H&M এর ডেলিভারি প্রসিডিউর - Textile Lab | Textile Learning Blog

H&M এর ডেলিভারি প্রসিডিউর

আমরা H&M এর সকল country কে তিন ভাগে ভাগ করেছি   (সহজ ভাবে বুঝার জন্য)

1. additional country:
যে সব country তে অতিরিক্ত price tag/sticker অথবা label যুক্ত থাকে সেসব country, additional countryবলে গণ্য হয়।

যেমন:
Online additional country:- OR, OT, OB ইত্যাদি

shop additional country:- RU, TR, MX, ME, TW, PH, PE, CN ইত্যাদি।

2. exceptional country:
যে সব country কে প্রকৃত পক্ষে additional বলা যায় না আবার normal country থেকে ব্যতিক্রম সেসব exceptional country.
যেমন :
online country:- OK,OA,OU
shop country:- US,KR,CA

3. normal country: 
Additional + Exceptional বাদে বাকি সব Normal Country

RU/OR (Russia)

RU= shop order russia,   OR= online russia.
Russia. 1st cut off এর একটি additional country, russiaতেadditionalহিসেবে tagহলে অতিরিক্ত একটি RIT tag যাবে যা রাশিয়ার normal tag এর উপরে থাকবে এবং stickerহলে অতিরিক্ত দুটি RIT  sticker যাবে।রাশিয়া তে প্রথম কার্টনে রাশিয়ানpacking list যাবে এবং প্রথম কার্টনের গায়ে"p list" sticker যাবে।

CN/OB (China)

CN= shop order china
OB= online order china
China, 2nd cut off এর একটি additional country. china তে additional হিসেবে অতিরিক্ত একটি price tag/sticker যাবে, যা CIT tag/sticker নামে পরিচিত।china shipment এর ক্ষেত্রে final inspection এ PH, Formaldehyde এর 3rd party lab test report লাগবে, চায়নাতে productএর blend 100% organic কটন হলে organic tag, bandrol, boklet সাধারণের চেয়ে আলাদা হবে।এক্ষেত্রে চেনার উপায় হল এতে গ্রীণ কালারের নিচে CN সহ ভাষা লেখা থাকে। carton এর গায়ে organic sticker যাবে না।

TR/OT (Turkey)
TR= shop order turkey
OT= online turkey
turkey, 3rd cut off এর একটি additional country, এতেadditional হিসেবে অতিরিক্ত একটি turkey info tag/sticker যাবে।

MX (Mexico)
Mexico, 3rd cut off এর একটি additional country, এতে additional হিসেবে অতিরিক্ত একটি mx info tag/sticker যাবে।।

TW (Taiwan)
Taiwan, 3rd cut off এর একটি additional country এতে additional হিসেবে অতিরিক্ত একটি tw info tag/sticker যাবে।

ME (Middle East)
ME, 2nd cut offএর একটি additional country. এতে additional হিসেবে একটি অতিরিক্ত label যাবে যা me label নামে পরিচিত।এই কান্ট্রি তে sexual print  scull print এবং অশ্লীল জাতীয় শিপমেন্ট নিষেধ।

PH (Philipine)
Philipine, 3rd cut off এরadditional country. এতেadditional হিসেবে ph info tag/sticker যাবে, PH Shiping carton এ additional ph shiping mark যাবে।

PE (Peru)
peru, 2nd cut off এর additional country, এতে additional হিসেবে peru info tag / sticker যাবে

OU/US (USA)
OU= online order USA
US= shop order USA
USA, 2nd cut off এর একটি কান্ট্রি।এটি additional নয় আবার normal country থেকে আলাদা।নরমাল কান্ট্রিতে price tag/sticker এ সাইজ cm এ লিখা থাকলেও USA তে সাইজ inch তে লিখা থাকবে এবং price উল্লেখ থাকবে ।আর এটাই exceptional.

OK/KR (South Korea)
OK= online order South Korea
KR= shop order South Korea
South Korea, 3rd cut off এর একটি কান্ট্রি।এটি additional নয় আবার normal country থেকে আলাদা।কারণ price tag /sticker এ  " kc " symbole থাকবে।

OA/CA (Canada)
এটি 2nd cut off এর country। এতে insert card /booklet/ bandrol এ কানাডিয়ান লেখা থাকবে । warning sticker এ attention লেখা থাকবে

কোন মন্তব্য নেই: