বৃস্টির পানি নাকি গ্রাউন্ড পানি কোনটি ডাইং উপোযোগী - Textile Lab | Textile Learning Blog
বৃস্টির পানি নাকি গ্রাউন্ড পানি কোনটি ডাইং উপোযোগী :

গ্রাউন্ড ওয়াটার :
গ্রাউন্ড ওয়াটারের সুবিধা হলো এর বিপুল পরিমান রিজার্ভ আছে,  চাইলে যেকোনো সময় পানি তোলা যায় আর ডাইং ফেক্টরীর  মতো  কনজিউমারদের জন্য এটি বেস্ট।  গ্রাউন্ড ওয়াটার এর হার্ডনেস সমস্যা হলেও এর জন্য ফিল্ট্রেশন করা যায়।

বৃস্টির পানি :
এর বড় সমস্যা হলো একে স্টোর করা যায় না,  রিজার্ভ করার স্পেস কম,  এটি সিজনাল।  এতে হার্ডনেস নেই তাই ডাইং এর জন্য এই পানি পারফেক্ট।  কিন্তু পরিমান কম এর দরুন এই পানি আমরা  ব্যাবহার করি না।

নোট
শুধু উপোযোগী কিনা এই দিয়ে ডাইং চলে না,  ডাইং এর জন্য সব সময় হাতে বিপুল পরিমান পানির স্টক রাখা লাগে। এই হিসেবে বৃস্টির পানি আনফিট ডাইং এর জন্য





বৃস্টির পানি নাকি গ্রাউন্ড পানি কোনটি ডাইং উপোযোগী

বৃস্টির পানি নাকি গ্রাউন্ড পানি কোনটি ডাইং উপোযোগী :

গ্রাউন্ড ওয়াটার :
গ্রাউন্ড ওয়াটারের সুবিধা হলো এর বিপুল পরিমান রিজার্ভ আছে,  চাইলে যেকোনো সময় পানি তোলা যায় আর ডাইং ফেক্টরীর  মতো  কনজিউমারদের জন্য এটি বেস্ট।  গ্রাউন্ড ওয়াটার এর হার্ডনেস সমস্যা হলেও এর জন্য ফিল্ট্রেশন করা যায়।

বৃস্টির পানি :
এর বড় সমস্যা হলো একে স্টোর করা যায় না,  রিজার্ভ করার স্পেস কম,  এটি সিজনাল।  এতে হার্ডনেস নেই তাই ডাইং এর জন্য এই পানি পারফেক্ট।  কিন্তু পরিমান কম এর দরুন এই পানি আমরা  ব্যাবহার করি না।

নোট
শুধু উপোযোগী কিনা এই দিয়ে ডাইং চলে না,  ডাইং এর জন্য সব সময় হাতে বিপুল পরিমান পানির স্টক রাখা লাগে। এই হিসেবে বৃস্টির পানি আনফিট ডাইং এর জন্য





কোন মন্তব্য নেই: