অনেক সফট।

৩. কম্বড ইয়ার্ন এর ওয়েট  প্রসেস লস কম কারন এর হেয়ারিনেস এর পরিমান কম,  একে লাইট এনজাইম করলেই হয়ে যায়।  এটি বাতাস থেকে ভালো ময়েসচার গেইন করে যার ফলে এর GSM কমে না।

৪. কম্বড ইয়ার্ন এর সুইডিং, ব্রাশিং ভালো হয় কারন এর ভেতর লং ফাইবার থাকে।

৫. এর ডাইং ইফেক্ট ভালো হয়, ফেব্রিক এর সাইনিং ভালো হয় কারন এর ভেতরে ডেড ফাইবার বা ঈ'ম মেচিউরড ফাইবার থাকার চান্স থাকে না তাই এর ডাই পিক আপ অনেক বেশি।

৬. সেইম কাউন্ট এর সুতা দিয়ে কার্ডেড ইয়ার্ন,  কম্বড ইয়ার্ন দিয়ে ফেব্রিক বানালে কার্ডের এর GSM কম্বড  এর চেয়ে কম হবে,  কার্ডেড ইয়ার্নে ফাইবার গুলি ইরেগুলার থেকে আর ইয়ার্ন এ অনেক গ্যাপ থাকে যা কম্বড ইয়ার্নে থাকে না।

৭. কম্বড ইয়ার্ন এর স্ট্রেনথ কার্ডেড এর তুলনায় অনেক কম যার কারনে কম্বড ইয়ার্নে বানানো ফেব্রিক এর টিয়ার, টেনসাইল, ব্লাস্টিং স্ট্রেনথ অনেক বেশি হয় কার্ডেড এর তুলনায়।


৮. কম্বড ইয়ার্নে ফেব্রিক এর স্রিংকেজ কম হয় কার্ডেড এর তুলনায়।

৯.ফেক্টরিতে কম্বড ইয়ার্ন কে Com দিয়ে নির্দেশ করা হয়। 



নোট
শুধু মাত্র কিছু সেন্ট না ডলার বাঁচাতে গিয়ে অল ওভার প্রডাকশন এবং কোয়ালিটির ফেক্ট হয় এমন ইয়ার্ন ব্যাবহার করা ঠিক নয়,  এতে সাময়িক লাভবান হচ্ছি বলে মনে হলেও এতে প্রসেস জনিত জটিলতায় পড়তে হয়।

কার্ডেড ইয়ার্ন নাকি কম্বড ইয়ার্ন কোনটি ভালো প্রডাকশন এর জন্য, জেনে নিন কিছু বিষয়

কার্ডেড ইয়ার্ন এবং কম্বড ইয়ার্ন ডাইং ফিনিশিং ব্যাবহার এর কিছু সুবিধা অসুবিধা :




কার্ডেড ইয়ার্ন :

১. কার্ডেড ইয়ার্ন গুলি মুলত কম্বড এর তুলনায় অনেক সস্তা।

২. কার্ডেড সুতা গুলির চাহিদা অনেক বেশি এবং এর প্রডাকশন অনেক বেশি।

৩. ফেব্রিক এর কার্ডেড সুতায় কস্ট সেইভ হয়।

৪. কার্ডেড সুতায় হেয়ারিনেস এর পরিমান বেশি এবং এর জন্য হেভি এনজাইম ওয়াস করতে হয়।

৫. কার্ডেড সুতার ওয়েট লস বেশি আর এটি ময়েসচার কম গেইন করে।

৬. কার্ডেড সুতায় সুইডিং এর ইফেক্ট ভালো হয় না।

৭. কার্ডেড ইয়ার্ন এর ফাইবার খারাপ হলে ফেব্রিক এর হেন্ড ফিল অনেকটা স্লাব এর মতো হয়।

৮. কার্ডেড ইয়ার্নে সর্ট ফাইবার থাকার দরুন এর দ্বারা প্রস্তত কৃত কাপড় এর পিলিং এর প্রবনতা অনেক বেশি।

৯. কার্ডেড ইয়ার্নে টুইস্ট পার ইঞ্চি TPI কম্বড এর তুলনায় বেশি লাগে আর হাইলি টুইস্ট নামে নীট কাপড় এর জন্য স্পাইরিলিটির বা টুইস্টিং এর কারন।

১০. ফেক্টরিতে কার্ড ইয়ার্ন কে KH দিয়ে নির্দেশ করা হয়।




কম্বড ইয়ার্ন :

১. কম্বড ইয়ার্ন এর প্রাইস কার্ডেড এর তুলনায় বেশি।

২. কম্বড ইয়ার্ন এর হেন্ড ফিল অনেক সফট।

৩. কম্বড ইয়ার্ন এর ওয়েট  প্রসেস লস কম কারন এর হেয়ারিনেস এর পরিমান কম,  একে লাইট এনজাইম করলেই হয়ে যায়।  এটি বাতাস থেকে ভালো ময়েসচার গেইন করে যার ফলে এর GSM কমে না।

৪. কম্বড ইয়ার্ন এর সুইডিং, ব্রাশিং ভালো হয় কারন এর ভেতর লং ফাইবার থাকে।

৫. এর ডাইং ইফেক্ট ভালো হয়, ফেব্রিক এর সাইনিং ভালো হয় কারন এর ভেতরে ডেড ফাইবার বা ঈ'ম মেচিউরড ফাইবার থাকার চান্স থাকে না তাই এর ডাই পিক আপ অনেক বেশি।

৬. সেইম কাউন্ট এর সুতা দিয়ে কার্ডেড ইয়ার্ন,  কম্বড ইয়ার্ন দিয়ে ফেব্রিক বানালে কার্ডের এর GSM কম্বড  এর চেয়ে কম হবে,  কার্ডেড ইয়ার্নে ফাইবার গুলি ইরেগুলার থেকে আর ইয়ার্ন এ অনেক গ্যাপ থাকে যা কম্বড ইয়ার্নে থাকে না।

৭. কম্বড ইয়ার্ন এর স্ট্রেনথ কার্ডেড এর তুলনায় অনেক কম যার কারনে কম্বড ইয়ার্নে বানানো ফেব্রিক এর টিয়ার, টেনসাইল, ব্লাস্টিং স্ট্রেনথ অনেক বেশি হয় কার্ডেড এর তুলনায়।


৮. কম্বড ইয়ার্নে ফেব্রিক এর স্রিংকেজ কম হয় কার্ডেড এর তুলনায়।

৯.ফেক্টরিতে কম্বড ইয়ার্ন কে Com দিয়ে নির্দেশ করা হয়। 



নোট
শুধু মাত্র কিছু সেন্ট না ডলার বাঁচাতে গিয়ে অল ওভার প্রডাকশন এবং কোয়ালিটির ফেক্ট হয় এমন ইয়ার্ন ব্যাবহার করা ঠিক নয়,  এতে সাময়িক লাভবান হচ্ছি বলে মনে হলেও এতে প্রসেস জনিত জটিলতায় পড়তে হয়।

কোন মন্তব্য নেই: