সাটিন কাপড় | Satin Fabrics - Textile Lab | Textile Learning Blog
সাটিন কাপড় :

১. সাটিন কাপড় ওয়ার্প ফেইস কাপড় আর এই কাপড় গুলির ফেইস সাইড পিচ্ছিল এবং স্মুথ।

২. এই কাপড় এর এবজরবেন্সি প্লেইন টুইল এর চেয়ে বেশি।

৩. ওয়ার্পে ইয়ার্ন এর ফ্লোটিং বেশি।

৪. ফেইসে টুইল এর মতো ডায়াগোনাল লাইন বা প্লেইন এর মতো স্ট্রাইকাচার থাকবে না।

৫. মেক্সিমাম সাটিন কাপড় লাইক্রা যুক্ত থাকে।

৬. এই ডাইজ পিক আপ,  টেক আপ,  আবজরবেন্সি,  লাসচার অন্য কাপড় গুলি তুলনায় বেশি।

৭. ওয়ার্প ফেইস এর দরুন ডাইং এর পর ফেইস এর সেড আর ব্যাক এর সেড আলাদা রকম মনে হয়।

৮. সাটিন কাপড় এর সেড ফেইস ধরে মিলাতে হবে ব্যাক স্টেন্ডার্ড ধরে মিলানো যাবে না।

৯. এই কাপড় এর স্রিংকেজ অনেক বেশি।



সাটিন কাপড় | Satin Fabrics

সাটিন কাপড় :

১. সাটিন কাপড় ওয়ার্প ফেইস কাপড় আর এই কাপড় গুলির ফেইস সাইড পিচ্ছিল এবং স্মুথ।

২. এই কাপড় এর এবজরবেন্সি প্লেইন টুইল এর চেয়ে বেশি।

৩. ওয়ার্পে ইয়ার্ন এর ফ্লোটিং বেশি।

৪. ফেইসে টুইল এর মতো ডায়াগোনাল লাইন বা প্লেইন এর মতো স্ট্রাইকাচার থাকবে না।

৫. মেক্সিমাম সাটিন কাপড় লাইক্রা যুক্ত থাকে।

৬. এই ডাইজ পিক আপ,  টেক আপ,  আবজরবেন্সি,  লাসচার অন্য কাপড় গুলি তুলনায় বেশি।

৭. ওয়ার্প ফেইস এর দরুন ডাইং এর পর ফেইস এর সেড আর ব্যাক এর সেড আলাদা রকম মনে হয়।

৮. সাটিন কাপড় এর সেড ফেইস ধরে মিলাতে হবে ব্যাক স্টেন্ডার্ড ধরে মিলানো যাবে না।

৯. এই কাপড় এর স্রিংকেজ অনেক বেশি।



কোন মন্তব্য নেই: