টেক্সটাইল গার্মেন্টসের সেক্টর ঘুষ | Textile Bad Policy - Textile Lab | Textile Learning Blog
ঘুষ বিষয়টি কারো জন্যি বা কোন সেক্টর এর জন্য ভালো বিষয় নয়,  টেক্সটাইল সেক্টর আপত দৃস্টিতে ঘুষ মুক্ত মনে হলেও টেক্সটাইল বা গার্মেন্টস এ এর প্রবনতা বেড়ে গিয়েছে।

সতর্কতা : 

পোস্টটি থেকে খারাপ কিছু গ্রহন করবেন না বা খারাপ ভাবে নেবেন না,  এটি সতর্কতারর জন্য যেনো যে কোন প্রয়োজনে এই তথ্য গুলি ব্যাবহার করতে পারেন। এর সুযোগ যারা কাজে লাগায় তাদের অবস্থা সুখোকর হয় না।

ঘুষ যুক্ত সেক্টর এবং সাথে জড়িত ব্যাক্তিগন :

১. কাটিং ম্যানেজার বা কাটিং এর সাথে জড়িত ব্যাক্তি বর্গ টাকা পয়সা নেয় এখানে দাতা ডাইং সংশ্লিস্ট লোক জন বা ডাইং এর ম্যানেজার,  সাধারনত অফ সেড কাটিং এর জন্য বা ডাইং ফল্ট যুক্ত কাপড় কাটিং এর জন্য এই লেন দেন করা হয়।

২. ইন্সপেকশন ড়িপার্টমেন্ট আরেক দুর্নীতির আখড়া এরা সাব কন্ট্রাক্ট এর পার্টি বায়ার দের কাছ থেকে দৈনিক,  বাৎসরিক উপহার, বোনাস,  টিপস,  নাস্তার টাকা নামে টাকা পয়সা নিয়ে থাকে।

৩. ল্যাব এর ল্যাব ডিপ দ্রুত করার জন্য পার্টির লোক জন ল্যাব ইনচার্জ,  ল্যাব বয়দের রিফ্রেশমেন্ট টিপস দেয়।

৪. ফেক্টরির প্রডাকশন, ল্যাব,  স্টোর এর লোক জন  বিভিন্ন ক্যামিকেল,  ফেব্রিক,  একসোসরিস সাপ্লাইয়াদের কাছ থেকে নতুন বছরে ডাইরি কেলান্ডার,  খেলার টিকেট,  এয়ার টিকেট,  কন্সার্ট এর টিকেট।

৫. ক্যামিকেল,  ডাইজ,  ফেব্রিক সাপ্লাইয়ার গন ফেক্টরির ম্যানেজমেন্ট কে ট্রেইনিং,  সেমিনার এর নামে ফরেইন ট্রিপ এর সুযোগ দেন।

৬. পার্চেস,  প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট প্রতিটা পার্চেসে কোটেশন এর উপর % ইচ্ছে করলে নেগোসিয়েশন এর মাধ্যমে নিতে পারেন।

৭. প্রডাকশন এর GM গন যেমন ডাইং,  গার্মেন্টস,  ফেব্রিক্স,  স্পিনিং,  কস্টিং এর উপরে চাইলে কোম্পানি রেইট ফিলাপ করে এক্সট্রা চার্জ সাব কন্ট্রাক্ট পার্টির কাছ থেকে নিতে পারেন।

৮. ফরেন বাইং হাউস এর কান্ট্রি ম্যানেজার,  বাইং হাউস মার্চেন্ডাইজার,  বাইং হাউস এর মালিক গন ওর্ডার এর বিপরীতে টাকা বা % নিয়ে থাকেন এখানে দাতা ফেক্টরি মালিক।

৯. বাইং হাউস এর কোয়ালিটি কন্ট্রোলার,  এপ্রুভাল এর নামে গার্মেন্টস,  টাকা ,  রিফ্রেশমেন্ট সুবিধা ভোগ করে থাকেন,  এক্ষত্রে দাতা মার্চেন্ডাজিং ডিপার্টমেন্ট,  ফেক্টরির মালিক।

১০. মার্চেন্ডাইজার আর ফেব্রিক,  একসোসরিস সাপ্লাইয়াদের দের সাথে সুসম্পর্ক নির্ভর করে কমিশন,  টাকার উপর,  দুই ঈদ আসলেই এটি অনুভব করতে পারবেন।

১১. মার্চেন্ডাইজার দের প্রডাকশন এর লোক,  স্যাম্পল এর লোক জন বিভিন্ন সময় স্যাম্পল গার্মেন্টস উপহার স্বরুপ দিয়ে থাকে যা তারা গেইট পাসের মারফতে  গেট পার করে এটি নিয়ম বহি:ভুত,  বিপদ ঝামেলা থেকে উদ্যার এর এটি তারা করে থাকে।

সতর্কতা
এটি কাওকে বা কোন সমাজকে উদ্যেশ করে লেখা নয়,  এটি লেখকের ব্যাক্তিগত অভিমত। সুতরাং অভিযোগ গ্রহনযোগ্য নয়।




