টেক্সটাইল গ্রুপ ফেক্টরিতে ইন্টার্ন করার সুবিধা | Textile Internship Guidelines - Textile Lab | Textile Learning Blog
Question :
নাম করা ফ্যাক্টরি থেকে interny করলে কি বড় ধরনের advantage পাওয়া যায়?

Answer
ইন্টার্ন ফ্যাসিলিটি বা ইন্টার্নিশিপ এর শেখা ফেক্টরির সাইজ এর উপর নির্ভর করে না,  এটা সম্পুর্ন নির্ভর করে স্টুডেন্ট এর নিজের উপর আর তাকে গাইড করা একাডেমীক সুপারভাইজার এর উপর।


সুবিধা
ভালো যায়গায় ইন্টার্ন এর উপর জব ফ্যাসিলিটির কোন প্রভাব নেই, তবে ভালো প্রসেস কোয়ালিটি শেখার জন্য বড় ফেক্টরি গুলই ভালো। কারন তাদের ভালো মেশিন,  ম্যান পাওয়ার,  ম্যাটেরিয়াল থাকে এবং তারা অনেক কোয়ালিটির কাজ করে । তাদের সেড এর রেঞ্জ অনেক তাছাড়াও তারা ভালো ভালো বায়ার এর কাজ করে তাদের ল্যাবরেটরি ভালো।
কিছু ফেক্টরি ইন্টার্নদের জন্য লান্স সুবিধা  এবং ইন্টার্ন শেষে পেমেন্ট ও করে থাকে

অসুবিধা
বড় ফেক্টরির কাজের চাপ অনেক বেশি থাকে চাই তারা ইন্টার্নদের উটকো ঝামেলা মনে করে,  তাদের সাথে গল্প গুজব  কাজের উপর প্রভাব ফেলে এতে প্রডাকশন এর লোক দের মনো সংযোগ বিচ্ছেন্ন হয়।
মিডিয়াম ফেক্টরির কাজ কম থাকে এবং তারা ইন্টার্নদের যথেষ্ট সময় দিতে পারেন।
ইন্টার্নশিপ ফেক্টরির জন্য স্যোশাল ওয়ার্ক আর এর জন্য তাদের বাধ্যবাধকতা নেই তাই তারা ইন্টার্নশিপ দেয়া বা ইন্টার্নদের গাইড করার জন্য আগ্রহী থাকে না।

ইন্টার্ন এর জন্য কিছু ভালো ফেক্টরি হলো:
১. নীট কন্সার্ন
২. ইস্কয়ার
৩. অনন্ত গ্রুপ
৪. ভিয়েলা টেক্স
৫. তুরাগ
৬. মাইক্রো ফাইবার
৭. নর্দান তৌসিফা








টেক্সটাইল গ্রুপ ফেক্টরিতে ইন্টার্ন করার সুবিধা | Textile Internship Guidelines

Question :
নাম করা ফ্যাক্টরি থেকে interny করলে কি বড় ধরনের advantage পাওয়া যায়?

Answer
ইন্টার্ন ফ্যাসিলিটি বা ইন্টার্নিশিপ এর শেখা ফেক্টরির সাইজ এর উপর নির্ভর করে না,  এটা সম্পুর্ন নির্ভর করে স্টুডেন্ট এর নিজের উপর আর তাকে গাইড করা একাডেমীক সুপারভাইজার এর উপর।


সুবিধা
ভালো যায়গায় ইন্টার্ন এর উপর জব ফ্যাসিলিটির কোন প্রভাব নেই, তবে ভালো প্রসেস কোয়ালিটি শেখার জন্য বড় ফেক্টরি গুলই ভালো। কারন তাদের ভালো মেশিন,  ম্যান পাওয়ার,  ম্যাটেরিয়াল থাকে এবং তারা অনেক কোয়ালিটির কাজ করে । তাদের সেড এর রেঞ্জ অনেক তাছাড়াও তারা ভালো ভালো বায়ার এর কাজ করে তাদের ল্যাবরেটরি ভালো।
কিছু ফেক্টরি ইন্টার্নদের জন্য লান্স সুবিধা  এবং ইন্টার্ন শেষে পেমেন্ট ও করে থাকে

অসুবিধা
বড় ফেক্টরির কাজের চাপ অনেক বেশি থাকে চাই তারা ইন্টার্নদের উটকো ঝামেলা মনে করে,  তাদের সাথে গল্প গুজব  কাজের উপর প্রভাব ফেলে এতে প্রডাকশন এর লোক দের মনো সংযোগ বিচ্ছেন্ন হয়।
মিডিয়াম ফেক্টরির কাজ কম থাকে এবং তারা ইন্টার্নদের যথেষ্ট সময় দিতে পারেন।
ইন্টার্নশিপ ফেক্টরির জন্য স্যোশাল ওয়ার্ক আর এর জন্য তাদের বাধ্যবাধকতা নেই তাই তারা ইন্টার্নশিপ দেয়া বা ইন্টার্নদের গাইড করার জন্য আগ্রহী থাকে না।

ইন্টার্ন এর জন্য কিছু ভালো ফেক্টরি হলো:
১. নীট কন্সার্ন
২. ইস্কয়ার
৩. অনন্ত গ্রুপ
৪. ভিয়েলা টেক্স
৫. তুরাগ
৬. মাইক্রো ফাইবার
৭. নর্দান তৌসিফা








কোন মন্তব্য নেই: