ফেব্রিকের Width কমানোর উপায় | Minimize Fabric Width - Textile Lab | Textile Learning Blog
কেইস স্টাডি :  কাপড় এর Width কমানোর উপায় ।
ডাইং এর ফিনিশিং সেকশনে কাপড় এর Width নির্ধারণ করা হয় বায়ারদের চাহিদা অনুযায়ী।  বায়ার তার  width  নির্ধারণ করে কাটিং এর মার্কার এর Width  অনুযায়ী।
এক্ষত্রে width চাহিদা অনুযায়ী বেশি হলে GSM কমে যায়।
আবার width বেশি হলে GSM বেড়ে যায়।

কিছু তথ্যঃ
১. কাপড় এর width কমাতে কাপড় কে স্টিম বাড়িয়ে সানফোরাইজ করতে হয় ওভেন কাপড় এর জন্য।

২. নীট কাপড় এর width কমাতে তাকে কম্পেক্টিং করতে হয়।

৩. কিছু কিছু ক্ষত্রে কাপড় কে স্ট্রেস করলে কাপড় এর ডায়া কমে যায়।

৪. কাপড় কে ট্রাম্বেল করলে কাপড় এর দায়া কমে কিন্তু ডায়া আনইভেন হতে পারে।

৫. কাপড় কে কাটিং এর আগে রিলাক্সে রাখতে হবে রিলাক্সে রাখলে কাপড় এর ডায়া কমে যায়।

৬. কাপড় এর কন্সট্রাকশন এর সুতা সঠিক থাকলে কাপড় এর ডায়া কমে না।

৭. কাপড় কে লাগলে ডাবল সানফোরাইজ করা হয়।

৮. কাপড় ডায়া কমাতে সানফোরাইজার,  কম্পেটর এর ব্লাংকেট এর বা রোলার এর প্রেশার বাড়িয়ে দিলে কাপড় এর ডায়া কমে যাবে।

৯. কাপড় এর সুতা কম হলে ডায়া বেশি কমে যায় তাই কাপড় ডায়া কন্ট্রোল করতে স্টিম কমায়া ফিনিশিং করতে হয়।

বি_দ্র: কাপড় চালানোর আগে এক বার স্টেনটারে  কাপড় চালাতে হয়,  এক্ষত্রে কাপড়কে স্ট্রেস করা হয় না কাপড় এর Width কে ইভেন করে দেয়া হয়।

ফেব্রিকের Width কমানোর উপায় | Minimize Fabric Width

কেইস স্টাডি :  কাপড় এর Width কমানোর উপায় ।
ডাইং এর ফিনিশিং সেকশনে কাপড় এর Width নির্ধারণ করা হয় বায়ারদের চাহিদা অনুযায়ী।  বায়ার তার  width  নির্ধারণ করে কাটিং এর মার্কার এর Width  অনুযায়ী।
এক্ষত্রে width চাহিদা অনুযায়ী বেশি হলে GSM কমে যায়।
আবার width বেশি হলে GSM বেড়ে যায়।

কিছু তথ্যঃ
১. কাপড় এর width কমাতে কাপড় কে স্টিম বাড়িয়ে সানফোরাইজ করতে হয় ওভেন কাপড় এর জন্য।

২. নীট কাপড় এর width কমাতে তাকে কম্পেক্টিং করতে হয়।

৩. কিছু কিছু ক্ষত্রে কাপড় কে স্ট্রেস করলে কাপড় এর ডায়া কমে যায়।

৪. কাপড় কে ট্রাম্বেল করলে কাপড় এর দায়া কমে কিন্তু ডায়া আনইভেন হতে পারে।

৫. কাপড় কে কাটিং এর আগে রিলাক্সে রাখতে হবে রিলাক্সে রাখলে কাপড় এর ডায়া কমে যায়।

৬. কাপড় এর কন্সট্রাকশন এর সুতা সঠিক থাকলে কাপড় এর ডায়া কমে না।

৭. কাপড় কে লাগলে ডাবল সানফোরাইজ করা হয়।

৮. কাপড় ডায়া কমাতে সানফোরাইজার,  কম্পেটর এর ব্লাংকেট এর বা রোলার এর প্রেশার বাড়িয়ে দিলে কাপড় এর ডায়া কমে যাবে।

৯. কাপড় এর সুতা কম হলে ডায়া বেশি কমে যায় তাই কাপড় ডায়া কন্ট্রোল করতে স্টিম কমায়া ফিনিশিং করতে হয়।

বি_দ্র: কাপড় চালানোর আগে এক বার স্টেনটারে  কাপড় চালাতে হয়,  এক্ষত্রে কাপড়কে স্ট্রেস করা হয় না কাপড় এর Width কে ইভেন করে দেয়া হয়।

কোন মন্তব্য নেই: