সমস্যা : কাপড় এর GSM বেশি তার উপর লায়ক্রা কাপড়।
সমাধান :
আমাদের একট লায়ক্রা কাপড় লোয়ার GSM এ বায়ার এপ্রুভ করে ফেলে, পরে যখন প্রডাকশন এর কাপড় যায় তাতে GSM বেশি পায় বায়ার , ফল স্বরুপ কাপড় রিজেক্ট। গার্মেন্টস এর ওনুরোধ কাপড় এর GSM কমইয়ে দিতে হবে। আমরা বেশি ভাগ ক্ষতে GSM বাড়াই কিন্ত GSM কমানো হয় না সাধারনত।
মেশিন : স্টেনটার
স্টেনটার একমত মেশিন যার সাহায্যে কাপড় এর GSM কমানো যাবে।
ফিনিশিং এ কাপড় এর GSM কমানোর কিছু উপায় :
কাপড় কে মেক্সিমাম টেনশনে টেনে কাপড় আন্ডার ফিডিং করলে কাপড় এর GSM এবং ওয়েট কমে যাবে, এতে সমস্যা কাপড় এর স্ট্রেসেবিলিটি কমে যাবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন