জিহ্বা দিয়ে কাপড় ওয়াস, নন ওয়াস টেস্ট করার মজার ঘটনা - Textile Lab | Textile Learning Blog
টেক্সটাইলীয় মজার বিষয়

একটি কাপড় মার্সারাইজেশন এর পর তাকে ওয়াস করে নিতে হয় কারন কস্টিক এর কারনে ফেব্রিক এর PH 9-11 হতে পরে যা ডাইং এর ক্ষত্রে সমস্যার কারন হতে পারে। তাই আমরা আগে কাপড় ওয়াস করে নেই। 

কোন এর কারনে আমার একটি সেম্পল ওয়াস করা কিনা তার জানার দরকার ছিলো,  তাই ওয়াস অপারেটর কে ডেকে বলি সাঈদ কাপড় কি ওয়াস করা কিনা ???
দেখি সে কাপড়ে জিহ্বা দিয়ে চাটলো, জিহ্বা  টাচ করালো কাপড়ে
কিছু ক্ষন পর আমাকে বলে স্যার কাপড় নন ওয়াস !!!
কি করে বুঝলি !!!
স্যার ওয়াস করা কাপড় মিস্টি !!!
স্যার নন ওয়াস কাপড় টক !!!

পারলে আপনি জিহ্বা দিয়ে দেখেন 
টেক্সটাইলে নন টেকনিকাল লোক রা এই ভাবেই নিজেদের টেকনিক তৈরি করেছে,  তাদের অবহেলা করার সুযোগ নেই।
তারাই প্রক্রিত ইঞ্জিনিয়ার সমস্যা তাদের সার্টিফাইড না। 



জিহ্বা দিয়ে কাপড় ওয়াস, নন ওয়াস টেস্ট করার মজার ঘটনা

টেক্সটাইলীয় মজার বিষয়

একটি কাপড় মার্সারাইজেশন এর পর তাকে ওয়াস করে নিতে হয় কারন কস্টিক এর কারনে ফেব্রিক এর PH 9-11 হতে পরে যা ডাইং এর ক্ষত্রে সমস্যার কারন হতে পারে। তাই আমরা আগে কাপড় ওয়াস করে নেই। 

কোন এর কারনে আমার একটি সেম্পল ওয়াস করা কিনা তার জানার দরকার ছিলো,  তাই ওয়াস অপারেটর কে ডেকে বলি সাঈদ কাপড় কি ওয়াস করা কিনা ???
দেখি সে কাপড়ে জিহ্বা দিয়ে চাটলো, জিহ্বা  টাচ করালো কাপড়ে
কিছু ক্ষন পর আমাকে বলে স্যার কাপড় নন ওয়াস !!!
কি করে বুঝলি !!!
স্যার ওয়াস করা কাপড় মিস্টি !!!
স্যার নন ওয়াস কাপড় টক !!!

পারলে আপনি জিহ্বা দিয়ে দেখেন 
টেক্সটাইলে নন টেকনিকাল লোক রা এই ভাবেই নিজেদের টেকনিক তৈরি করেছে,  তাদের অবহেলা করার সুযোগ নেই।
তারাই প্রক্রিত ইঞ্জিনিয়ার সমস্যা তাদের সার্টিফাইড না। 



কোন মন্তব্য নেই: