J Box কি, ব্যাবহার জেনে নিন | Textile Machine - Textile Lab | Textile Learning Blog
J Box কি:

ওভেন কিংবা ণীট ডাইং বা ফিনিশিং মেশিনে   ইংরেজি  অক্ষর J আকৃতির একটি মেটাল কেইস বা বক্স থাকে এই বক্সকে J Box বলে।

এই বক্সটি সাধারনত মেশিনে ফেব্রিক ওভার ফিড করতে সাহায্য করে,  কন্টিনিউয়াস প্রসেস চলা কালিন সময়ে স্যাম্পল কাটতে বা জয়েন্ট কটার,  রোল টু রোল,  থান বাই থান সেলাই দেয়ার জন্য এই পার্টস বা   ডিভাইস ব্যাবহার করা হয়। এতে ২০০-৫০০ মিটার কাপড় ওভার ফিডিং করে রেখে অন্য কাজ গুলি সেরে নেয়া যায় তাতে কারে মেশিন এর ভেতরে কাপড় এর সর্টেজ পড়ে না কিংবা মেশিন অফ করার প্রয়োজন পড়ে না। বিষেস করে ওভেন ডাইং এর মেশিন গুলি চাইলে হুট করে অফ করা যায় না অফ করলে নানান ফল্ট এর সৃস্টি হয় যেমন স্টপ মার্ক,  বেন্ড মার্ক ইত্যাদি সুতরাং কাপড় নস্ট হওয়া এড়াতে এই জে বক্স মেশিনে ব্যাবহার করা হয়। 

যে মেশিন এর দেখা যাবে এটি
১. স্টেনটার
২. কন্টিনিউয়াস ওয়াস
৩. ব্লিচ মার্সারাইজেশন মেশিন
৪. থার্মোসল
৫. CPB


J Box কি, ব্যাবহার জেনে নিন | Textile Machine

J Box কি:

ওভেন কিংবা ণীট ডাইং বা ফিনিশিং মেশিনে   ইংরেজি  অক্ষর J আকৃতির একটি মেটাল কেইস বা বক্স থাকে এই বক্সকে J Box বলে।

এই বক্সটি সাধারনত মেশিনে ফেব্রিক ওভার ফিড করতে সাহায্য করে,  কন্টিনিউয়াস প্রসেস চলা কালিন সময়ে স্যাম্পল কাটতে বা জয়েন্ট কটার,  রোল টু রোল,  থান বাই থান সেলাই দেয়ার জন্য এই পার্টস বা   ডিভাইস ব্যাবহার করা হয়। এতে ২০০-৫০০ মিটার কাপড় ওভার ফিডিং করে রেখে অন্য কাজ গুলি সেরে নেয়া যায় তাতে কারে মেশিন এর ভেতরে কাপড় এর সর্টেজ পড়ে না কিংবা মেশিন অফ করার প্রয়োজন পড়ে না। বিষেস করে ওভেন ডাইং এর মেশিন গুলি চাইলে হুট করে অফ করা যায় না অফ করলে নানান ফল্ট এর সৃস্টি হয় যেমন স্টপ মার্ক,  বেন্ড মার্ক ইত্যাদি সুতরাং কাপড় নস্ট হওয়া এড়াতে এই জে বক্স মেশিনে ব্যাবহার করা হয়। 

যে মেশিন এর দেখা যাবে এটি
১. স্টেনটার
২. কন্টিনিউয়াস ওয়াস
৩. ব্লিচ মার্সারাইজেশন মেশিন
৪. থার্মোসল
৫. CPB


কোন মন্তব্য নেই: