TOPICS : USE OF NEEDLE FOR DIFFERENT FABRIC ( ACCORDING TO FABRIC G.S.M)
গার্মেন্টস সুইং এর জন্য ফেব্রিকের জিএস.এম এর উপর ভিত্তি করে বিভিন্ন সাইজের নীডল ব্যাবহার করা হয় । কারণ কম জি.এস.এম এর ফেব্রিক যদি বড় সাইজের নীডল ব্যাবহার করে সেলাই করা হয় তবে যেমন গার্মেন্টসটি তার গুনগত মান হারাবে তেমনই বেশী জিএস.এম এর ফেব্রিককে ছোট সাইজের নীডল ব্যাবহার করে সেলাই করা অসম্ভব । তাই এক এক জি এস এম এর ফেব্রিকের জন্য এক এক সাইজের নীডল ব্যাবহার করা হয় ।
কোন জি এস এম এর ফেব্রিক সেলােই করতে কোন সাইজের নীডল ব্যাবহার করতে হবে তা নিচে দেওয়া হলঃ
GSM Needle Size
140/150= 7
160/170= 8
170/200= 9
200/220= 10
220/250= 11
বিঃদ্রঃ
নীডল সাইজ বলতে বোঝায় , সাইজ যত কম হমে নীডল তত সূক্ষ হবে, সাইজ বেশী হলে নীডল মোটা হবে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন