টেক্সটাইল মেশিন এর ডয়েল টাইম | Textile Machine Dowel Time - Textile Lab | Textile Learning Blog
ডয়েল টাইম

একট কাপড় বা সবস্ট্রেট প্রসেস এর ভেতরে যতোটা সময় জুড়ে থাকে বা প্রসেস শেষ হতে যে টুকু সময় লাগে তাকে ডয়েল টাইম বলে।

কয়েকটি মেশিন এর ডয়েল টাইম আমাদের জন্য জানা জরুরী  যেমন
১. স্টেনটার
২. লুপ স্টিমার
৩. ব্লিচ

ডয়েল টাইম বের করার নিয়ম :
মেশিন স্পিড 35 M/Min
ফেব্রিক লেন্থ (In side of chamber)  45 Mt
এক মিনিট ৬০ সেকেন্ড

মেশিন স্পিড X ফেব্রিক লেন্থ / ৬০
=রেজাল্ট ( ডয়েল টাইম )

ডয়েল টাইম নির্ধারন করা হয় প্রতি মিটার কাপড় কি সময় ধরে মেশিনে থাকবে তার জন্য।


টেক্সটাইল মেশিন এর ডয়েল টাইম | Textile Machine Dowel Time

ডয়েল টাইম

একট কাপড় বা সবস্ট্রেট প্রসেস এর ভেতরে যতোটা সময় জুড়ে থাকে বা প্রসেস শেষ হতে যে টুকু সময় লাগে তাকে ডয়েল টাইম বলে।

কয়েকটি মেশিন এর ডয়েল টাইম আমাদের জন্য জানা জরুরী  যেমন
১. স্টেনটার
২. লুপ স্টিমার
৩. ব্লিচ

ডয়েল টাইম বের করার নিয়ম :
মেশিন স্পিড 35 M/Min
ফেব্রিক লেন্থ (In side of chamber)  45 Mt
এক মিনিট ৬০ সেকেন্ড

মেশিন স্পিড X ফেব্রিক লেন্থ / ৬০
=রেজাল্ট ( ডয়েল টাইম )

ডয়েল টাইম নির্ধারন করা হয় প্রতি মিটার কাপড় কি সময় ধরে মেশিনে থাকবে তার জন্য।


২টি মন্তব্য:

Unknown বলেছেন...

Sir,

Duration time & Dwel time are Same?

Unknown বলেছেন...

Sir,

Duration time & Dwel time are Same?