Stanter Machine এ কি কি ধরনের ফিনিশিং করা যায় জেনে নিন - Textile Lab | Textile Learning Blog
স্টেনটার এর ফিনিশিং:

১. হিট সেটিং এর কাজ টেক্সটাইল মেশিন গুলির মাঝে একমাত্র স্টেনটার করতে পারে,  এর টেম্পারেচার রেঞ্জ ৫০-২০০ ডিগ্রী।

২. স্টেনটার ভেজা কাপড় ড্রাই করতে ব্যাবহার করা যায়,  কারন ড্রায়ার এর স্পিড কম থাকায় স্টেনটার এর প্রডাকশন বেশি।

৩. স্টেনটার কাপড় এর বোইং,  স্কিউনেস,  বায়াস কন্ট্রোল করতে পারে।

৪. স্টেনটার এর সাহায্যে কাপড় স্ট্রেচিং করা যায়। স্ট্রেচিং করা করা কাপড় প্রিন্টিং,  সুইডিং,  পিচ,  ব্রাশিং করা হয়।

৫. স্টেনটারে ফ্লোরোসেন্ট,  পিগমেন্ট,  হোয়াইট ডাইং করা যায়।

৬. স্টেনটারে কাপড় সফট ফিনিশিং, এবং স্পেশাল ফিনিশিং করা যায়।

৭. কাপড়ে ক্রিজ পড়লে এইগুলি স্টেনটারে ছাড়ানো যায়।

৮. কাপড় সফট ফিনিশিং করতে স্টেনটার ব্যাবহার করা হয়।

৯. ওভেন কাপড় এর টপিং এর জন্য স্টেনটার ব্যাবহার করা হয়।

১০. কাপড় হাই টেম্পারেচার ফিনিশিং করে কাপড় এর পলি কন্টামিনেশন দুর করা যায়।

১১. কাপড় হার্ড ফিনিশিং করা যায়।

১২. কাপড় এর GSM কমানো যায়।

১৩. কিউরিং করা যায়।


Stanter Machine এ কি কি ধরনের ফিনিশিং করা যায় জেনে নিন

স্টেনটার এর ফিনিশিং:

১. হিট সেটিং এর কাজ টেক্সটাইল মেশিন গুলির মাঝে একমাত্র স্টেনটার করতে পারে,  এর টেম্পারেচার রেঞ্জ ৫০-২০০ ডিগ্রী।

২. স্টেনটার ভেজা কাপড় ড্রাই করতে ব্যাবহার করা যায়,  কারন ড্রায়ার এর স্পিড কম থাকায় স্টেনটার এর প্রডাকশন বেশি।

৩. স্টেনটার কাপড় এর বোইং,  স্কিউনেস,  বায়াস কন্ট্রোল করতে পারে।

৪. স্টেনটার এর সাহায্যে কাপড় স্ট্রেচিং করা যায়। স্ট্রেচিং করা করা কাপড় প্রিন্টিং,  সুইডিং,  পিচ,  ব্রাশিং করা হয়।

৫. স্টেনটারে ফ্লোরোসেন্ট,  পিগমেন্ট,  হোয়াইট ডাইং করা যায়।

৬. স্টেনটারে কাপড় সফট ফিনিশিং, এবং স্পেশাল ফিনিশিং করা যায়।

৭. কাপড়ে ক্রিজ পড়লে এইগুলি স্টেনটারে ছাড়ানো যায়।

৮. কাপড় সফট ফিনিশিং করতে স্টেনটার ব্যাবহার করা হয়।

৯. ওভেন কাপড় এর টপিং এর জন্য স্টেনটার ব্যাবহার করা হয়।

১০. কাপড় হাই টেম্পারেচার ফিনিশিং করে কাপড় এর পলি কন্টামিনেশন দুর করা যায়।

১১. কাপড় হার্ড ফিনিশিং করা যায়।

১২. কাপড় এর GSM কমানো যায়।

১৩. কিউরিং করা যায়।


কোন মন্তব্য নেই: