সেমব্রে ফেব্রিক্স | Chambray Fabrics - Textile Lab | Textile Learning Blog
Chambray Fabrics  সেমব্রে ফেব্রিক্স

কনস্ট্রাকশন
১১০ X ৭০ / ৪০ X ৪০

কম্পোজিশন
সাধারনত ১০০% কটন

১/১ বেসিক প্লেইন ডিজাইন এর ওয়ার্প এবং ওয়েফটে ভিন্ন কালার এর সুতা দিয়ে ডেনিম এর মতো ইফেক্ট যুক্ত কিছু ইয়ার্ন ডাইড ফেব্রিক প্রুস্তুত করা হয় একে সেমব্রে ফেব্রিক বলে।
এই কাপড় গুলি সাধারনত শার্ট কিংবা যে কোন গার্মেন্টস এর কন্ট্রাস্ট পার্ট হিসেবে ব্যাবহার করা যায়।
সেমব্রে কাপড় গুলি ডেনিম এর মতোই ওয়ার্পে ব্লু,  ব্লাক এবং ওয়েফটে হোয়াইট,  গ্রে সুতা দিয়ে করা হয়।
কালার এর উপর এর নাম নির্ভর করে যেমন কালার ব্লু হলে একে ব্লু সেমব্রে কালার ব্লাক হলে একে ব্লাক সেমব্রে বলে।

ডাইং ফিনিশিং প্রসেস :
এই কাপড় ডাইং করা লাগে না,  একে ডিসাইজ এবং স্ট্রেচিং করে সফট ফিনিশিং করা হয় ।







সেমব্রে ফেব্রিক্স | Chambray Fabrics

Chambray Fabrics  সেমব্রে ফেব্রিক্স

কনস্ট্রাকশন
১১০ X ৭০ / ৪০ X ৪০

কম্পোজিশন
সাধারনত ১০০% কটন

১/১ বেসিক প্লেইন ডিজাইন এর ওয়ার্প এবং ওয়েফটে ভিন্ন কালার এর সুতা দিয়ে ডেনিম এর মতো ইফেক্ট যুক্ত কিছু ইয়ার্ন ডাইড ফেব্রিক প্রুস্তুত করা হয় একে সেমব্রে ফেব্রিক বলে।
এই কাপড় গুলি সাধারনত শার্ট কিংবা যে কোন গার্মেন্টস এর কন্ট্রাস্ট পার্ট হিসেবে ব্যাবহার করা যায়।
সেমব্রে কাপড় গুলি ডেনিম এর মতোই ওয়ার্পে ব্লু,  ব্লাক এবং ওয়েফটে হোয়াইট,  গ্রে সুতা দিয়ে করা হয়।
কালার এর উপর এর নাম নির্ভর করে যেমন কালার ব্লু হলে একে ব্লু সেমব্রে কালার ব্লাক হলে একে ব্লাক সেমব্রে বলে।

ডাইং ফিনিশিং প্রসেস :
এই কাপড় ডাইং করা লাগে না,  একে ডিসাইজ এবং স্ট্রেচিং করে সফট ফিনিশিং করা হয় ।







কোন মন্তব্য নেই: