Textile : " CGPA & Major subject" - Textile Lab | Textile Learning Blog
 টেক্সটাইল স্টুডেন্ট দের " CGPA & Major subject"

অনেকেই বলে থাকি যে major & CGPA Doesn't  matter, জব করতে এইগুলা লাগে না (মেনে নিলাম / মেনে নিলাম না ) । এখন প্রশ্ন হল কারা মেনে নিল আর কারা মানলো না ???? 

উত্তর : 

১. এই বিষয় গুলো মেনে নিবে  জব সেক্টরে যারা আছেন যারা শুধু মাত্র  তারা।

২.  মেনে নিবে না তারাই যারা এখন scholarship নিয়ে বিদেশে আছেন  & যারা প্রিপারেশন নিতে গিয়ে প্রবলেমে পড়েছেন   কারন সুযোগ আছে কিন্তু যোগ্যতা নাই।
এখন আশা যাক সিনিওর ভাইদের কথা নিয়ে যারা ৪/৫ বছর জব করেও বিদেশ চলে যাচ্ছে উনাদের যোগ্যতার কারনেই বিকজ কনফিডেন্স তখনি আশে যখন আপনি আপনার যোগ্যতা প্রমাণ করার সুযোগ পাবেন আর poor CGPA নিয়ে তা কতটুকু পসিবল তা আপনারা scholars ভাই & আপুদের প্রশ্ন করলেই পাবেন। 

আবার অনেকেই বলে কম cgpa দিয়ে আমার x, y,z ভাই গেছে কই তাদের ত প্রবলেম হই নাই,  আরে ভাই আপনাদের যে ভাই ৩/৪ বছর আগে গেছে তাদের রিকয়েরমেন্ট & আপনি যাবেন ফিউচারে, রিকয়েরমেন্টস কি একই থাকবে,  না রে ভা সেইম থাকবে না।  তাই জুনিওর ভাই/আপুরা cgpa বাড়ান যত পারেন,  তা জব সেক্টর হউক আর হাইয়ার স্টাডি জন্যি হক এর ভাল রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। 
Major subject এর উপর importance আছে অবশ্যই,  মেজরের উপর Msc এর ভর্তি এক্সাম এ প্রশ্ন করা হয় BUTEX, DUET,MU ST এ & জব ভাইবাতে আর বলাই লাগে না । আপনি যদি GMT মেজর নিয়ে WPT এর নিয়োগে এক্সাম দিতে যান তাহলে আপনিই ভাল বুজবেন major  এর importance কতটুকু written & viva তে। 

উপসংহার :
জুনিয়ার ভাই/আপুরা
CGPA বাড়াও,  কে কি বল্লো  তার দিকে নজর না দিয়ে কারন CGPA বাড়ানো তোমাদের কর্তব্য  & ভালো সুযোগ সুবিধা পাবা future এ যা university তে major পাওয়ার সময় কিছুটা বুজবা  আর বাকিটা futere এ । 

বি:দ্র : 
মাপ করবেন কাওকে আমার লেখা দিয়ে আঘাত করে থাকলে & ভুল কিছু লিখে থাকলে তা কারেকশন করে দিবেন। 
সকল সিনিওর ভাইদের দৃস্টি অাকর্শন করছি   গাইডার হয়ে আমাদের পথ দেখাবেন যেন future  এ ভাল ক্যারিয়ার গড়তে  পারি (জব & হায়ার স্টাডি সেকটরে)।

Textile : " CGPA & Major subject"

 টেক্সটাইল স্টুডেন্ট দের " CGPA & Major subject"

অনেকেই বলে থাকি যে major & CGPA Doesn't  matter, জব করতে এইগুলা লাগে না (মেনে নিলাম / মেনে নিলাম না ) । এখন প্রশ্ন হল কারা মেনে নিল আর কারা মানলো না ???? 

উত্তর : 

১. এই বিষয় গুলো মেনে নিবে  জব সেক্টরে যারা আছেন যারা শুধু মাত্র  তারা।

২.  মেনে নিবে না তারাই যারা এখন scholarship নিয়ে বিদেশে আছেন  & যারা প্রিপারেশন নিতে গিয়ে প্রবলেমে পড়েছেন   কারন সুযোগ আছে কিন্তু যোগ্যতা নাই।
এখন আশা যাক সিনিওর ভাইদের কথা নিয়ে যারা ৪/৫ বছর জব করেও বিদেশ চলে যাচ্ছে উনাদের যোগ্যতার কারনেই বিকজ কনফিডেন্স তখনি আশে যখন আপনি আপনার যোগ্যতা প্রমাণ করার সুযোগ পাবেন আর poor CGPA নিয়ে তা কতটুকু পসিবল তা আপনারা scholars ভাই & আপুদের প্রশ্ন করলেই পাবেন। 

আবার অনেকেই বলে কম cgpa দিয়ে আমার x, y,z ভাই গেছে কই তাদের ত প্রবলেম হই নাই,  আরে ভাই আপনাদের যে ভাই ৩/৪ বছর আগে গেছে তাদের রিকয়েরমেন্ট & আপনি যাবেন ফিউচারে, রিকয়েরমেন্টস কি একই থাকবে,  না রে ভা সেইম থাকবে না।  তাই জুনিওর ভাই/আপুরা cgpa বাড়ান যত পারেন,  তা জব সেক্টর হউক আর হাইয়ার স্টাডি জন্যি হক এর ভাল রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। 
Major subject এর উপর importance আছে অবশ্যই,  মেজরের উপর Msc এর ভর্তি এক্সাম এ প্রশ্ন করা হয় BUTEX, DUET,MU ST এ & জব ভাইবাতে আর বলাই লাগে না । আপনি যদি GMT মেজর নিয়ে WPT এর নিয়োগে এক্সাম দিতে যান তাহলে আপনিই ভাল বুজবেন major  এর importance কতটুকু written & viva তে। 

উপসংহার :
জুনিয়ার ভাই/আপুরা
CGPA বাড়াও,  কে কি বল্লো  তার দিকে নজর না দিয়ে কারন CGPA বাড়ানো তোমাদের কর্তব্য  & ভালো সুযোগ সুবিধা পাবা future এ যা university তে major পাওয়ার সময় কিছুটা বুজবা  আর বাকিটা futere এ । 

বি:দ্র : 
মাপ করবেন কাওকে আমার লেখা দিয়ে আঘাত করে থাকলে & ভুল কিছু লিখে থাকলে তা কারেকশন করে দিবেন। 
সকল সিনিওর ভাইদের দৃস্টি অাকর্শন করছি   গাইডার হয়ে আমাদের পথ দেখাবেন যেন future  এ ভাল ক্যারিয়ার গড়তে  পারি (জব & হায়ার স্টাডি সেকটরে)।

কোন মন্তব্য নেই: