সমস্যা:
প্রিন্টিং করা কাপড় এর রাবিং ফেইল।
প্রিন্টিং করা কাপড় এর রাবিং ফেইল।
কেইস স্টাডি:
আমাদের করা এই কপড় এর প্রিন্টিং করার পর গার্মেন্টস করে এটি শিপমেন্ট করা হয় অস্ট্রেলিয়ায় এটি ছিলো বায়ার টার্গেট এর অর্ডার । এর Against এ আমাদের বায়ার ক্লেইম ছিলো সমস্যা হলো কাপড় এর রাবিং ফেইল করে আর আফটার ওয়াস ফ্রেবিক এর এপিয়ারেন্স চেঞ্জ হয়ে যায়।
অফিসিয়াল সমাধান হলো কারা প্রিন্ট করেছে তাদের শো কজ দেয়া আর সেলারি কেটে নেয়া, আর ওই গার্মেন্টস এর সমাধান হলো তাকে স্টক লট হিসেবে বেচে দেয়া।
একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের কিছু কেইস স্টাডি করতে হয়েছে যেনো ফিউচারে এই সমস্যা না হয়:
১. প্রথমত আমাদের বাইন্ডার দেখতে হবে যেহেতু এটি রাবিং এর সাথে জড়িত কিন্তু আমাদের বাইন্ডার এর ওই লট ভালো ছিলো না।
২. আরো একটি বিষয় ছিলো সেটি ও রাবিং এর ফাস্টনেস এর সাথে জড়িত সেটি হলো কিউরিং । সাধারনত আমাদের কিউরিং এর টেম্পারেচার আর ডয়েল টাইম হলো ১৫০ ডিগ্রী আর টাইম ৫ মিনিট এটি নরমার ডিজাইন এর জন্য। কিন্ত আমাদের এই প্রিন্ট ডিজাইন এর কাভারেজ ছিলো অনেক বড় তাই এর জন্য উচিৎ ছিলো ডয়েল টাইম ৮ মিনিট করে দেয়া কিন্তু তারা নরমাল প্যারামিটার এ কাপড় চালিয়ে ছিল তাই এটি রাবিং ফেইল এর বড় কারন ।
নোট
যেহেতু টেক্সটাইল এর প্রিন্টিং একমাত্র সেকশন যেখানে কাপড় একবার প্রিন্টিং হয়ে গেলে এর রেক্টিফাই করার আর সুযোগ নেই তাই এই ধরনের বাজে অভিজ্ঞতা কে কাজে লাগিয়ে বিপদের হাত থেকে ভবিষ্যৎতে নিজেদের রক্ষা করা যাবে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন