Garments Label লেবেল কি - Textile Lab | Textile Learning Blog

Label:
লেবেল প্রধানত দুই প্রকার,যথা-
১।Main Label
২।Sub Label

Main Label:
সাধারনত প্রতিষ্ঠানের নাম বা নিজস্ব লেখা নাম বড় করে লেখা থাকে এই লেবেল এ।

Sub Label:

Sub Label আবার চার প্রকার।
যথা-

১।Size Label-এই লেবেল এ শুধু পোশাকের সাইজ লেখা থাকে, যেমন-৩২, ৩৪, ৩৬ বা S, M, L, XL ইত্যাদি।

২।Care Label-পোশকের গুনাগুন এবং ব্যাবহার সম্বন্ধে লেখা থাকে এই লেবেল এ।

৩।Compose Label-সংযুক্ত অবস্থায় এই লেবেল।এই লেবেল এ একই সাথে মেইন লেবেল,কেয়ার লেবেল ও সাইজ লেবেল যুক্ত থাকে,

৪।Price Label-শুধু পোশাকের মুল্য লেখা থাকে এই লেবেল এ ।

Garments Label লেবেল কি

Label:
লেবেল প্রধানত দুই প্রকার,যথা-
১।Main Label
২।Sub Label

Main Label:
সাধারনত প্রতিষ্ঠানের নাম বা নিজস্ব লেখা নাম বড় করে লেখা থাকে এই লেবেল এ।

Sub Label:

Sub Label আবার চার প্রকার।
যথা-

১।Size Label-এই লেবেল এ শুধু পোশাকের সাইজ লেখা থাকে, যেমন-৩২, ৩৪, ৩৬ বা S, M, L, XL ইত্যাদি।

২।Care Label-পোশকের গুনাগুন এবং ব্যাবহার সম্বন্ধে লেখা থাকে এই লেবেল এ।

৩।Compose Label-সংযুক্ত অবস্থায় এই লেবেল।এই লেবেল এ একই সাথে মেইন লেবেল,কেয়ার লেবেল ও সাইজ লেবেল যুক্ত থাকে,

৪।Price Label-শুধু পোশাকের মুল্য লেখা থাকে এই লেবেল এ ।

কোন মন্তব্য নেই: