টেক্সটাইল ইন্ডাস্ট্রির সাবকন্ট্রাক্ট কাজের পলিসি | Textile SubContract Order - Textile Lab | Textile Learning Blog
ওয়ার্কিং পলিসি :

আমাদের সাব কন্ট্রাক্ট কিছু পার্টি আছে যাদের কাপড় ফিনিশিং এর সময় সুপার সফট ফিনিশিং এর রিকোয়ারমেন্ট থাকে,  আমাদের পুপ্পরাতন গুলি কাপড় যখন সফট ফিনিশিং করা হয় তখন সফেনার এর gpl তাকে ৬০ গ্রাম পার লিটার করে।

তো স্বাভাবিক ভাবে নতুন দের জন্য রেসিপি নিতে  GM স্যার এর কাছে গিয়েছিলাম,  উনি বললেন ৪০ গ্রাম করে সিলিকন দাও।

কেন জিজ্ঞেস করতে ?

উনি বললেন,  আগে বেশি দিলে অভ্যাস খারাপ হয়ে যাবে ৬০ দিলে ৮০ চাইবে।  তাই প্রথমে বেশি দিয়া অভ্যাস খারাপ করা যাবে না।  ৪০ করে সিলিকন দাও দেখবা হয় ৪০ শে মানবে অথাবা বলবে একটু বাড়ান তখন ৬০ করে দিও।

এটি ওয়ার্ক পলিসি ।  অনেক কিছু করা আমাদের জন্য জরুরী হলেও আমরা প্রডাকশন এর লোকরা ঘুরিয়ে পেচিয়ে করি।  ৬০ করে দেয়া বলতে বোঝায় ফিনিশিং এর সময় স্টেনটারে পানি প্রতি লিটারে ৬০ গ্রাম হারে সফেনার দেয়া । কাজের পলিসি হলো কাস্টমার এর এক্সপেকটেশন হুট করে বাড়ানো যাবে না।




টেক্সটাইল ইন্ডাস্ট্রির সাবকন্ট্রাক্ট কাজের পলিসি | Textile SubContract Order

ওয়ার্কিং পলিসি :

আমাদের সাব কন্ট্রাক্ট কিছু পার্টি আছে যাদের কাপড় ফিনিশিং এর সময় সুপার সফট ফিনিশিং এর রিকোয়ারমেন্ট থাকে,  আমাদের পুপ্পরাতন গুলি কাপড় যখন সফট ফিনিশিং করা হয় তখন সফেনার এর gpl তাকে ৬০ গ্রাম পার লিটার করে।

তো স্বাভাবিক ভাবে নতুন দের জন্য রেসিপি নিতে  GM স্যার এর কাছে গিয়েছিলাম,  উনি বললেন ৪০ গ্রাম করে সিলিকন দাও।

কেন জিজ্ঞেস করতে ?

উনি বললেন,  আগে বেশি দিলে অভ্যাস খারাপ হয়ে যাবে ৬০ দিলে ৮০ চাইবে।  তাই প্রথমে বেশি দিয়া অভ্যাস খারাপ করা যাবে না।  ৪০ করে সিলিকন দাও দেখবা হয় ৪০ শে মানবে অথাবা বলবে একটু বাড়ান তখন ৬০ করে দিও।

এটি ওয়ার্ক পলিসি ।  অনেক কিছু করা আমাদের জন্য জরুরী হলেও আমরা প্রডাকশন এর লোকরা ঘুরিয়ে পেচিয়ে করি।  ৬০ করে দেয়া বলতে বোঝায় ফিনিশিং এর সময় স্টেনটারে পানি প্রতি লিটারে ৬০ গ্রাম হারে সফেনার দেয়া । কাজের পলিসি হলো কাস্টমার এর এক্সপেকটেশন হুট করে বাড়ানো যাবে না।




কোন মন্তব্য নেই: