ওভেন ডাইং মেশিন এর এয়ার প্রেশার এর সমস্যা - Textile Lab | Textile Learning Blog
ইউটিলিটি সমস্যা: এয়ার প্রেশার

ওভেন ডাইং এর মেশিন গুলির মধ্যে মেক্সিমাম মেশিন প্যাডার বেইজড। বেশির ভাগ প্যাডার,  ভালব,  ব্যাচিং প্যাডার,  ব্লাংকেট এর নিউমেটিক প্রেশার বা এয়ার প্রেশার এর সাহায্যে মেশিন এর প্যাডার,  ড্রেইন ভালভ গুলি চলে।  তাই এয়ার প্রেসার এর সমস্যা বা কম্প্রেশর এর সমস্যা হলে মেশিন এর রোলার গুলি একচুল ও নড়ে না। 
তাই ওভেন ডাইং ফেক্টরির জন্য এই কারনে ব্যাক আপ কম্প্রেশর রাখা ভালো।
আমাদের একটি মেশিন এর সমস্যা ফেইস করে না তা হলো আমাদের ব্রুকনার,  এর নিজস্ব চেম্বার আছে যার ভেতরে ২ ঘন্টা চলার মতো কম্প্রেস এয়ার সেইভ করে রাখে এবং প্রেশার কম হলেও এটি এয়ার তার চেম্বারে জমাতে থকে। ব্লিচিং মার্সারাইজেশন  মেশিন গুলি সব চেয়ে বেশি কপম্প্রেসড এয়ার কনজিউম করে।
সেন্ট্রাল লাইনে ৭ কেজি এয়ার প্রেসার রাখা লাগে মেশিন ভালো করে রান করতে।

নোট:
এই সমস্যা দির করতে ব্যাকআপ কম্প্রেশর এবং রিজার্ভ সিলিন্ডার প্রতিটা মেশিন এর সাথে রাখতে হবে।

ওভেন ডাইং মেশিন এর এয়ার প্রেশার এর সমস্যা

ইউটিলিটি সমস্যা: এয়ার প্রেশার

ওভেন ডাইং এর মেশিন গুলির মধ্যে মেক্সিমাম মেশিন প্যাডার বেইজড। বেশির ভাগ প্যাডার,  ভালব,  ব্যাচিং প্যাডার,  ব্লাংকেট এর নিউমেটিক প্রেশার বা এয়ার প্রেশার এর সাহায্যে মেশিন এর প্যাডার,  ড্রেইন ভালভ গুলি চলে।  তাই এয়ার প্রেসার এর সমস্যা বা কম্প্রেশর এর সমস্যা হলে মেশিন এর রোলার গুলি একচুল ও নড়ে না। 
তাই ওভেন ডাইং ফেক্টরির জন্য এই কারনে ব্যাক আপ কম্প্রেশর রাখা ভালো।
আমাদের একটি মেশিন এর সমস্যা ফেইস করে না তা হলো আমাদের ব্রুকনার,  এর নিজস্ব চেম্বার আছে যার ভেতরে ২ ঘন্টা চলার মতো কম্প্রেস এয়ার সেইভ করে রাখে এবং প্রেশার কম হলেও এটি এয়ার তার চেম্বারে জমাতে থকে। ব্লিচিং মার্সারাইজেশন  মেশিন গুলি সব চেয়ে বেশি কপম্প্রেসড এয়ার কনজিউম করে।
সেন্ট্রাল লাইনে ৭ কেজি এয়ার প্রেসার রাখা লাগে মেশিন ভালো করে রান করতে।

নোট:
এই সমস্যা দির করতে ব্যাকআপ কম্প্রেশর এবং রিজার্ভ সিলিন্ডার প্রতিটা মেশিন এর সাথে রাখতে হবে।

কোন মন্তব্য নেই: