পলিস্টার ফিনিশিং:
পিগমেন্ট, ফ্লোরোসেন্ট এর মতো পলিস্টার ফিনিশিং এ টেম্পারেচার একটি কি ফেক্টর। পরিস্টার যথেষ্ট টেম্পারেচার সেনসিটিভ এটি ডাইং এর ক্ষত্রে মেক্সিমাম টেম্পারেচার ব্যাবহার করা হলেও ফিনিশিং এর ক্ষত্রে কম টেম্পারেচার ব্যাবহার হয়।
এর কারন হলো পলিস্টার ডাইং করা হয় ডিস্পার্স ডাইজ দিয়ে আর ডিস্পার্সের একটি বৈশিষ্ট্য হলো এর সাবলিমিশন পাওয়ার আছে যার মানে হলো এটি হাই টেম্পারেচারে উদ্ধায়ী হয়ে যাওয়া ।
ওই কারনে ড্রাই অবস্থায় বেশি টেম্পারেচারে কাপড় ফিনিশিং করলে কাপড় এর কালার লাইট এবং ফেইড হয়ে যায়।
২টি মন্তব্য:
স্যার, আমরা ওয়ান পার্ট ডাইং কাপড় Stenter machine এ Blower কমিয়ে চালাই।
ডাবল পার্ট ডাইং এর ক্ষেত্রে টেম্পারেচার কমিয়ে চালাই।
কেন 1 পার্ট blower কমিয়ে দেন ?
একটি মন্তব্য পোস্ট করুন