টেক্সটাইল গার্মেন্টসের সেক্টর ঘুষ | Textile Bad Policy

ঘুষ বিষয়টি কারো জন্যি বা কোন সেক্টর এর জন্য ভালো বিষয় নয়,  টেক্সটাইল সেক্টর আপত দৃস্টিতে ঘুষ মুক্ত মনে হলেও টেক্সটাইল বা গার্মেন্টস এ এর প্রবনতা বেড়ে গিয়েছে।

সতর্কতা : 

পোস্টটি থেকে খারাপ কিছু গ্রহন করবেন না বা খারাপ ভাবে নেবেন না,  এটি সতর্কতারর জন্য যেনো যে কোন প্রয়োজনে এই তথ্য গুলি ব্যাবহার করতে পারেন। এর সুযোগ যারা কাজে লাগায় তাদের অবস্থা সুখোকর হয় না।

ঘুষ যুক্ত সেক্টর এবং সাথে জড়িত ব্যাক্তিগন :

১. কাটিং ম্যানেজার বা কাটিং এর সাথে জড়িত ব্যাক্তি বর্গ টাকা পয়সা নেয় এখানে দাতা ডাইং সংশ্লিস্ট লোক জন বা ডাইং এর ম্যানেজার,  সাধারনত অফ সেড কাটিং এর জন্য বা ডাইং ফল্ট যুক্ত কাপড় কাটিং এর জন্য এই লেন দেন করা হয়।

২. ইন্সপেকশন ড়িপার্টমেন্ট আরেক দুর্নীতির আখড়া এরা সাব কন্ট্রাক্ট এর পার্টি বায়ার দের কাছ থেকে দৈনিক,  বাৎসরিক উপহার, বোনাস,  টিপস,  নাস্তার টাকা নামে টাকা পয়সা নিয়ে থাকে।

৩. ল্যাব এর ল্যাব ডিপ দ্রুত করার জন্য পার্টির লোক জন ল্যাব ইনচার্জ,  ল্যাব বয়দের রিফ্রেশমেন্ট টিপস দেয়।

৪. ফেক্টরির প্রডাকশন, ল্যাব,  স্টোর এর লোক জন  বিভিন্ন ক্যামিকেল,  ফেব্রিক,  একসোসরিস সাপ্লাইয়াদের কাছ থেকে নতুন বছরে ডাইরি কেলান্ডার,  খেলার টিকেট,  এয়ার টিকেট,  কন্সার্ট এর টিকেট।

৫. ক্যামিকেল,  ডাইজ,  ফেব্রিক সাপ্লাইয়ার গন ফেক্টরির ম্যানেজমেন্ট কে ট্রেইনিং,  সেমিনার এর নামে ফরেইন ট্রিপ এর সুযোগ দেন।

৬. পার্চেস,  প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট প্রতিটা পার্চেসে কোটেশন এর উপর % ইচ্ছে করলে নেগোসিয়েশন এর মাধ্যমে নিতে পারেন।

৭. প্রডাকশন এর GM গন যেমন ডাইং,  গার্মেন্টস,  ফেব্রিক্স,  স্পিনিং,  কস্টিং এর উপরে চাইলে কোম্পানি রেইট ফিলাপ করে এক্সট্রা চার্জ সাব কন্ট্রাক্ট পার্টির কাছ থেকে নিতে পারেন।

৮. ফরেন বাইং হাউস এর কান্ট্রি ম্যানেজার,  বাইং হাউস মার্চেন্ডাইজার,  বাইং হাউস এর মালিক গন ওর্ডার এর বিপরীতে টাকা বা % নিয়ে থাকেন এখানে দাতা ফেক্টরি মালিক।

৯. বাইং হাউস এর কোয়ালিটি কন্ট্রোলার,  এপ্রুভাল এর নামে গার্মেন্টস,  টাকা ,  রিফ্রেশমেন্ট সুবিধা ভোগ করে থাকেন,  এক্ষত্রে দাতা মার্চেন্ডাজিং ডিপার্টমেন্ট,  ফেক্টরির মালিক।

১০. মার্চেন্ডাইজার আর ফেব্রিক,  একসোসরিস সাপ্লাইয়াদের দের সাথে সুসম্পর্ক নির্ভর করে কমিশন,  টাকার উপর,  দুই ঈদ আসলেই এটি অনুভব করতে পারবেন।

১১. মার্চেন্ডাইজার দের প্রডাকশন এর লোক,  স্যাম্পল এর লোক জন বিভিন্ন সময় স্যাম্পল গার্মেন্টস উপহার স্বরুপ দিয়ে থাকে যা তারা গেইট পাসের মারফতে  গেট পার করে এটি নিয়ম বহি:ভুত,  বিপদ ঝামেলা থেকে উদ্যার এর এটি তারা করে থাকে।

সতর্কতা
এটি কাওকে বা কোন সমাজকে উদ্যেশ করে লেখা নয়,  এটি লেখকের ব্যাক্তিগত অভিমত। সুতরাং অভিযোগ গ্রহনযোগ্য নয়।




কোন মন্তব্য নেই: