কেইস স্টাডি
সমস্যা:
একই থানে কাপড় এর Width এর ভ্যারিয়েশন। ৫৬" থানে কথাও ৫২" কথাও ৫৪"। সমস্যা সমাধান এর উপায়।
একই থানে কাপড় এর Width এর ভ্যারিয়েশন। ৫৬" থানে কথাও ৫২" কথাও ৫৪"। সমস্যা সমাধান এর উপায়।
ফেব্রিক :
185X60/30X10+70D
Lycra Satin
185X60/30X10+70D
Lycra Satin
সম্ভাব্য কারন:
এমন অবস্থা হয় সাধারনত লায়ক্রা যুক্ত কাপড়ে, আর কাপড় যদি ভালো করে হিট সেট করা না হয় তখন এমন সমস্যা হতে পারে কাপড়ে।
এমন অবস্থা হয় সাধারনত লায়ক্রা যুক্ত কাপড়ে, আর কাপড় যদি ভালো করে হিট সেট করা না হয় তখন এমন সমস্যা হতে পারে কাপড়ে।
সমাধান:
১. কাপড় কে পুনোরায় স্টেনটারে টানতে হবে।
১. কাপড় কে পুনোরায় স্টেনটারে টানতে হবে।
২. তা না হলে আগে সানফোরাইজ বা কম্পেক্টিং করে কাপড় এর Width কমিয়ে নিয়ে আবার স্টেনটার করতে হবে।
৩. আর কাপড় মার্সারাইজেশন এর পর ভালো করে হিট সেটিং করতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন