ডাইং ব্যাচ সেকশন এর কিছু তথ্য জেনে নিন | Dyeing Batch Section - Textile Lab | Textile Learning Blog
ডাইং প্রডাকশন স্মুথ রাখার জন্য একটি সেকশন ভাইটাল ভুমিকা পালন করে যার নাম ব্যাচ সেকশন। 
ব্যাচ সেকশন হলো ডাইং এর প্রথম সেকশন আর এখান থেকে কাপড় কে মেশিন এর ক্যাপাসিটি অনুযায়ী বিভিন্ন ফেব্রিক এর তার আনুপাতিক হারে ভাগ করে দেয়া হয়।

যেমন একটি বডি ফেব্রিক এর সাথে তার রিব, বাইনডিং,  কলার,  কাফ,পাইপিং এর কাপড় ডাইং হয়,  আর ব্যাচ সেকশন বডি ফেব্রিক আর সাথে তার বাকি অংশ দিয়ে কাপড় ডাইং সম্পন্ন করা হবে তা তারা ভাগ করে দেয়।

ব্যাচ সেকশনের কাজ হল মেশিনের কেপাছিটি অনুযায়ী কাপড় এর রোল বা ব্যাচ প্রিপারেশন করা & কোন ব্যাচ কোন মেশিনে ওঠবে তা ঠিক করা যেন কাপড় মিক্সার না হয় যেমন পলিস্টার, কটন, ভিসকোস...
ব্যাচ প্রিপারেশন করার জন্য কিছু ক্যালকুলেশন বা ফরমুলা আছে যা সহজেই এপ্লাই করা হয় ইন্ডাস্ট্রিতে

ফেক্টোরির নিয়ম
ব্যাচ= ডায়া কোয়ান্টিটি X মেশিন কোয়ানটিটি/ টোটাল ফেব্রিক এর ওজন

যেমন
রেড  কালার ডাইং করতে হবে  : 
৩২"/৭০০কেজি,  ২৪"/৫০০কেজি, ২৮"/৪০০ কেজি,  ব্যাচ প্রিপারেশন কর?


সমাধান :

টোটাল: (৭০০ ৫০০ ৪০০)=১৬০০কেজি
ব্যাচ :৭০০ * ১৫০০ /১৬০০ 
=() কেজি


ব্যাচ : ৫০০ *১৫০০/১৬০০
=()  কেজি

ব্যাচ : ৪০০ *১৫০০/১৬০০
= ( )  কেজি


বি: দ্র : অবশিস্ট যত কেজি থাকবে তা সেম্পল ডাইং মেশিনে তুলতে হবে।



ডাইং ব্যাচ সেকশন এর কিছু তথ্য জেনে নিন | Dyeing Batch Section

ডাইং প্রডাকশন স্মুথ রাখার জন্য একটি সেকশন ভাইটাল ভুমিকা পালন করে যার নাম ব্যাচ সেকশন। 
ব্যাচ সেকশন হলো ডাইং এর প্রথম সেকশন আর এখান থেকে কাপড় কে মেশিন এর ক্যাপাসিটি অনুযায়ী বিভিন্ন ফেব্রিক এর তার আনুপাতিক হারে ভাগ করে দেয়া হয়।

যেমন একটি বডি ফেব্রিক এর সাথে তার রিব, বাইনডিং,  কলার,  কাফ,পাইপিং এর কাপড় ডাইং হয়,  আর ব্যাচ সেকশন বডি ফেব্রিক আর সাথে তার বাকি অংশ দিয়ে কাপড় ডাইং সম্পন্ন করা হবে তা তারা ভাগ করে দেয়।

ব্যাচ সেকশনের কাজ হল মেশিনের কেপাছিটি অনুযায়ী কাপড় এর রোল বা ব্যাচ প্রিপারেশন করা & কোন ব্যাচ কোন মেশিনে ওঠবে তা ঠিক করা যেন কাপড় মিক্সার না হয় যেমন পলিস্টার, কটন, ভিসকোস...
ব্যাচ প্রিপারেশন করার জন্য কিছু ক্যালকুলেশন বা ফরমুলা আছে যা সহজেই এপ্লাই করা হয় ইন্ডাস্ট্রিতে

ফেক্টোরির নিয়ম
ব্যাচ= ডায়া কোয়ান্টিটি X মেশিন কোয়ানটিটি/ টোটাল ফেব্রিক এর ওজন

যেমন
রেড  কালার ডাইং করতে হবে  : 
৩২"/৭০০কেজি,  ২৪"/৫০০কেজি, ২৮"/৪০০ কেজি,  ব্যাচ প্রিপারেশন কর?


সমাধান :

টোটাল: (৭০০ ৫০০ ৪০০)=১৬০০কেজি
ব্যাচ :৭০০ * ১৫০০ /১৬০০ 
=() কেজি


ব্যাচ : ৫০০ *১৫০০/১৬০০
=()  কেজি

ব্যাচ : ৪০০ *১৫০০/১৬০০
= ( )  কেজি


বি: দ্র : অবশিস্ট যত কেজি থাকবে তা সেম্পল ডাইং মেশিনে তুলতে হবে।



কোন মন্তব্য নেই: