Fabric এর কালার স্টেইনিং বা কালার ব্লিডিং টেস্ট - Textile Lab | Textile Learning Blog

Fabric এর কালার স্টেইনিং বা কালার ব্লিডিং টেস্ট

কালার স্টেইনিং+ব্লিডিং  টেস্ট

আমাদের একটি সাব কন্ট্রাক্ট পার্টি বা বায়ার আছে তার একটি কম্পানিতে ফেব্রিক সাপ্লাঈ করে তাদের নিজস্ব বায়ার এর রিকোয়ারমেন্ট আছে যে ডাইং করা কাপড় এর কালার ব্লিড করতে পারবে না,  তাই তারা ডাইং শেষে কাপড় দুই কালার এর কাপড় একত্রে স্টিচ  করে ওয়াসকেটর মেশিনে সোডা দিয়ে ওয়াস করে দেখা হয় কালার কাটে কিনা ???


আর কালার ব্লিডিং দেখতে হলে কাপড় কে কুচি করে তাকে বিকার এর ভেতরে ৯০ ডিগ্রী তাপমাত্রার পানি দিয়ে স্টিয়ারিং করতে হয় কালার ব্লিড করলে পানি রং যুক্ত হয়ে যায়। কালার কাটলে তাকে আবার রিফিনিশিং করে দিয়ে কালার ব্লিডিং অফ করতে হয়। 
এর জন্য কোন টেস্ট মেথোড নেই এটা ইন হাউস টেস্ট মেথোড।

কোন মন্তব্য নেই: