জেনে নিন বাংলাদেশ এর প্রথম এক্সপোর্ট ওরিয়েন্টেড গার্মেন্টস এর তথ্য - Textile Lab | Textile Learning Blog

টেক্সটাইল ব্যাক্তিত্ব

জনাব মো: নুরুল কাদের

সত্বাধিকারি: দেশ গার্মেন্টস লিমিটেড

প্রতিস্টাকাল : ২৭ ডিসেম্বর ১৯৭৭

বাংলাদেশের প্রথম এক্সপোর্ট ওরিয়েন্টেড গার্মেন্টস ফেক্টরি যা দক্ষিণ কোরিয়ার দাইয়ু কোম্পানি এর সাথে জয়েন্ট ভেঞ্চারে চালু করা হয়ে ছিলো।

কিছু তথ্য

১. জনাব মো: নুরুল কাদের কে বলা হয় ফদার অফ ১০০% এক্সপোর্ট ওরিয়েন্টেড গার্মেন্টস ফেক্টরি,  তার হাত দিয়ে গার্মেন্টস ব্যাবসার সুচনা বাংলাদেশের ।

২. তিনি বাংলাদেশে বন্ডেড ওয়ার হাউজ ব্যাবস্থার জনক।

৩. ব্যাক টু ব্যাক LC ব্যাবস্থা তারি উদ্ভাবন।

দেশ গার্মেন্টস

দক্ষিণ কোরিয়ার ডাইও (Daewoo) কোম্পানি বাংলাদেশের টেক্সটাইল শিল্পে বিনিয়োগকারী প্রতিষ্ঠানের মধ্যে প্রথম , ১৯৭৭ সালে বাংলাদেশের দেশ গার্মেন্টস এর সাথে তারা জয়েন্ট ভেঞ্চারে ব্যাবসা শুরু করে ।এবং দেশ গার্মেন্টসকে রপ্তানিমুখী গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠানে পরিনত করে । এক বছর পরই দেশ গার্মেন্টসের ১৩০ জন সুপারভাইজার ও ম্যানেজারকে দক্ষিণ কোরিয়ায় বিনামুল্যে তৈরি পোশাকের প্রোডাকশন ও মার্কেটিং এর উপড়ে প্রশিক্ষন দেয়া হয় । যদিও এই ১৩০ জনের ১১৫ জনই পরবর্তীতে দেশ গার্মেন্টসের চাকরী ছেড়ে নিজ মালিকানায় প্রতিষ্ঠান তৈরি করে অথবা অন্য প্রতিষ্ঠানের চাকরী গ্রহণ করে ।

Textile Mania
RMG Times

জেনে নিন বাংলাদেশ এর প্রথম এক্সপোর্ট ওরিয়েন্টেড গার্মেন্টস এর তথ্য

টেক্সটাইল ব্যাক্তিত্ব

জনাব মো: নুরুল কাদের

সত্বাধিকারি: দেশ গার্মেন্টস লিমিটেড

প্রতিস্টাকাল : ২৭ ডিসেম্বর ১৯৭৭

বাংলাদেশের প্রথম এক্সপোর্ট ওরিয়েন্টেড গার্মেন্টস ফেক্টরি যা দক্ষিণ কোরিয়ার দাইয়ু কোম্পানি এর সাথে জয়েন্ট ভেঞ্চারে চালু করা হয়ে ছিলো।

কিছু তথ্য

১. জনাব মো: নুরুল কাদের কে বলা হয় ফদার অফ ১০০% এক্সপোর্ট ওরিয়েন্টেড গার্মেন্টস ফেক্টরি,  তার হাত দিয়ে গার্মেন্টস ব্যাবসার সুচনা বাংলাদেশের ।

২. তিনি বাংলাদেশে বন্ডেড ওয়ার হাউজ ব্যাবস্থার জনক।

৩. ব্যাক টু ব্যাক LC ব্যাবস্থা তারি উদ্ভাবন।

দেশ গার্মেন্টস

দক্ষিণ কোরিয়ার ডাইও (Daewoo) কোম্পানি বাংলাদেশের টেক্সটাইল শিল্পে বিনিয়োগকারী প্রতিষ্ঠানের মধ্যে প্রথম , ১৯৭৭ সালে বাংলাদেশের দেশ গার্মেন্টস এর সাথে তারা জয়েন্ট ভেঞ্চারে ব্যাবসা শুরু করে ।এবং দেশ গার্মেন্টসকে রপ্তানিমুখী গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠানে পরিনত করে । এক বছর পরই দেশ গার্মেন্টসের ১৩০ জন সুপারভাইজার ও ম্যানেজারকে দক্ষিণ কোরিয়ায় বিনামুল্যে তৈরি পোশাকের প্রোডাকশন ও মার্কেটিং এর উপড়ে প্রশিক্ষন দেয়া হয় । যদিও এই ১৩০ জনের ১১৫ জনই পরবর্তীতে দেশ গার্মেন্টসের চাকরী ছেড়ে নিজ মালিকানায় প্রতিষ্ঠান তৈরি করে অথবা অন্য প্রতিষ্ঠানের চাকরী গ্রহণ করে ।

Textile Mania
RMG Times

কোন মন্তব্য নেই: